দুরন্ত লুক ও ফিচার্সের স্মার্টওয়াচ নিয়ে এল Amazfit

Amazfit Cheetah Round ও Cheetah Squareএই দুই স্মার্টওয়াচই দেশের বাজারে লঞ্চ করা হয়েছে 20,999 টাকা দামে। স্পিডস্টার গ্রে শেডে পাওয়া যাবে ঘড়ি দুটি। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে 24 সেপ্টেম্বর থেকে স্মার্টওয়াচ দুটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

দুরন্ত লুক ও ফিচার্সের স্মার্টওয়াচ নিয়ে এল Amazfit
যেমন লুক, তেমন তার ফিচার্স।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 3:12 PM

Latest Smartwatch: ধামাকাদার স্মার্টওয়াচ যদি কিছু থাকে, তাহলে তা Amazfit-এর ঝুলিতেই রয়েছে। ব্র্যান্ডটি দুটি নতুন দুর্ধর্ষ স্মার্টওয়াচ নিয়ে এসেছে। সেই নতুন স্মার্ট হাতঘড়ি দুটির নাম Amazfit Cheetah Round এবং Amazfit Cheetah Square। দুটি স্মার্টওয়াচের দাম 20,000 টাকারও বেশি। তবে একাধিক জরুরি ফিচার্স রয়েছে দুটি ঘড়িতেই। রয়েছে, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল মনিটরিং সেন্সর, রিয়্যাল টাইম হার্ট রেট মনিটরিং এবং ফিমেল হেল্থ ট্র্যাকিং ফিচার্স। রাউন্ড মডেলটিতে 1.39 ইঞ্চির HD AMOLED ডিসপ্লে রয়েছে এবং স্কোয়্যারে রয়েছে 1.75 ইঞ্চির HD AMOLED ডিসপ্লে। দুটি ঘড়িই 5ATM ওয়াটার রেজ়িস্ট্যান্স এবং Zepp অ্যাপ সাপোর্ট করে।

Amazfit Cheetah Round এবং Amazfit Cheetah Square: দাম ও অন্যান্য তথ্য

এই দুই স্মার্টওয়াচই দেশের বাজারে লঞ্চ করা হয়েছে 20,999 টাকা দামে। স্পিডস্টার গ্রে শেডে পাওয়া যাবে ঘড়ি দুটি। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে 24 সেপ্টেম্বর থেকে স্মার্টওয়াচ দুটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Amazfit Cheetah Round: স্পেসিফিকেশন

এই স্মার্টওয়াচে রয়েছে 1.39 ইঞ্চির HD AMOLED ডিসপ্লে। এই অলওয়েজ় অন ডিসপ্লেতে রয়েছে ট্যাম্পার্ড গ্লাস এবং অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং। দেওয়া হয়েছে সিলিকন রাবার স্ট্র্যাপ। ওয়্যারেবলটিতে রয়েছে Bluetooth 5.2 কানেক্টিভিটি, যা 10 মিটার রেডিয়াস পর্যন্ত ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এর সাহায্যে ইউজাররা কবজি থেকেই ভয়েস কল রিসিভ করতে পারবেন।

রয়েছে 150টিরও বেশি স্পোর্টস মোড। 5ATM ওয়াটার রেজ়িস্ট্যান্স রয়েছে এবং Zepp অ্যাপের সাহায্যেই অ্যান্ড্রয়েড এবং iOS মোবাইলে ফোনটি পেয়ার করা যেতে পারে। GPS ভিত্তিক MaxTrack প্রযুক্তি দেওয়া হয়েছে ঘড়িটিতে, যা 100% স্যাটেলাইট সিগন্যাল পিক আপ করতে পারে।

এছাড়া SpO2 মনিটর এবং হার্ট রেট ট্র্যাকার দেওয়া হয়েছে এতে। মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং, স্লিপ মনিটরিংয়ের মতোও ফিচার্স রয়েছে এতে। মেসেজ নোটিফিকেশন, ক্যালেন্ডার রিমাইন্ডার এবং অ্যাপ অ্যালার্টও দিতে পারে। পাশাপাশি ক্যামেরা কন্ট্রোল, মিউজ়িক কন্ট্রোল এবং ফাইন্ড মাই ডিভাইস ফিচার সাপোর্ট করে।

Amazfit Cheetah Square: স্পেসিফিকেশন

Cheetah Round-এর মতো এই Cheetah Square স্মার্ট হাতঘড়ির ফিচার্স প্রায় এক। কেবল স্কোয়্যার স্মার্টওয়াচটির ডিসপ্লে অনেকটা বড়। আর ডিসপ্লেটি স্কোয়্যার শেপের। রয়েছে 1.75-ইঞ্চির HD AMOLED স্কোয়্যার শেপড ডিসপ্লে।