শাওমি ১২ প্রো (Xiaomi 12 Pro) স্মার্টফোন ভারতে লঞ্চ হবে একথা নিশ্চিত ভাবে জানিয়ে দিয়েছে চিনে টেক জায়ান্ট শাওমি (Xiaomi)। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে, সম্ভবত এপ্রিল মাসেই ভারতে শাওমি ১২ প্রো ফোন লঞ্চ হতে পারে। গত বছর ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল ফ্ল্যাগশিপ শাওমি ১২ সিরিজ। সেখানে ছিল শাওমি ১২, শাওমি ১২ প্রো এবং শাওমি ১২এক্স এই তিনটি ফোন। এর মধ্যে শাওমি ১২ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। তাছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এর পাশাপাশি এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সোনি আইএমএক্স৭০৭ সেনসর ছিল। এছাড়াও ছিল ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
Life is a show, let's make it worth the wait.#??????12??? 5? is coming soon to India!
Because the show is incomplete without "??? ???????????". pic.twitter.com/OEmOCb1tcy
— Xiaomi India (@XiaomiIndia) March 31, 2022
শাওমি সংস্থা টুইটারের মাধ্যমে জানিয়েছে যে শাওমি ১২ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনকে ইতিমধ্যে ‘শোস্টপার’ অ্যাখ্যা দিয়েছে শাওমি সংস্থা। টিপস্টার ঈশান আগরওয়ালের দাবি শাওমি ১২ প্রো ফোন এই এপ্রিল মাসেই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও শাওমি সংস্থা এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি।
শাওমি ১২ প্রো (ভারতীয় ভ্যারিয়েন্ট) সম্ভাব্য স্পেসিফিকেশন
অনুমান করা হচ্ছে শাওমি ১২ প্রো ফোনের চিনা ভ্যারিয়েন্টের সঙ্গে ফিচার্স ও স্পেসিফিকেশনের দিক থেকে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে। তাই শাওমি ১২ ফোনের চিনা ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন এবং ফিচার্সগুলোই ফের একবার দেখে নেওয়া যাক।