Amazon Great Republic Day Sale 2022: স্মার্টফোন ছাড়া আর কোন কোন ইলেকট্রনিক্স ডিভাইসে ছাড় রয়েছে? দেখে নিন

স্মার্টফোন ছাড়াও স্মার্টটিভি, অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট এবং আরও অনেক ইলেকট্রনিক্স ডিভাইসেই অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ছাড় রয়েছে।

Amazon Great Republic Day Sale 2022: স্মার্টফোন ছাড়া আর কোন কোন ইলেকট্রনিক্স ডিভাইসে ছাড় রয়েছে? দেখে নিন
কোন কোন স্মার্টটিভিতে ছাড় রয়েছে দেখে নিন। Photo Credit: CNN
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2022 | 12:32 AM

অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে (Amazon) স্মার্টফোন ছাড়াও একাধিক স্মার্ট ডিভাইস এবং গ্যাজেটে রয়েছে আকর্ষণীয় ছাড়। এই তালিকায় কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্সের সঙ্গে সঙ্গে রয়েছে অ্যামাজনের নিজস্ব বেশ কিছু প্রোডাক্ট। এর পাশাপাশি স্মার্ট টিভি, ল্যাপটপ, স্মার্ট ওয়ারেবল (ঘড়ি, ইয়ারফোন, ইয়ারবাডস), স্পিকার— এইসবেও রয়েছে ছাড়। অ্যামাজনের প্রাইম মেম্বারদের (Amazon Prime Member) জন্য ১৬ জানুয়ারি চালু হয়েছে গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale)। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে অ্যামাজনের এই অফার। বাকি গ্রাহকদের জন্য এই সেল শুরু হবে আগামী ১৭ জানুয়ারি।

দেখে নেওয়া যাক অ্যামাজনের নিজস্ব প্রোডাক্টের মধ্যে কী কী জিনিসে ছাড় রয়েছে 

অ্যামাজন Kindle 10th Gen- অ্যামাজন কিন্ডল 10th Gen- এর আসল দাম ৭৯৯৯ টাকা। তবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে অ্যামাজনের এই নিজস্ব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ৬৭৯৯ টাকায়। এই ই-বুক রিডারের মধ্যে রয়েছে ৬ ইঞ্চির ডিসপ্লে এবং ইনবিল্ট লাইট। যাঁরা পড়তে ভালবাসেন এবং পড়ার অভ্যাস যাঁদের রয়েছে তাঁদের ক্ষেত্রে অ্যামাজনের কিন্ডল 10th Gen বেশ প্রয়োজনীয় ডিভাইস।

অ্যামাজন ফায়ার টিভি স্টিক ৪কে- অ্যামাজনের ফায়ার টিভি স্টিক ৪কে- এর আসল দাম ৫৯৯৯ টাকা। আর অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ডিভাইস পাওয়া যাচ্ছে ৩৪৯৯ টাকায়। এই স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার এক নিমেষে আপনার সাধারণ টিভিকে বানিয়ে দিতে পারে স্মার্ট টিভি। সমস্ত বড় অনলাইন স্ট্রিমিং সার্ভিস এর মাধ্যমে দেখা যাবে। এখানে ডলবি ভিশন, এইচডিআর এবং এইচডিআর ১০+ সাপোর্ট রয়েছে। যদি আপনি অ্যালেক্সা ইকোসিস্টেমে অভ্যস্ত হন তাহলে তার সঙ্গে জুড়ে নিন। অ্যামাজন ফায়ার টিভি স্টিক ৪কে।

অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে কোন কোন স্মার্ট টিভিতে অফার রয়েছে দেখে নিন 

রেডমি ৫০ ইঞ্চি ৪কে আলট্রা এইচডি অ্যানড্রয়েড স্মার্ট এলইডি টিভি- অ্যাফোর্ডেবল রেঞ্জে যদি স্মার্ট টিভি কেনার পরিকল্পনা থাকে আর বাজেট যদি হয় ৩০ হাজার টাকার আশপাশে তাহলে কিনতে পারেন রেডমি ৫০ ইঞ্চি ৪কে আলট্রা এইচডি অ্যানড্রয়েড স্মার্ট এলইডি টিভি। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই টিভির দাম ৩০,০০১ টাকা। অ্যামাজনের ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং পেজে গিয়ে একটি কুপনের মাধ্যমে এই অফার যুক্ত করতে হবে নিজের প্রোডাক্টে। ২৯৯৮ টাকা ছাড় যুক্ত হবে লিস্টেড দামের উপর। পুরনো টিভির পরিবর্তে এক্সচেঞ্জ অফারেও এই নতুন স্মার্ট টিভি কেনা যাবে। সেক্ষেত্রে আরও অতিরিক্ত ২৪৫০ টাকা ছাড় পাওয়া যাবে। এই টিভির আসল দাম ৪৪,৯৯৯ টাকা।

স্যামসাং The Serif সিরিজ ৫৫ ইঞ্চির QLED TV- এই টিভির আসল দামের উপর ১০ হাজার টাকা ছাড় রয়েছে। এই টিভির আসল দাম ১,৬৩,৯০০ টাকা। আর অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই স্মার্ট টিভি কেনা যাবে ৭৯,৯৯০ টাকায়। এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো টিভির পরিবর্তে এই নতুন স্মার্ট টিভি কেনা যাবে। সেক্ষেত্রে ২৪৫০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা।

আরও পড়ুন- Boat Watch Matrix: ১.৬ ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে নিয়ে হাজির হল বোট ওয়াচ ম্যাট্রিক্স, দাম ৩,৯৯৯ টাকা