AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Affordable Smart TV: 9 হাজার টাকারও কম খরচে ঘরে আনুন থিয়েটারের মজা, 32 ইঞ্চি LED স্মার্টটিভিতে অবিশ্বাস্য অফার

Affordable Smart LED TV: অনেকেই জানেন না, বাজারে কম দামের অনেক স্মার্ট এলইডি টিভি রয়েছে, যাতে দুর্দান্ত সব ফিচার পেয়ে যাবেন। সেই সঙ্গে অসাধারণ ডিসপ্লে। আর এই সব কিছুর জন্য আপনাকে প্রচুর টাকাও খরচ করতে হবে না।

Affordable Smart TV: 9 হাজার টাকারও কম খরচে ঘরে আনুন থিয়েটারের মজা, 32 ইঞ্চি LED স্মার্টটিভিতে অবিশ্বাস্য অফার
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 4:31 PM
Share

অনেক দিন ধরে একটি কম দামের স্মার্ট এলইডি টিভি কেনার প্ল্যান করছেন? অথচ দামের কথা ভেবে কিনতে পারছেন না? কারণ বাজেট অনেক কম। অনেকেই জানেন না, বাজারে কম দামের অনেক স্মার্ট এলইডি টিভি রয়েছে, যাতে দুর্দান্ত সব ফিচার পেয়ে যাবেন। সেই সঙ্গে অসাধারণ ডিসপ্লে। আর এই সব কিছুর জন্য আপনাকে প্রচুর টাকাও খরচ করতে হবে না। মাত্র 10 হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এসব স্মার্ট এলইডি টিভি। চলুন দেখে নেওয়া যাক কী কী টিভি পাবেন।

অ্যাডসান ফ্রেমলেস 32 ইঞ্চি এইচডি রেডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি (Adsun Frameless 32 inch TV)

এটি একটি 32-ইঞ্চির এইচডি রেডি এলইডি স্মার্ট টিভি। এটি একটি অ্যান্ড্রয়েড টিভি। অর্থাৎ ফোনের সঙ্গে সহজেই কানেক্ট করে সিনেমা ও পছন্দ মতো যে কোনও জিনিস দেখতে পারবনে। এই স্মার্ট এলইডি টিভিটির দাম 29,999 টাকা। তবে ই-কমার্স সাইট Flipkart-এ এতে 72% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। স্মার্ট এলইডি টিভিতে অনেক ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। ডিসকাউন্টের পর এই টিভির দাম হবে 8200 টাকা।

এই স্মার্ট LED টিভিতে আপনি Netflix, Amazon Prime, Disney + Hotstar এবং YouTube-এর মতো অ্যাপের সাপোর্ট পাবেন। শুধু তাই নয়, আপনি এই স্মার্ট এলইডি টিভিতে 20 ওয়াটের সাউন্ড আউটপুট এবং 60 Hz এর রিফ্রেশ রেটও পেয়ে যাবেন।

Flipkart-এর MarQ 32 ইঞ্চি HD রেডি LED স্মার্ট কুলিটা টিভি (MarQ by Flipkart 32 inch)

এটি একটি 32-ইঞ্চি এইচডি রেডি এলইডি স্মার্ট টিভি। এই এলইডি স্মার্ট টিভির দাম 21,000 টাকা। তবে আপনাকে এত বেশি টাকা খরচ করতে হবে না। এই এলইডি স্মার্ট টিভিতে আপনি 60% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই স্মার্ট এলইডি টিভিতে অনেক ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। তখন এর দাম হবে 8,349 টাকা। এছাড়াও এই স্মার্ট এলইডি টিভিতে আপনি অ্যামাজন প্রাইম এবং ইউটিউবের মতো অ্যাপের সাপোর্ট পাবেন। শুধু তাই নয়, আপনি এই স্মার্ট LED টিভিতে 24W সাউন্ড আউটপুট এবং 60Hz রিফ্রেশ রেট দেখতে পাবেন।