রাখি উপলক্ষ্যে অ্যামাজনের স্পেশ্যাল ‘রাখি স্টোর’, উপহার হিসেবে বেছে নিন পছন্দসই ফোন বা অন্যান্য গ্যাজেট

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 18, 2021 | 8:48 AM

রাখি উপলক্ষ্যে অ্যামাজনের স্পেশ্যাল 'রাখি স্টোর'। স্মার্টফোনের পাশাপাশি আর কী কী ডিভাইসে অফার রয়েছে দেখে নিন।

রাখি উপলক্ষ্যে অ্যামাজনের স্পেশ্যাল রাখি স্টোর, উপহার হিসেবে বেছে নিন পছন্দসই ফোন বা অন্যান্য গ্যাজেট
রাখির উপহার হিসেবে বেছে নিন পছন্দসই গ্যাজেট।

Follow Us

রাখি উপলক্ষ্যে গ্রাহকদের জন্য স্পেশ্যাল অফার চালু করল ই-কমার্স সংস্থা অ্যামাজন। ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ‘অ্যামাজন রাখি স্টোর’ চালু হয়েছে। মূলত রাখির উপহার বেছে নেওয়ার জন্যই এই স্টোরে একাধিক প্রোডাক্ট রাখা হয়েছে। যেসব ভাই-বোনেরা গ্যাজেট প্রেমী, তাঁরা অনায়াসে একে অন্যকে অ্যামাজন রাখি স্টোর থেকে উপহার দিতে পারবেন। স্মার্টফোন, টিভি এবং অন্যান্য একগুচ্ছ ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন- স্পিকার ও অন্যান্য অনেক কিছুতেই রয়েছে আকর্ষণীয় অফার। একনজরে সেইসব অফারেই চোখ বুলিয়ে নেওয়া যাক।

মূলত গ্যাজেটের উপরেই ছাড় দেওয়া হয়েছে অ্যামাজনের রাখি স্টোরে। ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি এবং রেডমি নোট ১০ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে আকর্ষণীয় ডিল। এর পাশাপাশি ওয়ানপ্লাস বাডস জেড ট্রু ওয়্যারলেস স্টিরিও- র ক্ষেত্রেও রয়েছে অফার। এছাড়াও অন্যান্য প্রোডাক্ট যেমন- Echo Dot (third generation) এবং the Fire TV Stick (third generation)- এই দু’টি গ্যাজেটেও রয়েছে ডিসকাউন্ট বা ছাড়।

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের তরফে জানানো হয়েছে, যেসব ইউজার অ্যামাজনের অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহার করেন, তাঁরা অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের সাহায্যে রাখি স্টোরের অ্যাকসেস করতে পারেন। অ্যাপের মাইক আইকনে ট্যাপ করে শুধু অ্যালেক্সাকে নির্দেশ দিতে হবে। বলতে হবে ‘Alexa, go to Rakhi Store’। ব্যাস তাহলেই সরাসরি অ্যামাজনের রাখি স্টোরে পৌঁছে যাবেন গ্রাহকরা। এছাড়া অ্যামাজনের ডেস্কটপ সাইটে ‘রাখি স্টোর’- এর মাইক্রোসাইটও দেখতে পাবেন ইউজাররা।

এবার দেখে নেওয়া যাক কোন ফোনে কী কী অফার রয়েছে-

রেডমি নোট ১০ প্রো ম্যাক্স (গ্লেসিয়াল ব্লু, ৬ জিবি-১২৮ জিবি)- এই ফোনের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে ১৫০০ ছাড় পাবেন ক্রেতারা। এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে ১৩,৭০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে। এছাড়া নো-কস্ট ইএমআই দিয়েও এই ফোন কেনার সুযোগ থাকছে। এই ফোনের দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা থেকে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি (চারকোল ইঙ্ক, ৬ জিবি- ১২৮ জিবি)- এই ফোনের উপর ইনস্ট্যান্ট এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে প্রযোজ্য রয়েছে এই অফার। এছাড়া রেডমি নোট প্রো ম্যাক্সের মতোই এক্সচেঞ্জ এবং নো-কস্ট ইএমআই অপশন রয়েছে ওয়ানপ্লাসের এই ফোনে। এই ফোনের দাম শুরু হচ্ছে ২২,৯৯৯ টাকা থেকে।

স্মার্ট টিভির ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে অ্যামাজনের রাখি স্টোরে। এর পাশাপাশি ওয়ানপ্লাস বাডস জেড– এর ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় রয়েছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের কার্ডে এই অফার প্রযোজ্য হবে। এমনিতে ওয়ানপ্লাসের এই TWS earbuds- এর দাম ২৯৯৯ টাকা। এছাড়াও ফায়ার টিভি স্টিক (3rd Gen, 2021 model)- এও রয়েছে ৯০০ টাকার কুপন ডিসকাউন্ট। এর আসল দাম ৩৯৯৯ টাকা। নো-কস্ট ইএমআই অপশনও থাকছে এই ডিভাইসের ক্ষেত্রে।

ইকো ডট (3rd Gen, Black) স্মার্ট স্পিকার এবং Wipro 9W LED স্মার্ট কালার বাল্ব কম্বো হিসেবে পাওয়া যাচ্ছে ৩৫৯৯ টাকায়। এছাড়াও সোনি ব্রাভিয়া ৫৫ ইঞ্চি ৪কে আলট্রা এইচডি স্মার্ট টিভিতে রয়েছে ৩ হাজার টাকার কুপন ডিসকাউন্ট। এই টিভিতে ইন-বিল্ট অ্যালেক্সা সাপোর্ট রয়েছে। এই টিভির ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফারে ৬১৪০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। এছাড়া উপহার হিসেবে অ্যামাজন পে গিফট কার্ড দেওয়ার অপশনও থাকছে।

আরও পড়ুন- আইফোন ১৩ সিরিজের সঙ্গে সেপ্টেম্বরে অ্যাপেলের আর কী কী ডিভাইস লঞ্চ হতে পারে? রইল সম্ভাব্য তালিকা

Next Article