AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apple Airpods Pro-এর দাম 26,000 টাকা, আপনি কিনুন 1,159 টাকায়; হাতছাড়া করবেন না সুযোগ

Apple Airpods Pro Price: Apple Airpods Pro হল একটি ট্রেন্ডিং প্রোডাক্ট, যা বিশ্বব্যাপী জনপ্রিয়। মেগাসেফ চার্জিং কেস দিয়ে কিনলে আপনি Airpods Proটি 26,300 টাকায় পাবেন। কিন্তু আপনাকে এখন এত বেশি টাকা দিয়ে কিনতে হবে না।

Apple Airpods Pro-এর দাম 26,000 টাকা, আপনি কিনুন 1,159 টাকায়; হাতছাড়া করবেন না সুযোগ
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 7:39 PM
Share

Apple Airpods Pro Offers: Apple-এর যে কোনও প্রোডাক্টের দামই বেশি হয়। iPhone থেকে শুরু করে, Macbook, ইয়ারপড সব কিছুরই অন্য সব কোম্পানির থেকে দাম বেশি। তার কারণ হল এটি একটি প্রিমিয়াম কোম্পানি। তবুও অনেক মানুষের ইচ্ছে থাকে এই কোম্পানির প্রোডাক্ট কেনার। প্ল্যান করেও কিনে উঠতে পারেন না, দামের কথা ভেবে। বাজারে অনেক কম দাম থেকে বেশি দামের ইয়ারবাড আছে। আর বিগত কয়েক বছরে পাল্লা দিয়ে প্রচুর ইয়ারবাড বাজারে আনছে বিভিন্ন কোম্পানি। সেই মতোই Appleও তার একটি ইয়ারপডের উপর ছাড় দিচ্ছে। Apple AirPods Pro-এ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি রয়েছে। এতে 3টি সিলিকন টিপস দেওয়া হয়েছে, যেগুলি ছোট, মাঝারি ও বড় আকারের। এই ইয়ারপডটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আপনিও যদি কেনার কথা ভাবেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। চলুন জেনে নেওয়া যাক আপনি কত কমে ইয়ারপডটি পাবেন।

Apple Airpods Pro হল একটি ট্রেন্ডিং প্রোডাক্ট, যা বিশ্বব্যাপী জনপ্রিয়। মেগাসেফ চার্জিং কেস দিয়ে কিনলে আপনি Airpods Proটি 26,300 টাকায় পাবেন। কিন্তু আপনাকে এখন এত বেশি টাকা দিয়ে কিনতে হবে না। এই ইয়ারপডে আপনি প্রচুর ছাড় পাবেন। এবার প্রশ্ন হল আপনি কোথা থেকে কিনবেন? এটি ফ্লিপকার্টে মাত্র 1,159 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ, আপনি এই ইয়ারপডটিতে সরাসরি 25,141 টাকা ছাড় পেতে চলেছেন।

ফ্লিপকার্ট থেকে 6,291 টাকা ছাড়ের পরে 20,009 টাকায় অ্যাপল এয়ারপডস প্রো অর্ডার করতে পারবেন। অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মতো, ফ্লিপকার্টও আপনাকে আপনার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করার অফার দিচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার পুরনো স্মার্টফোন Flipkart-এ ফেরত দেন, তাহলে আপনি 18,850 টাকার আলাদা ছাড় পাবেন। কিন্তু এর জন্য আপনাকে একটি শর্ত মানতে হবে। আপনি যে ফোনটি Flipkart-এ ফেরত দেবেন, সেটির অবস্থা ভাল থাকতে হবে। তবেই আপনি এত টাকা ছাড় পাবেন। সব কিছুর পরে আপনি Apple Airpods Pro ইয়ারপডটি মাত্র 1,159 টাকায় কিনতে পারবেন।

এটাই প্রথম নয়, এর আগেও কোম্পানিটি এই ইয়ারপডে প্রচুর ছাড় দিয়েছিল। আর সেই অফারে কয়েকদিনের মধ্য়েই প্রচুর মানুষ কিনেছিলেন। সেই থেকে বোঝা গিয়েছিল এর জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে, আর বিক্রি বাড়াতেই নতুন করে অফার চালু করল কোম্পানিটি।