AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Infinix Smart 5 Pro: কম দামে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০এমএএইচ ব্যাটারির ফোন নিয়ে এল ইনফিনিক্স

Infinix Smart 5 Pro Price, Specifications: সস্তায় দুরন্ত ফিচার্সে ভরপুর স্মার্টফোন লঞ্চ করল ইনফিনিক্স। কোম্পানির সেই লেটেস্ট মডেলে রয়েছে ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ। দাম-সহ অন্যান্য ফিচার্স জেনে নিন।

Infinix Smart 5 Pro: কম দামে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০এমএএইচ ব্যাটারির ফোন নিয়ে এল ইনফিনিক্স
কম দামে ইনফিনিক্স-এর দুরন্ত স্মার্টফোন
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 6:51 PM
Share

এবার পাকিস্তানের মার্কেটে চলে এল ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো। সেলফি ক্যামেরার জন্য এই স্মার্টফোনের ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। Infinix Smart 5 Pro স্মার্টফোনে এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য থাকছে একটি অক্টা-কোর প্রসেসর। এই ফোনের অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রেগুলার ইনফিনিক্স স্মার্ট ৫ ফোনের সঙ্গে এই প্রো মডেলের ফিচার্স ও স্পেসিফিকেশনস অনেকাংশেই মিলে গিয়েছে। কেবল ফোন দুটির ডিজাইনে সামান্য পার্থক্য রয়েছে।

ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো দাম ও উপলব্ধতা –

পাকিস্তানে একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ করা হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো। সে দেশে এই ফোনের ২জিবি র‌্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম PKR ১৪,৯৯৯ বা ৬,২০০ টাকা প্রায়। কালো এবং সবুজ – এই দুই কালার মডেল রয়েছে ফোনটির। পাকিস্তানের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম এক্সপার্ক থেকেই ফোনটি কিনতে পারবেন কাস্টোমাররা। যদিও ফোনটি কবে থেকে কেনাকাটির জন্য উপলব্ধ হবে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো স্পেসিফিকেশনস, ফিচার্স –

  • ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্টেড এই Infinix Smart 5 Pro ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম বেসড XOS 7.6 দ্বারা চালিত হবে।
  • এই ফোনে রয়েছে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৫০০ নিটস।
  • পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর প্রসেসরের সাহায্যে, যার ক্লক স্পিড ১.৬ গিগাহার্টজ়। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে ২জিবি পর্যন্ত র‌্যাম এবং ৩২জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে।
  • কম দামের এই স্মার্টফোনে রয়েছে একটি ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপার্চার এফ/১.৮। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো ফোনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এই সেলফি ক্যামেরায় আবার AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্স থাকছে।
  • Infinix Smart 5 Pro স্মার্টফোনে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা।
  • বায়োমেট্রিক সিকিওরিটির জন্য থাকছে একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  • বেশ মজবুত একটি ৬,০০০এমএএইচ ব্যাটারি রয়েছে এই ইনফিনিক্স মডেলে। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, সিঙ্গেল চার্জে এই ব্যাটারি ৬৭ ঘণ্টার টকটাইম এবং ৮৮ দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম।

আরও পড়ুন: ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে মোটোরোলার এই স্মার্টফোনে

আরও পড়ুন: Vivo V23e 5G: ২৩ নভেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন, থাকতে পারে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর!

আরও পড়ুন: নভেম্বরের শেষে লঞ্চ হতে পারে ভিভোর নতুন স্মার্টফোন সিরিজ