Apple AR Headset: অগমেন্টেড রিয়্যালিটি সাপোর্টেড হেডসেট নিয়ে আসছে অ্যাপল, একাধিক প্রসেসর, 3D সেন্সর, ১০ বছর পর আইফোনের জায়গা নেবে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 10, 2021 | 1:18 PM

Apple AR Headset Details: অগমেন্টেড রিয়্যালিটি সাপোর্টেড হেডসেট নিয়ে আসছে অ্যাপল, যা ১০ বছর পর আইফোনের জায়গা দখল করবে বলে কোম্পানির অ্যানালিস্ট জানিয়েছেন।

Apple AR Headset: অগমেন্টেড রিয়্যালিটি সাপোর্টেড হেডসেট নিয়ে আসছে অ্যাপল, একাধিক প্রসেসর, 3D সেন্সর, ১০ বছর পর আইফোনের জায়গা নেবে
ছবি সৌজন্যে: 9to5Mac

Follow Us

অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি সাপোর্টেড হেডসেট নিয়ে আসছে অ্যাপল (Apple AR Headset)। সাম্প্রতিক কালের যত হেডসেট লঞ্চ হয়েছে, তার মধ্যে এই অ্যাপল এআর হেডসেটে অ্যাডভান্সড সেন্সর ঢেলে সাজানো হয়েছে। অ্যাপল অ্যানালিস্ট মিং ছি-কুও সম্প্রতি এই খবরটি জানিয়েছেন। বিনিয়োগকারীর নোট হিসেবে আসন্ন এই AR Headset-এর যাবতীয় ডিটেল সম্পর্কে জানিয়েছেন মিং ছি-কুও।

9to5Mac-এর একটি রিপোর্টে অ্যাপল অ্যানালিস্টের সেই নোটটি তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, অ্যাপল এআর হেডসেটে থাকছে অ্যাডভান্সড হ্যান্ড জেসচার, থ্রিডি সেন্সর যা আইফোন, আইপ্যাড-এর ফেসআইডির থেকেও অ্যাডভান্সড প্রযুক্তির হতে চলেছে। সেখানে লেখা হয়েছে, ‘আই ট্র্যাকিং, আইরিস রিকগনিশন, ভয়েস কনট্রোল, স্কিন ডিটেকশন, ফেশিয়াল এক্সপ্রেশন এবং স্প্যাশিয়াল ডিটেকশন সাপোর্ট করবে।’

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, আসন্ন এই হেডসেটে মোট চারটি সেটের 3D সেন্সর থাকছে। এই সেন্সরগুলি গ্রাহকদের জেসচার্সের অ্যাকিউরেট ক্যাপচার, অবজেক্ট ডিটেকশন ইত্যাদিতে সাহায্য করবে। মিং ছি-কুওর সেই নোটে বলা হয়েছে, এই AR/MR হেডসেট ইউজারের স্থান পরিবর্তন ডিটেক্ট করতে পারবে। পাশাপাশি আবার ইউজারের হাতের সমস্ত মুভমেন্টের গতিশীল বিবরণও ক্যাপচার করতে পারবে। পরিষ্কার ভাবে সেখানে লেখা হয়েছে, ‘আরও প্রাণবন্ত হিউম্যান-মেশিন ইন্টারফেসের জন্য’।

অ্যাপল অ্যানালিস্ট মিং ছি-কুও এর আগে জানিয়েছিলেন যে, এই হেডসেট স্বতন্ত্র ভাবে আইফোন থেকে স্বাধীন ভাবে কাজ করবে এবং ম্যাক-লেভেল কম্পিউটিং-সহ হাজির হবে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল, দুটি প্রসেসর। তার মধ্যে একটি হল, M1 টাইপ এবং অন্যটি আর একটু লোয়ার-এন্ড প্রসেসর হতে চলেছে। মনে করা হচ্ছে, এই হেডসেটে দুটি Sony 4K মাইক্রো LED ডিসপ্লেও থাকতে পারে। ১০ বছর পরে এই ধরনের AR হেডসেট আইফোনের জায়গা নিতে পারে বলেও জানিয়েছেন মিং ছি-কুও।

একাধিক তাক লাগানো ফিচার্স থাকছে। আর সেই কারণেই অত্যাধুনিক প্রযুক্তির মিশেল এই Apple AR Headset যে অত্যন্ত দামি একটি ডিভাইস হতে চলেছে, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। এর আগে সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর সাংবাদিক মার্ক গুরমান ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০০০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা) বা তার বেশি দামেও লঞ্চ হতে পারে এই এআর হেডসেট। আর তার সবথেকে বড় কারণ হল, এই হেডসেটেই থাকছে ‘অ্যাডভান্সড চিপ, ডিসপ্লে, সেন্সর এবং অবতার-ভিত্তিক ফিচার্স।’

আরও পড়ুন: Acer Aspire Vero: ইকো-ফ্রেন্ডলি ল্যাপটপ লঞ্চ করল এসার, রয়েছে রিসাইকলড প্লাস্টিক চ্যাসিস, ২১% কার্বন নিঃসরণের মাত্রা কমাবে

আরও পড়ুন: iPhone 14 Series: আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে হোল-পাঞ্চ ডিজাইনের ডিসপ্লে

আরও পড়ুন: Apple Watch (2022) Series: আগামী বছর লঞ্চ হতে পারে তিনটি নতুন অ্যাপেল ওয়াচ মডেল, আর কী কী লঞ্চ করতে পারে অ্যাপেল সংস্থা?

Next Article