AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

10,000 টাকা সস্তা হল Xiaomi 12 Pro, রিপাবলিক ডে সেলে আকর্ষণীয় অফার

Republic Day Sale-এ Xiaomi 12 Pro ফোনের উপরে আপনি পেয়ে যাবেন 10,000 টাকার ডিসকাউন্ট। তার ফলে এই ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটির দাম হয়ে যাচ্ছে 54,999 টাকা থেকে সোজা 44,999 টাকা।

10,000 টাকা সস্তা হল Xiaomi 12 Pro, রিপাবলিক ডে সেলে আকর্ষণীয় অফার
প্রিমিয়াম Xiaomi ফোনে দুর্দান্ত ছাড়।
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 7:49 PM
Share

বিরাট ছাড় পেল Xiaomi-র অত্যন্ত জনপ্রিয় একটি ফোন। সেই ফোনের নাম Xiaomi 12 Pro। রিপাবলিক ডে সেলে এই ফোনের উপরে আপনি পেয়ে যাবেন 10,000 টাকার ডিসকাউন্ট। তার ফলে Xiaomi 12 Pro ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটির দাম হয়ে যাচ্ছে 54,999 টাকা থেকে সোজা 44,999 টাকা। অন্য দিকে ফোনটির টপ-এন্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ 12GB + 256GB ভ্যারিয়েন্টটিও 58,999 টাকায় কিনতে পারবেন কাস্টমাররা। শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে এই অফারে Xiaomi ফোনটি ক্রয় করতে পারবেন 20 জানুয়ারি পর্যন্ত।

মনে রাখবেন, এই রিপাবলিক ডে সেলটি চলছে কেবল মাত্র Xiaomi অফিসিয়াল ওয়েবসাইটেই। এই সেল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা চলবে 20 জানুয়ারি পর্যন্ত। এই প্রাইস কাট ছাড়াও ফোনটিতে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও। তবে সেই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে আপনার পুরনো ফোনের অবস্থার উপরে। সাধারণত, আইফোনের রিসেল ভ্যালু অত্যন্ত ভাল। তাই, এক্কেবারে পুরনো মডেলের আইফোন বদলাতে চাইলে 1,000 টাকা – 3,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

এখন এই 44,999 টাকার প্রাইস ট্যাগে Xiaomi 12 Pro দুর্দান্ত একটি অফার হতে পারে। যদিও এই দামে আপনি একাধিক অন্যান্য ব্র্যান্ডের প্রিমিয়াম স্মার্টফোন পর্যন্ত পেতে পারেন। Xiaomi-র এই প্রিমিয়াম হ্যান্ডসেটটি ক্রয় করলে কী-কী সুবিধা পাবেন, দেখে নেওয়া যাক।

এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল ফ্ল্যাগশিপ চিপসেট। Snapdragon 8 Gen 1 প্রসেসর এই ফোনের দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করছে। রয়েছে 6.7 ইঞ্চির ডিসপ্লে, যা Dolby Vision এবং HDR10+ সাপোর্ট করে। এর মাধ্যমে আপনি দুর্ধর্ষ ভিউয়িং অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এখনও পর্যন্ত এটিই ভারতের একমাত্র স্মার্টফোন, যার তিনটি ক্যামেরাই 50 MP-র। এই যদি হয় পিক্সেল নম্বরের বিষয়, তাহলে নিখুঁত ছবি নেওয়ারও ওস্তাদ এই শাওমি স্মার্টফোন।

এই শাওমি ফোনের ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। ফোনের রিয়ার প্যানেলে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। তবে ফোনটিতে কোনও মাইক্রোএসডি কার্ড স্লট নেই।

চমৎকার 4,600mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। ফোনের রিটেল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 120W ফাস্ট চার্জার। এই Xiaomi 12 Pro ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।