Amazon Great Republic Day Sale: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অ্যামাজনের বিশেষ সেল, দেখুন কী কী জিনিসে ছাড় থাকতে পারে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jan 11, 2022 | 2:18 PM

অ্যামাজন ইন্ডিয়া যদিও এখনও তাদের এই বিশেষ সেল এবং তার অফার ও ছাড় প্রসঙ্গে বিশদে বিবরণ দেয়নি, তবে সম্ভাব্য কিছু ডিভাইসে ছাড়ের প্রসঙ্গে আন্দাজ করা গিয়েছে।

Amazon Great Republic Day Sale: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অ্যামাজনের বিশেষ সেল, দেখুন কী কী জিনিসে ছাড় থাকতে পারে
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল।

Follow Us

প্রতি বছরের বছরের মতো ২০২২ সালেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় গ্রাহকদের জন্য বিশেষ অফারের আয়োজন করেছে অ্যামাজন ইন্ডিয়া। এই ই-কমার্স সংস্থা জানিয়েছে, অন্যান্য বারের মতোই এই বারেও স্মার্টফোন, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স, স্মার্ট টিভি, বড় ইলেকট্রনিক্স ডিভাইস— এই সবকিছুর উপর আকর্ষণীয় ছাড় দেবে অ্যামাজন কর্তৃপক্ষ। অ্যামাজন প্রাইম সদস্যরা অন্যান্য ইউজারদের তুলনায় ২৪ ঘণ্টা আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। তবে এখনও অ্যামাজন ইন্ডিয়া কর্তৃপক্ষ তাঁদের গ্রেট রিপাবলিক ডে সেলের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেননি। অর্থাৎ কবে এই সেল শুরু হবে এবং কবে শেষ হবে, তা জানা যায়নি।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলের খুঁটিনাটি

  • স্মার্টফোনের উপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
  • বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস যেমন- ক্যামেরা, ল্যাপটপ এইসবে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ থাকবে।
  • অ্যামাজন অ্যালেক্স, ফায়ার টিভি, কিন্ডল ডিভাইস— অর্থাৎ অ্যামাজনের নিজস্ব প্রোডাক্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে।

নির্দিষ্ট ব্যাঙ্কে অতিরিক্ত সুযোগ

  • এসবিআই- এর কার্ড যাঁদের আছে, সেই ক্রেতারা অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন।
  • বাজাজ ফিনসার্ভের ক্ষেত্রে থাকছে নো-কস্ট ইএমআই- এর বন্দোবস্ত।
  • এছাড়াও অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে থাকছে ছাড়।
  • এক্সচেঞ্জ অফারে ফোন, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট টিভি— এসব কিনলে ১৬ হাজার টাকা পর্যন্ত অফার পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের হাতে।

একনজরে দেখে নেওয়া যাক অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে কী কী অফার থাকতে পারে

অ্যামাজন ইন্ডিয়া যদিও এখনও তাদের এই বিশেষ সেল এবং তার অফার ও ছাড় প্রসঙ্গে বিশদে বিবরণ দেয়নি, তবে সম্ভাব্য কিছু ডিভাইসে ছাড়ের প্রসঙ্গে আন্দাজ করা গিয়েছে। ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে স্মার্টফোনের উপর। এক্ষেত্রে কম্বো- তে সেল থাকবে। ৮০টিরও বেশি প্রোডাক্ট লঞ্চ হতে পারে। সেই তালিকায় স্যামসাং, শাওমি এবং টেকনোর স্মার্টফোন রয়েছে।

  • ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে স্মার্টফোনে।
  • ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে ক্যামেরায়।
  • ৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে স্মার্টওয়াচে।
  • ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় থাকতে পারে ল্যাপটপে।
  • বিভিন্ন বড় ইলেকট্রনিক্স ডিভাইস যেমন- ফ্রিজ, ওয়াশিং মেশিন, বড় ডিসপ্লে সাইজের স্মার্ট টিভি— এইসবের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে।
  • ভিডিয়ো গেম কনসোল এবং PC- র জন্য ভিডিয়ো গেম টাইটেল কিনলে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
  • অ্যামাজন ইকো স্মার্ট স্পিকার কেনার ক্ষেত্রে ক্রেতারা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
  • ফায়ার টিভি ডিভাইসের ক্ষেত্রে ৪৮ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। কিন্ডলের পাঠকরা ৩৪০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। আর ইকো স্মার্ট ডিসপ্লের ক্ষেত্রে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Best Power Banks: এই মুহূর্তের ৬ ‘পাওয়ারফুল’ পাওয়ার ব্যাঙ্ক, ১০০০০mAh ব্যাটারি, খরচ ১০০০ টাকারও কম

Next Article