লঞ্চ হল রেডমি ৯ পাওয়ার, ভারতের বাজারে শাওমির নতুন ফোনের দাম কত?

Dec 17, 2020 | 5:35 PM

ব্লেজিং ব্লু, ইলেকট্রিক গ্রিন, ফায়ারি রেড এবং মাইটি ব্ল্যাক এই চার রঙে আপাতত ভারতে বাজারে পাওয়া যাচ্ছে রেডমি ৯ পাওয়ার।

লঞ্চ হল রেডমি ৯ পাওয়ার, ভারতের বাজারে শাওমির নতুন ফোনের দাম কত?
সাধ্যের মতো সাধ পূরণের জন্য গ্যাজেট প্রেমীদের হাতের মুঠোয় রেডমি ৯ পাওয়ার।

Follow Us

ভারতে লঞ্চ হল শাওমির নতুন কম বাজেটের স্মার্টফোন। এবার সাধ্যের মতো সাধ পূরণের জন্য গ্যাজেট প্রেমীদের হাতের মুঠোয় রেডমি ৯ পাওয়ার। নতুন এই মডেলে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা এবং ওয়াটার ড্রপ স্টাইলের ডিসপ্লে নচ। লেটেস্ট MIUI 12 ফিচারও রয়েছে রেড মি-র নতুন ফোনে।

ভারতে এই ফোনের দাম ১০,৯৯৯ টাকা (৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ)। আর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের ফোনের দাম ১১,৯৯৯ টাকা। চারটি রঙে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। ব্লেজিং ব্লু, ইলেকট্রিক গ্রিন, ফায়ারি রেড এবং মাইটি ব্ল্যাক এই চার রঙে আপাতত ভারতে বাজারে পাওয়া যাচ্ছে রেডমি ৯ পাওয়ার। অনলাইন শপিং সংস্থা অ্যামাজন ছাড়াও Mi.com-এও পাওয়া যাবে এই ফোন। এছাড়া অফলাইনে Mi Homes, Mi Studios, এবং Mi Stores থেকেই ফোন কিনতে পারবেন ক্রেতারা। ২২ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত রয়েছে আকর্ষণীয় ছাড়।

আরও পড়ুন- গুগলে সার্চ করলে পরিষেবা মিলবে আঞ্চলিক ভাষায়, একই সুবিধে গুগল ম্যাপেও

কী কী ফিচার রয়েছে রেড মি ৯ পাওয়ার-এ

১। অ্যানড্রয়েড ১০ এবং MIUI 12 ফিচারের সঙ্গে এই ফোনে রয়েছে স্টিরিও স্পিকার।

২। রেডমি ৯ পাওয়ার ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন। থাকছে অত্যাধুনিক এলসিডি ডিসপ্লে।

৩। প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে অক্টা-কোর কুয়ালকম (Qualcomm) স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর।

৪। এই ফোনের ক্যামেরায় থাকছে অত্যাধুনিক ফিচার। রয়েছে ৪৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর।  ফ্রন্ট ক্যামেরার সেনসর ‘ফেস লক’ অপশন সাপোর্ট করে।

৫। ডুয়াল সিমের এই ফোনে রয়েছে ফোর-জি ভলটি, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এবং জিপিএস, জিপিএস-এ, ইউএসবি (টাইপ-সি), ইনফ্রারেড ব্লাস্টার এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক—-সব সুবিধেই পাওয়া যাবে রেডমি ৯ পাওয়ার স্মার্টফোনে। এছাড়াও শাওমির নতুন ফোনে রয়েছে মাইক্রো এসডি কার্ড।

৬। শক্তিশালী ব্যাটারির উপর জোর দেওয়া হয়েছে এই ফোনের ক্ষেত্রে। থাকছে ৬০০০ mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। ফাস্ট চার্জিং পরিষেবাও থাকছে রেডমি ৯ পাওয়ার ফোনে। এই স্মার্টফোনের ব্যাটারি ১৮W ফাস্ট-চার্জিং সাপোর্ট করে।

Next Article