ভারতে আসতে চলেছে শাওমির নতুন স্মার্টফোন শাওমি ১১ লাইট এনই ৫জি। আগামী ২৯ সেপ্টেম্বর দেশে লঞ্চ হবে এই ফোন। ইতিমধ্যেই শাওমির নতুন স্মার্টফোনের একাধিক সম্ভাব্য ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। এবার এই ফোনের সম্ভাব্য রঙ এবং দাম কত হতে পারে, সেই তথ্যও প্রকাশ হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই শাওমির গ্লোবাল ভার্চুয়াল ইভেন্টে আন্তর্জাতিক বাজারে অর্থাৎ লঞ্চ হয়েছে শাওমি ১১ লাইট এনই ৫জি ফোন। এর সঙ্গে শাওমি ১১টি এবং শাওমি ১১টি প্রো, এই দুই ফোনও লঞ্চ হয়েছিল একই দিনে।
এক টিপস্টারের দাবি (@Gadgetsdata) ভারতে শাওমির এই স্মার্টফোনের দাম শুরু হতে পারে ২১,৯৯৯ টাকা থেকে। ওই টিপস্টারের কথায়, মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে শাওমি ১১ লাইট এনই ৫জি ফোন। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ— এই তিনটি ভ্যারিয়েন্টে ভারতে শাওমি ১১ লাইট এনই ৫জি লঞ্চের সম্ভাবনা রয়েছে। চিনে এই ফোন সাদা, গোলাপী, নীল এবং কালো রঙে লঞ্চ হয়েছিল। ভারতেও চারটি রঙেই লঞ্চ হতে পারে শাওমির নতুন স্মার্টফোন। তবে সাদা, গোলাপী আর নীল রঙে আগে লঞ্চের সম্ভাবনা রয়েছে। কালো রঙের মডেল সম্ভবত পরে আসবে ভারতের বাজারে।
শাওমি ১১ লাইট এনই ৫জি ফোন গ্লোবাল মার্কেটেও তিনটে স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। সেখানে বেস মডেল অর্থাৎ ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম EUR ৩৪৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,৩০০ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম EUR ৩৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪,৬০০ টাকা। এছাড়াও এই ফোনে আর একটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। আর টপ মডেল অর্থাৎ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম এখনও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন- Realme Narzo 50: ভারতে আসছে রিয়েলমি নারজো ৫০ সিরিজ, কবে লঞ্চ?