AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amazon-এ শুরু সামার সেল, দামি দামি স্মার্টটিভি মিলছে জলের দরে; শুধু ডিসকাউন্ট দেখুন

Affordable Smart TV: অ্যামাজন গ্রেট সামার সেল 2023 (Amazon Great Summer Sale 2023) শুরু হয়ে গিয়েছে। এখানে আপনি অনেক গ্যাজেট এবং হোম অ্যাপ্লায়েন্সেস কম দামে কিনতে পারবেন।

Amazon-এ শুরু সামার সেল, দামি দামি স্মার্টটিভি মিলছে জলের দরে; শুধু ডিসকাউন্ট দেখুন
| Edited By: | Updated on: May 08, 2023 | 7:50 AM
Share

Amazon Sale: অনলাইন শপিং-এর যুগে কে-ই বা আর অফার হাতছাড়া করতে চায়। ব্রিকি বাড়ানোর উদ্দেশ্যে ই-কমার্স সাইটগুলিও একের পর এক সেল এনে হাজির করে। সেই সুযোগে অনেকেই কিনে নেন নিজের পছন্দ মতো জিনিসগুলো। তাও আবার বেশ অনেকটাই কম দামে। যারা শপিং করতে ভালবাসেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। অ্যামাজন গ্রেট সামার সেল 2023 (Amazon Great Summer Sale 2023) শুরু হয়ে গিয়েছে। এখানে আপনি অনেক গ্যাজেট এবং হোম অ্যাপ্লায়েন্সেস কম দামে কিনতে পারবেন। স্মার্ট টিভি কিনতে চাইলে এই সুযোগ কোনও মতেই হাতছাড়া করবেন না। সেলে 4টি টিভির উপর বিপুল ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি 50 শতাংশেরও বেশি ছাড় পেয়ে যাবেন। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কোন কোন স্মার্ট টিভির উপর আপনি ছাড় পাবেন।

VW 80 সেমি (32 ইঞ্চি) এইচডি রেডি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভি:

এই স্মার্ট টিভির দাম 16,999 টাকা। আপনি মাত্র 7,777 টাকায় কিনতে পারবেন। এটিকে 5 এর মধ্যে 4 রেট দেওয়া হয়েছে। আপনি অ্যামাজন গ্রেট সামার সেলে এই টিভিটি কিনলে 54 শতাংশ ছাড় পেয়ে যাবেন। এছাড়া EMI অফারও দেওয়া হচ্ছে। আপনি প্রতি মাসে 372 টাকা দিয়েও এটি কিনতে পারেন। আপনি আপনার পুরনো টিভিটি এক্সচেঞ্জ করেও 2,500 টাকা পর্যন্ত ছাড় পাবেমন। তবে এই এক্সচেঞ্জ অফারটি আপনার আগের টিভিটির অবস্থার উপর নির্ভর করবে।

Karbonn 109 সেমি (43 ইঞ্চি) ফুল এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড আইপিএস এলইডি টিভি:

এটি 37,290 টাকার পরিবর্তে 15,990 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ আপনি এতে 57 শতাংশ ছাড় পেয়ে যাবেন। এর সঙ্গে ইএমআই অফারও দেওয়া হচ্ছে। প্রতি মাসে 764 টাকা দিলেই হবে। এছাড়াও আপনার পুরনো টিভিটি এক্সচেঞ্জ করলে 2,500 টাকা পর্যন্ত ছাড় পাবেন।

TCL 108 সেমি (43 ইঞ্চি) 4K আল্ট্রা এইচডি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভি:

এই টিভিটির আসল দাম 51,990 টাকা। 58 ​​শতাংশ ছাড়ে অর্থাৎ 21,990 টাকায় কেনা যাবে। আপনি এটি EMI-তেও কিনতে পারবেন। এর জন্য আপনাকে প্রতি মাসে মাত্র 1,051 টাকা দিতে হবে। শুধু তাই নয়, এতে 2,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন।

iFFALCON 147 সেমি (58 ইঞ্চি) 4K আল্ট্রা এইচডি স্মার্ট এলইডি গুগল টিভি:

এর আসল দাম 85,990 টাকা। এটি 64 শতাংশ ছাড়ে 30,999 টাকায় কেনা যাবে। এর সঙ্গে আপনি 1,000 টাকার অফার কুপনও পেয়ে যাবেন। এছাড়া প্রতি মাসে 1,481 টাকা দিয়েই স্মার্ট টিভিটি কিনে আনতে পারবেন। আর 2,500 টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।