WhatsApp Camera UI For iOS: আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! ক্যামেরার ইউজার ইন্টারফেস পরিবর্তন করছে হোয়াটসঅ্যাপ

আইওএস ইউজারদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ক্যামেরা ইউআই বা ইউজার ইন্টারফেস যোগ হতে চলেছে। এই নতুন ইউআই ফিচারটি উপলব্ধ হয়েছে আইওএস ২২.৪.০.৭২ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের জন্য।

WhatsApp Camera UI For iOS: আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! ক্যামেরার ইউজার ইন্টারফেস পরিবর্তন করছে হোয়াটসঅ্যাপ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 10:07 PM

মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন ফিচার যোগ করে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার আইওএস (iOS) ইউজারদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ক্যামেরা ইউআই (Camera UI) বা ইউজার ইন্টারফেস যোগ হতে চলেছে। এই নতুন ইউআই ফিচারটি উপলব্ধ হয়েছে আইওএস ২২.৪.০.৭২ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের জন্য। পাশাপাশিই আবার সুইচ ক্যামেরা আইকনটিও রিডিজ়াইন করেছে হোয়াটসঅ্যাপ। এত দিন আপনার ফোনের স্ক্রিনের নীচের দিকে খুব সাম্প্রতিক ছবিগুলিতে একটি হরাইজ়ন্টাল বার দেখতে পেতেন। ডব্লুএবিটা ইনফো-র একটি রিপোর্টে বলা হয়েছে, “হরাইজ়ন্টাল মিডিয়া বার রিপ্লেস করা হয়েছে একটি নতুন বাটনের মাধ্যমে যা সরাসরি আপনার গ্যালারিতে খুলে যাবে।”

ডব্লুএবিটাইনফো-র রিপোর্টে আরও বলা হয়েছে, “আজ থেকেই এই পরিবর্তনগুলি বিটা টেস্টারদের জন্য উপলব্ধ হয়ে গিয়েছে। পরবর্তী আপডেটে হোয়াটসঅ্যাপ ক্যামেরায় আরও উল্লেখযোগ্য কিছু পরিবর্তন দেখা যাবে।” এর আগে ক্যামেরা আইকনের উপরে একটি হরাইজ়ন্টাল বার দেখা যেত যা এই নতুন আপডেটের সঙ্গে সরানো হচ্ছে। হরাইজ়ন্টাল বারটি ঠিক সামনে একটি প্রিভিউ দেখায়, কিন্তু এই নতুন আপডেটটি আপনাকে গ্যালারিতে উঁকি দেওয়ার জন্য একটি অতিরিক্ত ট্যাপ করতে বাধ্য করবে যদি আপনি কোনও মিডিয়া ফাইল শেয়ার করতে চান।

এদিকে আবার আর একটি আপডেটে ইউনিভার্সাল উইন্ডোজ় প্ল্যাটফর্ম অ্যাপে ডার্ক থিম নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর আগে ইউজার ইন্টারফেসের জন্য বিভিন্ন আকর্ষণীয় ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ যেমন, মাইনর অ্যানিমেশন, চ্যাট বাবলের জন্য পরিণত ডিজ়াইন ইত্যাদি। ডব্লুএবিটা ইনফো তার রিপোর্টে লিখছে, “আপনি যদি উইন্ডোজ়-এর ডার্ক থিমটি ভাল করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে, হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয় ভাবে থিমটিকে ডার্কে সেট করছে। বিকল্প উপায় হিসেবে, আপনি হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি বেছে নিতে পারেন। আবার যখন আপনি একটি ভিন্ন থিম ব্যবহার করতে চাইবেন, তখন আপনাকে সেই পরিবর্তনগুলি দেখানোর জন্য হোয়াটসঅ্যাপ রিস্টার্ট করতে হবে।”

এছাড়াও আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন নিজেদের প্ল্যাটফর্মে যোগ করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপের টিন্ট কালার এখন সবুজ হয়ে গিয়েছে, ইউজার ইন্টারফেসেও সামান্য কিছু পরিবর্তন (চ্যাট বাবলের মধ্যে সামান্য স্পেস) করা হয়েছে। পাশাপাশি আপনি যখন বিভিন্ন কন্ট্যাক্টে চ্যাটের জন্য সুইচ করবেন, তখন হোয়াটসঅ্যাপ আগের থেকে আরও বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে।

আরও পড়ুন: রিলায়েন্স জিও-র ব্রাউজ়ারে যোগ হল নতুন সুরক্ষা ফিচার, বিজ্ঞাপনের জ্বালা থেকে রেহাই!

আরও পড়ুন: একসঙ্গে একাধিক কমেন্ট-কনটেন্ট ডিলিট করার ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম

আরও পড়ুন: একই খরচে রিলায়েন্স জিও-র থেকে ৪৫২জিবি অতিরিক্ত ডেটা অফার করছে বিএসএনএল