Vi-এর কারণে কঠিন সমস্যায় Jio ও Airtel, শিগগিরই বন্ধ হতে পারে FREE 5G ডেটার অফার
Jio ও Airtel যে সম্পূর্ণ বিনামূল্যে 5G Data Offer করছে, সেই বিষয়টি মোটেই ভাল চোখে দেখছে না Vi বা Vodafone Idea। তা নিয়ে TRAI-এর কাছে অভিযোগ জানানোর পরেই রেগুলেটরি অথরিটি বোর্ডটি এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে।

Reliance Jio এবং Airtel তার গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা অফার করছে সম্পূর্ণ বিনামূল্যে। 4G প্ল্যান রিচার্জ করলেই Jio ও Airtel ব্যবহারকারীরা 5G-র ফুল স্পিড উপভোগ করতে পারেন। স্রেফ 249 টাকা বা তার বেশি কোনও প্ল্যান রিচার্জ করলেই মেনে 5G নেটওয়ার্কের দ্রুত গতি। কিন্তু এই Free 5G Data অফার মোটেই ভাল চোখে দেখছে না Vodafone Idea, যারা এখনও সেভাবে 5G পরিষেবা চালু করতে পারেনি। বিষয়টি নিয়ে তারা TRAI-এর কাছে অভিযোগ জানায়। Vi অভিযোগ করে, রিলায়েন্স জিও ও এয়ারটেলের বিনামূল্যে 5G ডেটা দেওয়া বন্ধ করা উচিত। আশঙ্কার কথা প্রকাশ করে তারা আরও যোগ করে, এই ফ্রি 5G Data অফারের ফলে ভোডাফোন-সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলির ব্যাপক ক্ষতি হবে।
TRAI নিতে চলেছে কঠিন সিদ্ধান্ত
Vi-এর সেই অভিযোগের ভিত্তিতেই এবার জরুরি পদক্ষেপ নিতে চলেছে TRAI। রেগুলেটরি বোর্ডটি Jio এবং Airtel-এর এই বিনামূল্যে দেওয়া 5G ডেটা অফারিংয়ের বিষয়টি বন্ধ করতে পারে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী, TRAI খুব শীঘ্রই এই বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে।
Vi ঠিক কী অভিযোগ করেছিল?
Vodafone Idea অভিযোগ করেছিল যে, রিলায়েন্স জিও এবং এয়ারটেল দুটি সংস্থারই টেলিকম সার্কেলে 30% শেয়ার রয়েছে। দুই সংস্থাই 4G রিচার্জের ভিত্তিতেই 5G পরিষেবা অফার করছে। অর্থাৎ 5G-র জন্য গ্রাহকদের কাছে আলাদা করে কোনও টাকা চার্জ করা হচ্ছে না। এই বিষয়টিকেই খুব একটা ভাল চোখে দেখছে না ভোডাফোন আইডিয়া। এই ফ্রি অফার যে আখেরে তাদের ব্যবসার ক্ষতি হবে, সেই আশঙ্কার কথা জানিয়ে TRAI-এর কাছে অভিযোগ করে Vi।
কী পরিবর্তন হতে চলেছে?
TRAI-এর তরফ থেকে বলা হয়েছে, Jio এবং Airtel কখনই তার কাস্টমারদের সম্পূর্ণ বিনামূল্যে ডেটা অফার করতে পারে না। কারণ, এটি ফেয়ার ইউসেজ পলিসি (FUP) অর্থাৎ ন্যায্য ব্যবহার নীতির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে Jio এবং Airtel-কে ডেটার একটা সীমা বেঁধে দিয়েই তারপরে 4G প্ল্যানে 5G অফার করতে হবে। পাশাপাশি 4G-র মতোই দৈনিক ডেটার সীমা শেষ হয়ে গেলে 5G-র ক্ষেত্রেও ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে। টেলিকম সংস্থাগুলিকে এই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যখন ডেটার ব্যবহার 50%, 90% এবং 100% হয়ে যাবে।
এই মুহূর্তে ভারতে 5G-র পরিস্থিতি
Airtel এবং Jio দুই সংস্থাই ভারতে প্রায় 3000টিরও বেশি শহরে তাদের 5G নেটওয়ার্ক চালু করে ফেলেছে। সেই জায়গায় Vodafone Idea বাছাই করা কয়েকটি শহরেই তাদের 5G ইন্টারনেট চালু করতে সক্ষম হয়েছে। তার থেকেও বড় কথা, Airtel এবং Jio এখনও পর্যন্ত তাদের ট্যারিফ খরচ বাড়ায়নি।





