ছবি প্রতীকী।
ডিসেম্বরের শেষে শাওমি ১২ স্মার্টফোন সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, শাওমি ১২ সিরিজ আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে শাওমি ১১ সিরিজের ফোন লঞ্চ হবে। শোনা যাচ্ছে এবার লঞ্চ হতে পারে এমআই ১১ এলই। আগামী ৯ ডিসেম্বর চিনে লঞ্চ হতে পারে শাওমির এই ফোন। ভারতে এই বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছিল শাওমি ১১ লাইট ৫জি এনই ফোন। বিশেষজ্ঞদের অনুমান, এই ফোনেরই চিনা ভার্সান হতে চলেছে এমআই ১১ এলই।
শাওমির একটি রিপোর্টে বলা হয়েছে তাদের আসন্ন এমআই ১১ এলই ফোনের কোডনাম হতে চলেছে ‘লিসা’। TENAA এবং MIIT, এই দুই সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গিয়েছে এমআই ১১ এলই ফোনের নাম। অনুমান, ‘এমআই’ ব্র্যন্ডিং বাদ দিয়েছে বরং শাওমি ১১ এলই ৫জি নামে চিনে লঞ্চ হতে পারে এই ফোন। কারণ শাওমি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন যে তাঁরা আতঁদের ‘এমআই’ ব্যরন্ড নাম সমস্ত প্রোডাক্ট থেকে সরিয়ে দেবেন। Xiaomiui- এখানেও এই ফোন সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। একটি পোস্ট শেয়ার করেছেন এক ইউজার। সেখানে বলা হয়েছে যে শাওমি ১১ এলই ৫জি ফোন ৯ ডিসেম্বর চিনে লঞ্চ হতে পারে। আর এই ফোনে থাকতে পারে অ্যানড্রয়েড ১১ বেসড MIUI ১২.৫.৬ ভার্সান।
শাওমি ১১ লাইট ৫জি NE ফোনের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ ভিত্তিক MIUI 12.5- এর সাহায্যে।
- এই ফোনে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১০ বিট ফ্ল্যাট পলিমার OLED ট্রু কালার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz।
- এই ফোনের ডিসপ্লেতে রয়েছে HDR 10+ এবং ডলবি ভিশন সাপোর্ট।
- শাওমির নতুন স্মার্টফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৭৭৮G প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ৫ মেগাপিক্সেলের টেলি ম্যাক্রো শুটার। এছাড়াও রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- শাওমির নতুন এই স্মার্টফোনে রয়েছে একটি ৪২৫০mAh ব্যাটারি। তার মধ্যে রয়েছে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি (১২ ব্যান্ড সাপোর্ট), ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটূথ ভি৫,২, জিপিএস/এ-জিপিএস এবং NFC, IR blaster। এছাড়াও রয়েছে টাইপ-সি ইউএসবি পোর্ট।
- এই ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ডুয়াল স্পিকারও রয়েছে এই ফোনে। ফোনের ওজন ১৫৮ গ্রাম। এই ফোনের ক্ষেত্রে শাওমি সংস্থা তিন বছরের জন্য সফটওয়্যার আপডেট এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট দিতে পারবে।
আরও পড়ুন- Motorola Smartphone: আগামী বছর প্রথম তিনমাসের মধ্যে ভারতে দু’টি নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে মোটোরোলা