দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন।
ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১১ লাইট ৫জি এনই স্মার্টফোন। এর আগে শাওমি ১১টি এবং শাওমি ১১টি প্রো, এই দুই ফোনের সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল শাওমি ১১ লাইট ৫জি এনই ফোন। এবার ডেবিউ হয়েছে ভারতে। এর পাশাপাশি জুন মাস থেকে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে শাওমি ১১ লাইট ফোন। এবার এই ফোনেরই আর একটি ভ্যারিয়েন্ট শাওমি ১১ লাইট ৫জি এনই ভারতের মার্কেটে লঞ্চ হয়েছে।
শাওমি ১১ লাইট এনই ফোনের ভারতে দাম কত?
- এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা।
- অন্যদিকে, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৮,৯৯৯ টাকা।
Diamond Dazzle, Tuscany Coral, Vinyl Black এবং Jazz Blue colours- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১১ লাইট ৫জি NE ফোন। Mi.com, Amazon.in, Mi Home store থেকে কেনা যাবে শাওমির এই নতুন ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালসের ক্ষেত্রে Diwali with Mi sale- এর আওতায় শাওমির এই ফোনের ক্ষেত্রেও ছাড় থাকবে। ২ অক্টোবর রাত ১২টায় প্রথম সেল শুরু হবে। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালস ২০২১।
শাওমি ১১ লাইট ৫জি NE ফোনের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ ভিত্তিক MIUI 12.5- এর সাহায্যে।
- এই ফোনে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১০ বিট ফ্ল্যাট পলিমার OLED ট্রু কালার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz।
- এই ফোনের ডিসপ্লেতে রয়েছে HDR 10+ এবং ডলবি ভিশন সাপোর্ট।
- শাওমির নতুন স্মার্টফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৭৭৮G প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ৫ মেগাপিক্সেলের টেলি ম্যাক্রো শুটার। এছাড়াও রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- শাওমির নতুন এই স্মার্টফোনে রয়েছে একটি ৪২৫০mAh ব্যাটারি। তার মধ্যে রয়েছে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি (১২ ব্যান্ড সাপোর্ট), ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটূথ ভি৫,২, জিপিএস/এ-জিপিএস এবং NFC, IR blaster। এছাড়াও রয়েছে টাইপ-সি ইউএসবি পোর্ট।
- এই ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ডুয়াল স্পিকারও রয়েছে এই ফোনে। ফোনের ওজন ১৫৮ গ্রাম। এই ফোনের ক্ষেত্রে শাওমি সংস্থা তিন বছরের জন্য সফটওয়্যার আপডেট এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট দিতে পারবে।
আরও পড়ুন- OnePlus Nord 2 5G: ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোনে ফের গন্ডগোল, এবার বিস্ফোরণ চার্জারে!