Vivo Y56 আর Vivo T2 5G বছরের শেষে আরও সস্তা, জানুন নতুন রেট
Vivo Y56 And Vivo T2 5G Price: আপনি যদি নতুন ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এই সুযোগে কিনে নিতে পারেন। Vivo তার দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে। এই স্মার্টফোনগুলো হল- Vivo Y56 এবং Vivo T2 5G। এর মধ্যে Vivo Y56 হল একটি 4G স্মার্টফোন, আর Vivo T2 5G হল একটি 5G স্মার্টফোন। এই দুটি স্মার্টফোনের দাম প্রায় 1500 টাকা কমানো হয়েছে।

অনলাইনে বেশিরভাগ সময়ই কোনও না কোনও গ্য়াজেটের উপর সেল চলে। আর তাতে জিনিসের দাম অনেকটাই কমে। তবে এবার এই দাম কমিয়েছে কোম্পানি নিজে। আর সেই তালিকায় রয়েছে Vivo-র দুটি স্মার্টফোন। তাই আপনি যদি নতুন ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এই সুযোগে কিনে নিতে পারেন। Vivo তার দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে। এই স্মার্টফোনগুলো হল- Vivo Y56 এবং Vivo T2 5G। এর মধ্যে Vivo Y56 হল একটি 4G স্মার্টফোন, আর Vivo T2 5G হল একটি 5G স্মার্টফোন। এই দুটি স্মার্টফোনের দাম প্রায় 1500 টাকা কমানো হয়েছে।
ফোনটির দাম কত?
Vivo T2 5G স্মার্টফোনের 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। তবে আপনি ফোনটি IndusInd Bank, Yes Bank, Federal Bank of Baroda থেকে কিনতে পারবেন। প্রায় 1500 টাকার ক্যাশব্যাক অফারও পাবেন। Vivo Y56 এর 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। যেখানে এর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 17,999 টাকা। ফোনটি ICICI ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, IndusInd ব্যাঙ্ক থেকে 1000 টাকার ক্যাশব্যাক অফারে কিনে নিতে পারবেন।
Vivo Y56-এর স্পেসিফিকেশন ও ফিচার-
ফোনটিতে 50MP নাইট ক্যামেরা এবং 2MP বোকেহ ক্যামেরা রয়েছে। ফোনটিতে একটি 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন। এছাড়াও ivo T2 5G স্মার্টফোনটিতে Snapdragon 695 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনে টার্বো অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 64MP OIS অ্যান্টিশেক ক্যামেরা রয়েছে। ফোনটিতে রয়েছে 4k ভিডিয়ো এবং উচ্চ মানের শুটিং মোড পেয়ে যাবেন। এতে একটি 4500mAh ব্যাটারি দেওয়া হবে, যা 44W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।
