জিওর পর এয়ারটেল, গ্রাহকদের জন্য এক বছরের ‘ডিজনি + হটস্টার’ মোবাইল সাবস্ক্রিপশন পরিষেবা আনল টেলিকম সংস্থা

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 04, 2021 | 11:22 PM

নতুন ভাবে লঞ্চ হয়েছে ৪৯৯, ৬৯৯ এবং ২৭৯৮ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান। তিনটি প্ল্যানেই এক বছরের জন্য ডিজনি + হটস্টার মোবাইল সাবস্ক্রিপশনের সুযোগ পাবেন গ্রাহকরা।

জিওর পর এয়ারটেল, গ্রাহকদের জন্য এক বছরের ডিজনি + হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পরিষেবা আনল টেলিকম সংস্থা
কী কী রয়েছে প্ল্যানে জেনে নিন এক ঝলকে...

Follow Us

সম্প্রতি জিওর নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ হয়েছে যেখানে দেখা গিয়েছে এক বছরের জন্য ফ্রিতে ডিজনি+ হটস্টার দেখার সুবিধা পাবেন ইউজাররা। এবার সেই রাস্তাতেই হাঁটল এয়ারটেল। এই টেলিকম সংস্থাতেও এবার যুক্ত হয়েছে এক বছরের Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন। নতুন ভাবে লঞ্চ হয়েছে ৪৯৯, ৬৯৯ এবং ২৭৯৮ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান। এর আগে ৪৪৮ এবং ২৬৯৮ টাকায় এক বছরের Disney+ Hotstar VIP মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যেত। তবে নতুন তিনটি প্ল্যানের খরচ তার থেকে কিছুটা বেশি।

৪৯৯ টাকার প্ল্যান- এয়ারটেলের এই প্রিপেড রিচার্জ প্ল্যানে এক বছরের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের সঙ্গে ইউজাররা পবানে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভিয়েস কল এবং প্রতিদিন ১০০ এসএমএস। ২৮ দিনের মেয়াদ রয়েছে এই প্ল্যানের। এর আগে ৪৪৮ টাকায় ডিজনি প্লাস হটস্টার ভিআইপি মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যেত। তবে সেই প্ল্যান এখন আর নেই।

৬৯৯ টাকার প্ল্যান- এয়ারটেলের এই প্রিপেড রিচার্জ অপশনে Disney+ Hotstar Mobile bundle প্ল্যানের সুবিধা রয়েছে। এর সঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএসের সুবিধা থাকছে ইউজারদের জন্য। প্ল্যানের মেয়াদ ৫৬ দিন। এর আগে ৫৯৯ টাকায় পাওয়া যেত এইসব সুবিধা। তবে সেই প্রিপেড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছেন এয়ারটেল কর্তৃপক্ষ।

২৭৯৮ টাকার প্ল্যান- এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানে রয়েছে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাপবস্ক্রিপশন। এছাড়াও রয়েছে দৈনিক ২ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের পরিষেবা। ইউজারদের জন্য এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন অর্থাৎ এক বছর। এই একই সুবিধা পাওয়া যেত এয়ারটেলের আগের ২৬৯৮ টাকার প্ল্যানে। সেই প্ল্যান এখন আর চালু নেই।

উপরের তিনটি প্ল্যানেই কিন্তু এক বছরের জন্য ডিজনি+ হটাস্টারের মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন ইউজাররা। জানা গিয়েছে, এয়ারটেলের পোস্টপেড প্ল্যানেও ডিজনি + হটাস্টারের সুবিধা রয়েছে গ্রাহকদের জন্য।

Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন ছাড়াও এয়ারটেল বর্তমানে তাদের বিভিন্ন প্রিপেড রিচার্জ প্ল্যানের মাধ্যমে Amazon Prime Video Mobile Edition ফ্রি ট্রায়াল পরিষেবা দিচ্ছে ইউজারদের জন্য। ৩০ দিনের জন্য এই পরিষেবা দেওয়া হচ্ছে। এছাড়াও হ্যালোটিউনস, উইঙ্ক মিউজিক অ্যাকসেস (আপডেটেড প্ল্যান সহ)- এর ক্ষেত্রেও বিভিন্ন সুবিধা পাওয়া যাবে এয়ারটেলের প্রিপেড রিচার্জ প্ল্যানের সাহায্যে। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কল, ডেটা প্যাক এবং এসএমএসের সুবিধাও।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের ‘মেসেজ রিঅ্যাকশন’ ফিচারে সম্ভবত যুক্ত হয়েছে সব ইমোজি, চালু হয়েছে ‘মানি হাইস্ট স্টিকার প্যাক’

Next Article
হোয়াটসঅ্যাপের ‘মেসেজ রিঅ্যাকশন’ ফিচারে সম্ভবত যুক্ত হয়েছে সব ইমোজি, চালু হয়েছে ‘মানি হাইস্ট স্টিকার প্যাক’
Redmi Earbuds 3 Pro: ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস, দাম কত?