WhatsApp Profile Info: প্রথম বার যাঁকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন, তাঁর ছবি-প্রোফাইল তথ্য দেখতে পান না কেন?

হোয়াটসঅ্যাপ FAQ পেজ থেকে জানা গিয়েছে, মোট ছয়টি কারণ রয়েছে, যখন একজন ইউজার অন্য একটা নতুন নম্বরে মেসেজ পাঠালে তাঁর প্রোফাইল তথ্য যেমন, লাস্ট সিন, প্রোফাইল ফটো, অ্যাবাউট, স্টেটাস বা রিড রিসিপ্টস ইত্যাদি দেখতে পান না। সেই কারণগুলিই একবার জেনে নিন।

WhatsApp Profile Info: প্রথম বার যাঁকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন, তাঁর ছবি-প্রোফাইল তথ্য দেখতে পান না কেন?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 10:20 PM

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের (WhatsApp) ইউজার সংখ্যা ২ বিলিয়নেরও বেশি। মেটা-র এই নিজস্ব ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে। প্রতিটি অ্যাকাউন্ট থেকে মেসেজ ও কলিংয়ের জন্য ব্যবহৃত হয় এই বিশেষ এনক্রিপশন যা দু’পারের ইউজার ছাড়া হোয়াটসঅ্যাপও বুঝতে পারে না। পাশাপাশি হোয়াটসঅ্যাপে একাধিক প্রাইভেসি সেটিংসও (Privacy Settings) রয়েছে, যেগুলির মাধ্যমে লাস্ট সিন (Last Seen), প্রোফাইল ফটো এবং অন্যান্য জরুরি তথ্য লুকিয়ে রাখতে পারেন একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী।

অনেক ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় লক্ষ্য করবেন যে, একটি নম্বরে মেসেজ পাঠাতে গেলে আপনি তাঁর প্রোফাইল তথ্য দেখতে পারছেন না। কেন এমনটা হয়? কারণ, সেই ইউজাররা অজানা নম্বরের জন্য প্রাইভেসি সেটিংস অন করে রাখেন। একজন হোয়াটসঅ্যাপ ইউজার তাঁর প্রোফাইলের প্রাইভেসি সেটিংস অন করে রাখতে পারে তিনটি ভিন্ন অপশনে: এভরিওয়ান অর্থাৎ সবার জন্য, মাই কন্ট্যাক্টস অর্থাৎ কেবল মাত্র নিজের সেভ করে রাখা কন্ট্যাক্টসের জন্য এবং নোবডি অর্থাৎ কারও জন্য নয়।

তবে, আপনি কোনও একটা নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে গেলে, তাঁর প্রোফাইল তথ্য না দেখতে পাওয়ার পিছনে রয়েছে একাধিক কারণ। হোয়াটসঅ্যাপ FAQ পেজ থেকে জানা গিয়েছে, মোট ছয়টি কারণ রয়েছে, যখন একজন ইউজার অন্য একটা নতুন নম্বরে মেসেজ পাঠালে তাঁর প্রোফাইল তথ্য যেমন, লাস্ট সিন, প্রোফাইল ফটো, অ্যাবাউট, স্টেটাস বা রিড রিসিপ্টস ইত্যাদি দেখতে পান না। সেই কারণগুলিই একবার জেনে নেওয়া যাক।

১) আপনার সেই কন্ট্যাক্ট তাঁর প্রাইভেসি সেটিংস ‘নোবডি’ করে রেখেছেন।

২) আপনিই আপনার লাস্ট সিন প্রাইভেসি সেটিংস ‘নোবডি’ করে রেখে দিয়েছেন।

৩) আপনার সেই কন্ট্যাক্ট তাঁর প্রাইভেসি সেটিংস বদলে ‘মাই কন্ট্যাক্টস’ করে রেখেছেন এবং আপনার নম্বরটি তাঁর ফোনে সেভ করা নেই অর্থাৎ তাঁর কন্ট্যাক্ট লিস্টে আপনি নেই।

৪) আপনাকে সেই কন্ট্যাক্ট ব্লক করে রেখেছেন।

৫) কানেকশন সমস্যাও থাকতে পারে।

৬) আপনার কন্ট্যাক্টের কোনও প্রোফাইল ফটো নেই।

এদিকে আবার হোয়াটসঅ্যাপ তার প্রাইভেসি সংক্রান্ত আরও একটি বড়সড় পরিবর্তন করতে চলেছে। সেই পরিবর্তনটি হল, কোনও হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে আপনি কখনও চ্যাট করে না থাকলে, তাঁর লাস্ট সিন স্টেটাস আর দেখতে পাবেন না। এই মুহূর্তে একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তাঁর লাস্ট সিন স্টেটাস দেখানোর জন্য মোট তিনটি অপশন ব্যবহার করতে পারেন – ‘এভরিওয়ান’, ‘মাই কন্ট্যাক্টস’ এবং ‘নোবডি’।

গত বছর সেপ্টেম্বর মাসে হোয়াটসঅ্যাপ ফিচার্স ট্র্যাকার ডব্লুএবিটাইনফো-র একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, এই লাস্ট সিন স্টেটাসের ক্ষেত্রে আরও একটি অপশন যুক্ত হতে চলেছে, যার নাম ‘মাই কন্ট্যাক্টস এক্সসেপ্ট…’। আর নাম থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে, এই অপশনের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজাররা লাস্ট সিন টাইমস্ট্যাম্প নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টের বিশেষ কিছু কন্ট্যাক্টের জন্যও ডিসেবল করে রাখতে পারবেন।

আরও পড়ুন: পৃথিবীর সবথেকে ছোট ফোন, মলদ্বারে-চুলের খোঁপায় রেখে কারাগারে দেদার পাচার হচ্ছে!

আরও পড়ুন: বিএসএনএল ভ্যানিটি নম্বরের তুঙ্গে চাহিদা, আপনারও দরকার নাকি? কী ভাবে পাবেন?

আরও পড়ুন: আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! ক্যামেরার ইউজার ইন্টারফেস পরিবর্তন করছে হোয়াটসঅ্যাপ