Airtel Xstream Premium: নতুন ভিডিয়ো স্ট্রিমিং সার্ভিস এক্সস্ট্রিম প্রিমিয়াম নিয়ে এল এয়ারটেল, ১৪৯ টাকায় জনপ্রিয় ১৫ ওটিটি প্ল্যাটফর্ম
এই ভিডিয়ো স্ট্রিমিং পরিষেবার মধ্যে দিয়ে গ্রাহকদের ১৫টি জনপ্রিয় ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ করে দিতে চলেছে টেলিকম সংস্থাটি। তার জন্য ইউজারদের প্রতি মাসে মাত্র ১৪৯ টাকা খরচ করতে হবে।
নতুন ভিডিয়ো স্ট্রিমিং সার্ভিস নিয়ে হাজির হল এয়ারটেল (Airtel)। গত ১০ ফেব্রুয়ারি এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম (Airtel Xstream Premium)-এর পর্দা উন্মোচিত হয়েছে। এই ভিডিয়ো স্ট্রিমিং পরিষেবার (Video Streaming Service) মধ্যে দিয়ে গ্রাহকদের ১৫টি জনপ্রিয় ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ করে দিতে চলেছে টেলিকম সংস্থাটি। এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে যে, লঞ্চের অঙ্গ হিসেবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশন প্ল্যানও নিয়ে আসা হয়েছে। তার জন্য ইউজারদের প্রতি মাসে মাত্র ১৪৯ টাকা খরচ করতে হবে। একটি বিবৃতি জারি করে এয়ারটেলের তরফ থেকে আরও বলা হয়েছে, ভারতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে গ্রাহকদের মোট ১৫টি ওটিটি প্ল্যাটফর্মের একটা এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম অ্যাপের মাধ্যমেই অফার করা হবে।
কোন কোন ওটিটি প্ল্যাটফর্ম দেখা যাবে
এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম সার্ভিস সাবস্ক্রাইব করলে মূলত যে ১৫টি ওটিটি প্ল্যাটফর্মের স্ট্রিমিং দেখতে পারবেন গ্রাহকরা, সেই তালিকায় রয়েছে, সনি লিভ, এরসনাও, লায়নসগেট প্লে, হইচই, ম্যানোরমা ম্যাক্স, শেমারু, আলট্রা, হাঙ্গামাপ্লে, এপিকন, ডকুবে, ডিভোটিভি, ক্লিক, নাম্মাফ্লিক্স, ডলিউড এবং শর্টস টিভি। তবে শুধু ওটিটি প্ল্যাটফর্ম থেকে স্ট্রিমিংই নয়। সেই সঙ্গেই আবার সিনেমার বেশ বড় ক্যাটেগরি চাক্ষুষ করতে পারবেন গ্রাহকরা, মোট ১০,৫০০টি সিনেমা থাকছে। পাশাপাশি আবার লাইভ চ্যানেল দেখারও সুযোগ করে দেওয়া হবে ইউজারদের।
ফোন ছাড়া আর কোথায় ব্যবহার করা যাবে
প্রসঙ্গত, এক্সস্ট্রিম ছিল এয়ারটেলের ফ্রি অনলাইন ভিডিয়ো স্ট্রিমিং সার্ভিস। অন্য দিকে এক্সস্ট্রিম প্রিমিয়ামে এবার সাবস্ক্রিপশন প্ল্যান জুড়ে দেওয়া হল এবং আগের কনটেন্ট অফারিং সম্পূর্ণ ভাবে পরিবর্তন করে নতুন করে সাজিয়ে নিয়ে আসা হল। এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে, কাস্টমাররা এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম ব্যবহার করতে পারেন সমস্ত ডিভাইস থেকে। মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ এই সব জায়গা থেকেই এক্সস্ট্রিম প্রিমিয়াম অ্যাপ বা ওয়েব ইউজারদের ব্যবহার করতে দেবে এয়ারটেল। পাশাপাশি এক্সস্ট্রিম সেট-টপ বক্সের মাধ্যমে টিভির সঙ্গেও কানেক্ট করা যাবে। তবে আপাতত কেবল মাত্র এয়ারটেল ব্যবহারকারীরাই এই সার্ভিস উপভোগ করতে পারবেন।
এয়ারটেল ডিজিটালের সিইও আদর্শ নায়ার দাবি করেছেন যে, সংস্থা এই ভিডিয়ো স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমে ২০ মিলিয়ন ইউজারের টার্গেট নিয়েছে। তাঁর কথায়, “প্রতিটি কনটেন্টই এয়ারটেল ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভলি উপলব্ধ করা হয়েছে এবং তার জন্য প্রতি মাসে মাত্র ১৪৯ টাকা খরচ করতে হবে।”
তিনি আরও যোগ করে বলছেন, “এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম হল ভারতে OTT বিষয়বস্তুকে গণতন্ত্রীকরণ করার জন্য একটি অনবদ্য উদ্ভাবন যা বিষয়বস্তু আবিষ্কার, ক্রয়ক্ষমতা এবং বিতরণের মূল চ্যালেঞ্জগুলি সমাধান করে। একটি ইউনিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে, এটি গ্রাহকদের এবং ওটিটি প্লেয়ারদের জন্য একই ভাবে লাভজনক প্রস্তাব। কারণ, আমরা ভারতে ডিজিটাল বিনোদনকে মূলধারায় পরিণত করার জন্য একটি উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করেছি।”
আরও পড়ুন: কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে এয়ারটেল নেটওয়ার্ক স্তব্ধ, পরিষেবা না পেয়ে ট্যুইটারে সরব ইউজাররা
আরও পড়ুন: বিএসএনএল ভ্যানিটি নম্বরের তুঙ্গে চাহিদা, আপনারও দরকার নাকি? কী ভাবে পাবেন?
আরও পড়ুন: প্রথম বার যাঁকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন, তাঁর ছবি-প্রোফাইল তথ্য দেখতে পান না কেন?