শাওমি ১২ প্রো ৫জি (Xiaomi 12 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ২৭ এপ্রিল এই ফোন লঞ্চ হবে ভারতে। সম্প্রতি শাওমি (Xiaomi) সংস্থার পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে। শাওমির এই ফ্ল্যাগশিপ ফোন চিনে লঞ্চ হয়েছিল গত বছর। তার সঙ্গে লঞ্চ হয়েছিল শাওমি ১২ এবং শাওমি ১২ এক্স ফোন। গ্লোবাল মার্কেটে এই তিনটি ফোন লঞ্চ হয়েছে মার্চ মাসে। শাওমি ১২ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে শাওমি ১২ প্রো ৫জি ফোনে। বিশেষজ্ঞরা বলছেন, গত মাসে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে শাওমি ১২ প্রো ৫জি ফোন।
শাওমি ১২ প্রো ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে?
শাওমির তরফে একটি টিজার শেয়ার করে এবং আলাদা করে টুইটেও জানানো হয়েছে যে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন শাওমি ১২ প্রো ৫জি ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৭ এপ্রিল। তবে এই ফোন ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হবে নাকি ফিজিক্যাল ইভেন্টে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে ভারতে ৬৫ হাজার টাকার আশপাশ থেকে শাওমি ১২ প্রো ৫জি ফোনের দাম শুরু হতে পারে। যদিও শাওমি সংস্থা এখনও এই ফোনের দাম প্রসঙ্গে কিছু জানায়নি।
শাওমি ১২ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন
আরও পড়ুন- Vivo X Fold: এই প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে এল ভিভো, ছোট-বড় মিলিয়ে দুই ডিসপ্লে, দাম ও ফিচার্স জেনে নিন