Vivo Y54s: ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, রিভার্স চার্জিং সাপোর্ট-সহ দুর্দান্ত ৫জি স্মার্টফোন লঞ্চ করল ভিভো, দাম ও ফিচার্স জেনে নিন

Vivo Y54s Price And Specifications: মিড-রেঞ্জ সেগমেন্টে একটি ৫জি স্মার্টফোন লঞ্চ করল ভিভো। এই লেটেস্ট হ্যান্ডসেটের দাম-সহ ফিচার্স ও স্পেসিফিকেশনস দেখে নিন।

Vivo Y54s: ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, রিভার্স চার্জিং সাপোর্ট-সহ দুর্দান্ত ৫জি স্মার্টফোন লঞ্চ করল ভিভো, দাম ও ফিচার্স জেনে নিন
ভিভোর লেটেস্ট স্মার্টফোনে ফাটাফাটি ফিচার্স!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2021 | 11:04 AM

লঞ্চ করে গেল ভিভো ওয়াই৫৪এস ফোনটি। নতুন এই ৫জি স্মার্টফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। সেলফি ক্যামেরার জন্য ফোনের ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ। এই হ্যান্ডসেটে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে Vivo Y54s ফোনে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। রয়েছে ১২৮জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ১৮ওয়াট ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে ফোনটি। মোট দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোন। ভিভো ওয়াই৫৪এস আবার রিভার্স চার্জিংও সাপোর্ট করবে।

ভিভো ওয়াই৫৪এস দাম ও উপলব্ধতা –

এই ভিভো ওয়াই৫৪এস ফোনটি আপাতত চিনের মার্কেটেই নিয়ে আসা হয়েছে। সে দেশে একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে এই ভিভো স্মার্টফোন। সেই ৬জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের ভিভো ওয়াই৫৪এস ফোনের দাম CNY ১,৬৯৯ বা ১৯,৮০০ টাকা প্রায়। লেক ব্লু এবং টাইটানিয়াম এম্পটি গ্রে – এই দুই কালার অপশনে ফোনটি পেয়ে যাবেন কাস্টোমাররা। এই মুহূর্তে কেবল মাত্র কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। তবে এই ভিভো ওয়াই৫৪এস ফোনটি ভারতে কবে নাগাদ লঞ্চ করতে পারে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

ভিভো ওয়াই৫৪এস স্পেসিফিকেশনস, ফিচার্স –

সফ্টওয়্যার – ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্টেড এই ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ভিত্তিক অরিজিনওএস ১.০ দ্বারা চালিত হবে।

ডিসপ্লে – একটি ৬.৫১ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রেজোলিউশন ১৬০০X৭২০ পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৯ শতাংশ।

প্রসেসর ও স্টোরেজ – পারফরম্যান্সের জন্য এই ভিভো ওয়াই৫৪এস স্মার্টফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও ৭০০ প্রসেসর। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে ৬জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে।

ক্যামেরা – এই হ্যান্ডসেটে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপার্চার এফ/২.২। সেকেন্ডারি ক্যামেরার জন্য আর একটিই মাত্র ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর, তার অ্যাপার্চার আবার এফ/২.০।

সুরক্ষা – বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি অথেন্টিকেশন রয়েছে।

কানেক্টিভিটি – কানেক্টিভিটি ফিচার্সেও ভিভো ওয়াই৫৪এস ফোনটি ঢেলে সাজানো হয়েছে! রয়েছে ব্লুটুথ ভি৫.১, একটি ৩.৫মিমি অডিও জ্যাক, জিপিএস, একটি মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট এবং ওয়াই-ফাই। অনবোর্ড সেন্সর হিসেবে গ্র্যাভিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং ইলেকট্রনিক কম্পাস রয়েছে। SBC, AAC, LDAC, aptX HD এবং aptX কোডেক সাপোর্ট করবে এই স্মার্টফোন।

ব্যাটারি ও অন্যান্য – ভিভো ওয়াই ৫৪এস ফোনে বেশ মজবুত ও বড় একটি ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে আয়তন ১৬৪.১৫X৭৫.৩৫X৮.৫০মিমি এবং ওজন মাত্র ১৮৮.৪ গ্রাম।

আরও পড়ুন: ভারতে আসছে ভিভো এক্স৮০ সিরিজের দু’টি ‘প্রো’ মডেল, হয়তো আগামী বছরের শুরুতেই লঞ্চ

আরও পড়ুন: কম দামে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০এমএএইচ ব্যাটারির ফোন নিয়ে এল ইনফিনিক্স

আরও পড়ুন: ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে মোটোরোলার এই স্মার্টফোনে