AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সপ্তম বর্ষপূর্তিতে Jio নিয়ে এল 3 নয়া রিচার্জ প্ল্যান, 21 GB পর্যন্ত ফ্রি ডেটা ছাড়াও মিলছে অনেক সুবিধা

Reliance Jio Offers: ব্যবহারকারীরা আজ থেকে অর্থাৎ 5 ই সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2030 পর্যন্ত এই অফারের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি Jio ব্যবহার করেন, তাহলে আর দেরি না করে জেনে নিন কোন কোন প্ল্যানে অফার পাবেন।

সপ্তম বর্ষপূর্তিতে Jio নিয়ে এল 3 নয়া রিচার্জ প্ল্যান, 21 GB পর্যন্ত ফ্রি ডেটা ছাড়াও মিলছে অনেক সুবিধা
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 4:39 PM
Share

রিলায়েন্স জিও 7 বছর পূর্ণ করেছে। এই বার্ষিকী উপলক্ষে, Jio তার ব্যবহারকারীদের বিনামূল্যে ডেটা এবং অন্যান্য অনেক ধরনের অফার এবং ছাড় দিচ্ছে। সেই অফারে ব্যবহারকারীরা 21GB পর্যন্ত অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। ব্যবহারকারীরা আজ থেকে অর্থাৎ 5 ই সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2030 পর্যন্ত এই অফারের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি Jio ব্যবহার করেন, তাহলে আর দেরি না করে জেনে নিন কোন কোন প্ল্যানে অফার পাবেন। জিও তিনটি বিশেষ ধরনের রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। আপনি শুধু সেই প্ল্যানেই এই সুবিধা পাবেন।

Jio-এর 299 টাকার প্ল্যান:

এই প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে আপনি প্রতিদিন 2 জিবি ডেটা পেয়ে যাবেন। এর সঙ্গে এই প্ল্যানে আপনাকে আরও 7 জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হবে। এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100SMS পাওয়া যাবে।

jio-এর 749 টাকার প্ল্যান:

এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হবে। এছাড়াও 14 জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হবে। এর জন্য 7GB-এর দু’টি ডেটা কুপন পেয়ে যাবেন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি ফ্রি SMS এর সুবিধা রয়েছে। এই প্ল্যানটিতে 90-এর বৈধতা দেওয়া হয়।

Jio-এর 2999 টাকার প্ল্যান:

এই প্ল্যানের বৈধতা 365 দিন অর্থাৎ এক বছর। এই প্ল্যানে, আপনাকে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হবে। এছাড়া 21 জিবি অতিরিক্ত ডেটাও পাওয়া যাবে। এর জন্য 7 জিবি প্রতিটির তিনটি ডেটা কুপন দেওয়া হবে। অন্য দু’টি প্ল্যানের মতো, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি SMS এর সুবিধা পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, আপনি এই প্ল্যানের সঙ্গে AJIO থেকে কেনাকাটা করলে 200 টাকা ছাড় পাবেন। Netmeds-এ 20 শতাংশ এবং সর্বাধিক 800 টাকা ছাড়। আর আপনি Swiggy-এ 100 টাকা ছাড় পাবেন। 149 টাকার উপরে কিনলে বিনামূল্যে ম্যাকডোনাল্ডস খাবার দেওয়া হবে। রিলায়েন্স ডিজিটালে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। ফ্লাইট টিকিটে 500 টাকা ছাড় পাবেন।