AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oppo Reno 11 5G ফোনের দাম কমে গেল দশ হাজার টাকারও বেশি, কোথায় অর্ডার করবেন?

Oppo Reno 11 5G Offers: Oppo একটি ফোন বাজারে আনার কয়েকদিনের মধ্যেই সেই ফোনে ছাড় দিচ্ছে Flipkart। Oppo সম্প্রতি Reno 11 সিরিজ লঞ্চ করেছে। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে Reno 11 বা Reno 11 Pro 5G অনেক কমে কিনে ফেলতে পারেন। দেখে নিন নতুন দুটি ফোনে কী কী অফার দেওয়া হচ্ছে।

Oppo Reno 11 5G ফোনের দাম কমে গেল দশ হাজার টাকারও বেশি, কোথায় অর্ডার করবেন?
| Updated on: Jan 20, 2024 | 8:10 PM
Share

কোনও ফোন বাজারে আসার সঙ্গে সঙ্গেই তার দাম কমেছে এমনটা খুব কম হয়। তবে একেবারেই যে হয় না, তা কিন্তু নয়। তবে সেক্ষেত্রে কোম্পানি দাম কমায় না। যা হয় তা হল, ই-কমার্স সাইটগুলিতে সেই সব ফোনের উপর অনেক ছাড় দেওয়া হয়। তেমনই Oppo একটি ফোন বাজারে আনার কয়েকদিনের মধ্যেই সেই ফোনে ছাড় দিচ্ছে Flipkart। Oppo সম্প্রতি Reno 11 সিরিজ লঞ্চ করেছে। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে Reno 11 বা Reno 11 Pro 5G অনেক কমে কিনে ফেলতে পারেন। দেখে নিন নতুন দুটি ফোনে কী কী অফার দেওয়া হচ্ছে।

অফারের সম্ভার…

আপনি Flipkart থেকে OPPO Reno 11 5G (128GB + 8GB RAM) অর্ডার করতে পারেন। এই ফোনের আসল দাম হল 38,999 টাকা এবং আপনি এটি 23% ডিস্কাউন্টের পরে 29,999 টাকায় কিনতে পারবেন। এছাড়াও, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পাবেন। আপনি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 10% ছাড় পেয়ে যাবেন। এমন পরিস্থিতিতে, আপনি 2900 টাকা পর্যন্ত আলাদা ছাড় পাবেন, তবে এর জন্য আপনাকে শুধুমাত্র এই কার্ডগুলির দিয়েই পেমেন্ট করতে হবে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধা।

এক্সচেঞ্জ অফারের অধীনে আলাদা ডিসকাউন্ট পাওয়া যাবে। যদি আপনার কাছে পুরনো স্মার্টফোন থাকে, তাহলে আপনি সেটি Flipkart-এ ফেরত দিতে পারেন। আর তারপরে আপনি 20,700 টাকা ছাড় পাবেন। কিন্তু তার জন্য আপনাকে একটি বিশেষ শর্ত মেনে চলতে হবে। তা হল আপনি যদি এই পুরো টাকাটাই ছাড় পেতে চান, তাহলে আপনার পুরনো ফোনের কন্ডিশন ভাল হতে হবে এবং সেটাও নির্ভর করে পুরনো ফোনের মডেলের ওপর।

ওয়ারেন্টিও পেয়ে যাবেন…

কোম্পানি Reno 11 বা Reno 11 Pro 5G ফোনে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এছাড়া 6 মাসের আলাদা ওয়ারেন্টি পাবেন। স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 32MP ফ্রন্ট ক্যামেরা। এতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর পাবেন।