Xiaomi 12 Pro-র দাম 80 হাজার টাকা, Amazon-এ পাবেন 2498 টাকায়; উপায় হাতের মুঠোয়

Xiaomi 12 Pro Offers: আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এই অফারটি আপনার জন্য। 80 হাজার টাকার Xiaomi 12 Pro অর্ধেক দামে কিনে নিতে পারবেন। এই ফোনে 50 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Xiaomi 12 Pro-র দাম 80 হাজার টাকা, Amazon-এ পাবেন 2498 টাকায়; উপায় হাতের মুঠোয়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 1:05 PM

জনপ্রিয় দুই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও অ্যামাজন তাদের সেল নিয়ে হাজির। বহু মানুষ এই সেলের জন্য অপেক্ষা করে। প্রায় সব জিনিসই অনেক ছাড়ে দেওয়া হয়। যারা সেল আসার অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য একটি সুখবর রয়েছে। ফেস্টিভ সিজন সেলের আগে অ্যামাজন অনেক ফোনে অফার দিয়েছে। আর তাতে বিশেষ কিছু ফোনের উপর ছাড় দেওয়া হচ্ছে। তার মধ্যেই একটি জনপ্রিয় ফোন হল Xiaomi 12 Pro। সেলের আগে Amazon-এ এই ফোনটি অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এই অফারটি আপনার জন্য। 80 হাজার টাকার Xiaomi 12 Pro অর্ধেক দামে কিনে নিতে পারবেন। এই ফোনে 50 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Xiaomi 12 Pro-এ আপনি কী কী অফার পাবেন, চলুন জেনে নেওয়া যাক।

Xiaomi 12 Pro-এর দাম এবং অফার:

এই ফোনের 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 79,999 টাকা। তবে আপনাকে এর জন্য এত বেশি টাকা খরচ করতে হবে না। এটি 50 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্টে 39,998 টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, আপনি প্রতি মাসে 1,939 টাকার ইএমআই দিয়েও ফোনটি কিনে নিতে পারবেন। এছাড়াও রয়েছে আরও একটি বিশেষ অফার। এর ফলে ফোনটির দাম অনেকটাই কমে যাবে। আপনি যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে আপনি 37500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন। সম্পূর্ণ এক্সচেঞ্জ মূল্যের পরে, ফোনটি 2,498 টাকায় কেনা যাবে। তবে তার জন্য আপনার পুরনো ফোনের অবস্থা ভাল থাকতে হবে।

Xiaomi 12 Pro-এর ফিচার:

ফোনটিতে একটি 6.73 ইঞ্চি WQHD+ 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেলের। একই সময়ে, দ্বিতীয়টি একটি 50-মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং তৃতীয়টি একটি 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়াও আপনি ফোনটিতে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ফোনটিতে Snapdragon 8 Gen 1 প্রসেসর রয়েছে। এতে 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এটিতে একটি 4600 mAh ব্যাটারি রয়েছে যা 120W চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি MIUI 13-এর উপর ভিত্তি করে Android 12-এ কাজ করে।