8 টাকারও কম খরচে Jio-র 20GB ডেটা, আনলিমিটেড কলিং সহ আরও একাধিক অফার
Reliance Jio Latest Plan: 149 টাকার Jio প্ল্যানে ব্যবহারকারীদের মোট 20 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এর অর্থ হল প্রতিদিন প্ল্যানটির জন্য আপনাকে 7.45 টাকা করে খরচ করতে হচ্ছে। প্ল্যানটিতে প্রতিদিন গ্রাহকদের 1GB করে ডেটা অফার করা হয়।

Reliance Jio তার ব্যবহারকারীদের অনেক দিন ধরেই 149 টাকার একটি প্ল্যান অফার করে। টেলিকম সংস্থাটির একটি এন্ট্রি-লেভেল প্ল্যান। যে সব কাস্টমার JioPhone ব্যবহার করেন না, তাঁদের জন্য প্ল্যানটি চমৎকার। Jio 149 টাকার প্ল্যানের সুবিধার দিকগুলি হল, কম খরচে অল্প দিনের ভ্যালিডিটি এবং পরিমাণে যথাযথ ডেটা। তার থেকেও বড় কথা হল, 149 টাকার Jio প্ল্যান ব্যবহার করতে কোম্পানির 5G Welcome Offer এর অপেক্ষা করতে হবে না।
দেশের সমস্ত প্রান্তের ব্যবহারকারীদের বিনামূল্যে 5G অফার করতে এই 5G Welcome অফারটি নিয়ে এসেছিল মুম্বইয়ের টেলিকম জায়ান্ট। তবে সেই ওয়েলকাম অফার তখনই ব্যবহার করা যাবে, যখন আপনার কাছে 239 টাকা বা তার বেশি কোনও প্ল্যান থাকবে। এই 149 টাকার প্ল্যানেই 5G নেটওয়ার্কের গতি এবং সর্বোপরি 5G Welcome Offer উপভোগ করতে ব্যবহারকারীরা 61 টাকারও একটি প্ল্যান রিচার্জ করে নিতে পারেন। তাহলেই তাঁরা আনলিমিটেড Jio থেকে আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন।
Reliance Jio 149 টাকার প্ল্যান
149 টাকার Jio প্ল্যানে ব্যবহারকারীদের মোট 20 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এর অর্থ হল প্রতিদিন প্ল্যানটির জন্য আপনাকে 7.45 টাকা করে খরচ করতে হচ্ছে। প্ল্যানটিতে প্রতিদিন গ্রাহকদের 1GB করে ডেটা অফার করা হয়। অর্থাৎ, সব মিলিয়ে আপনি সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে পেয়ে যাচ্ছেন 20GB হাই-স্পিড ডেটা। তবে সেই ডেটার কোটা অর্থাৎ FUP বা ফেয়ার ইউসেজ পলিসি একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে 64 Kbps হয়ে যাবে।
প্ল্যানটিতে অন্য আরও একাধিক সুবিধা রয়েছে। অন্যান্য Jio রিচার্জ প্যাকের মতোই এই 149 টাকার প্ল্যানেও গ্রাহকদের JioTV, JioCinema এবং JioCloud এর মতো একাধিক জরুরি পরিষেবা অফার করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এদিকে Opensignal এর রিপোর্ট অনুযায়ী, দেশে 4G নেটওয়ার্ক কভারেজের দিক থেকে প্রথমেই রয়েছে Jio-র স্থান। তাই, যাঁদের কাছে এখনও 5G সাপোর্টেড ডিভাইস নেই, তাঁরা অনায়াসে 4G নেটওয়ার্ক ব্যবহার করে এই 149 টাকার প্ল্যানে দুরন্ত গতির ইন্টারনেট উপভোগ করতে পারেন।
