Xiaomi 11T Pro 5G: শাওমির এই ফোনের দামে অ্যামাজনে ২০ শতাংশ ছাড়, থাকছে এক্সচেঞ্জ অফারও, কত টাকায় পাওয়া যাচ্ছে?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 01, 2022 | 8:00 AM

Xiaomi 11T Pro 5G: শাওমির (Xiaomi) এই ফোনের আসল দাম ৫৪,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনে (Amazon India) তা পাওয়া যাচ্ছে ২৪,০৯৯ টাকায়। সব ধরনের ছাড় যুক্ত হয়েই শাওমি ১১টি প্রো ৫জি (Xiaomi 11T Pro 5G) ফোনের দাম এতটা কমেছে। 

Xiaomi 11T Pro 5G: শাওমির এই ফোনের দামে অ্যামাজনে ২০ শতাংশ ছাড়, থাকছে এক্সচেঞ্জ অফারও, কত টাকায় পাওয়া যাচ্ছে?
এই ফোনের দামে রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অফারও।

Follow Us

ই-কমার্স (E-Commerce Site) সংস্থা অ্যামাজনে (Amazon India) শাওমি ১১টি প্রো ৫জি (Xiaomi 11T Pro 5G) ফোনের দামে রয়েছে ২০ শতাংশ ছাড় (20% Discount)। এই সরাসরি ডিসকাউন্ট ছাড়াও শাওমি ১১টি প্রো ৫জি ফোনে অ্যামাজন দিচ্ছে এক্সচেঞ্জ অফার এবং বিভিন্ন ব্যাঙ্ক অফার। শাওমির এই ফোনের আসল দাম ৫৪,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনে তা পাওয়া যাচ্ছে ২৪,০৯৯ টাকায়। সব ধরনের ছাড় যুক্ত হয়েই শাওমি ১১টি প্রো ৫জি ফোনের দাম এতটা কমেছে।

অ্যামাজনে শাওমি ১১টি প্রো ৫জি ফোনের দাম 

এই ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের (সেলেস্টিয়াল ম্যাজিক কালার) আসল দাম ৫৪,৯৯৯ টাকা। এর উপর ২০ শতাংশ ছাড় যুক্ত হওয়ায় দাম কমে হয়েছে ৪৩,৯৯৯ টাকা। এই ছাড়ের ফলে ফোনের দাম কমেছে ১১ হাজার টাকা।

এক্সচেঞ্জ অফার

যদি পুরনো ফোনের পরিবর্তে অর্থাৎ এক্সচেঞ্জ অফারে ক্রেতা শাওমি ১১টি প্রো ৫জি ফোন কেনেন তাহলে ১৯ হাজার ৯০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এর ফলে ফোনের দাম কমে হবে ২৪,০৯৯ টাকা। এক্ষেত্রে গ্রাহককে নিজের এলাকার পিনকোড দিয়ে ফ্লিপকার্টে দেখে নিতে হবে যে তাঁর এলাকায় এই ছাড় প্রযোজ্য কিনা। এছাড়াও যে ফোন ক্রেতা এক্সচেঞ্জ করবেন তার কন্ডিশনের উপরেও নির্ভর করবে ছাড়ের পরিমাণ। জানা গিয়েছে, এই ছাড় চলছে খুবই কম সময়ের জন্য। তাই নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই কিনে নিন এই ফোন।

শাওমি ১১টি প্রো ৫জি ফোনে বিভিন্ন ব্যাঙ্ক অফার

  • এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে সর্বনিম্ন ৩৯,৯৯৯ টাকার কেনাকাটায় পান ৪০০০ টাকা ছাড়।
  • ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এক হাজার টাকা পর্যন্ত ছাড় থাকছে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে সর্বনিম্ন ৫০০০ টাকার কেনাকাটা করলে।
  • কোটাক ব্যাঙ্কের কার্ডে ৫০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে সবচেয়ে কম ৩০ হাজার টাকার কেনাকাটা করলে।
  • এইচডিএফসি ব্যাঙ্কের মানিব্যাক+ ক্রেডিড কার্ডে ১০এক্স ক্যাশপয়েন্ট এবং মানিব্যাক ক্রেডিট কার্ডে ২এক্স রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে।
  • সর্বনিম্ন ৩০ হাজার টাকার কিনলে কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় রয়েছে।
  • এইচডিএফসি ব্যাঙ্কের মিলেনিয়া ক্রেডিট কার্ডে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
  • স্ট্যান্ডার্ড চাটার্ড ক্রেডিট কার্ডের ইএমআই ট্রানজাকশনে ৭.৫ শতাংশ, ২০০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ডিসকাউন্ট রয়েছে।
  • একই পরিমাণ ছাড় পাওয়া যাবে এইচএসবিসি ক্রেডিড কার্ড ইএমআই ট্রানজাকশনেও।
  • ৫ শতাংশ ইন্সট্যান্ট ছাড় রয়েছে এইচএসবিসি ক্যাশব্যাক কার্ড ট্রানজাকশনেও।

আরও পড়ুন- Poco M4 Pro 4G Launched In India: পোকো এম৪ প্রো ৪জি লঞ্চ হল ভারতে, দাম ১৪,৯৯৯ টাকা, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০এমএএইচ ব্যাটারি

আরও পড়ুন- iPhone SE 2022: বছরের প্রথম আইফোনের দাম শুনলে অবাক হবেন! আসছে ৮ মার্চ…

Next Article