ভারতে ৫জি ফোন লঞ্চ করল ওপ্পো, দেখে নিন এ৭৪ মডেলের দাম এবং ফিচার
এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ব্যাকপ্যানেলের ওই ক্যামেরা সেটআপে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
ওপ্পো- র ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। সোমবার লঞ্চ হয়েছিল ওপ্পো এ৫৪ ৪জি ফোন। তার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতে লঞ্চ হল ওপ্পো এ৭৪ ৫জি ফোন। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 480 SoC প্রসেসর। এই ফোনে রয়েছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনের ব্যাটারি ৫০০০ mAh। সেই সঙ্গে রয়েছে অ্যান্টি-মাল্টি কুলিং সিস্টেম। থার্মাল ম্যানেজমেন্টের জন্য রয়েছে এই স্পেশ্যাল ফিচার। যাতে ফোন গরম না হইয়ে যায়। বা গরম হলেও তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যায়।
ভারতে এই ফোনের দাম এবং লঞ্চ অফার
ওপ্পো এ৭৪ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯০ টাকা। ফ্লুইড ব্ল্যাক এবং ফ্যান্টাস্টিক পার্পল রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী ২৬ এপ্রিল থেকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন থেকে অনলাইনে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা।
নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে অফার। এইচডিএফসি, স্ট্যান্ডার্ড চাটার্ড, কোটাক মহিন্দ্রা, ব্যাঙ্ক অফ বরোদা, ফেডেরাল ব্যাঙ্ক— এইসব ব্যাঙ্কের কার্ড থাকলে ছাড় পাবেন ক্রেতারা, এছাড়া পেটিএম- এর সাহায্যে ফোন কেনার সুবিধাও থাকছে। সেই সঙ্গে নো-কস্ট ইএমআই- এর সুবিধাও পাবেন ক্রেতারা।
ওপ্পো এ৭৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার
১। ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১ এবং কালারওএস ১১.১।
২। ফোনের ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি। ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেলের স্ক্রিন রয়েছে এই ফোনে। রিফ্রেশ রেট ৯০Hz।
৩। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ব্যাকপ্যানেলের ওই ক্যামেরা সেটআপে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়াও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফোনের ফ্রন্টে।
আরও পড়ুন- ক্যামেরা ছাড়া বিশেষ পার্থক্য নেই মোটো জি৬০ এবং জি৪০ ফিউশনে, দেখে নিন দু’টি ফোনের বিভিন্ন ফিচার
৪। ওপ্পো এ৭৪ ৫জি ফোনে ৪জি পরিষেবাও পাওয়া যাবে। ফোনের ওজন ১৮৮ গ্রাম। কানেকটিভিটি অপশনে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ v5.1, GPS/ A-GPS, টাইপ সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।