Apple Watch (2022) Series: আগামী বছর লঞ্চ হতে পারে তিনটি নতুন অ্যাপেল ওয়াচ মডেল, আর কী কী লঞ্চ করতে পারে অ্যাপেল সংস্থা?

অ্যাপেল ওয়াচ (২০২২) সিরিজ বা অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে যুক্ত হবে এই তিনটি নতুন অ্যাপেল ওয়াচ মডেল।

Apple Watch (2022) Series: আগামী বছর লঞ্চ হতে পারে তিনটি নতুন অ্যাপেল ওয়াচ মডেল, আর কী কী লঞ্চ করতে পারে অ্যাপেল সংস্থা?
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 10:43 PM

আগামী বছর তিনটি নতুন অ্যাপেল ওয়াচ মডেল লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। টিএফ সিকিউরিটি অ্যানালিস্ট মিং চিকুয়ো জানিয়েছেন একথা। এর পাশাপাশি কুয়ো তাঁর সাম্প্রতিক ইনভেস্টর নোটে আইফোন এসই (২০২২) এবং আইফোন (২০২৩) সম্পর্কেও বিস্তারিত বিবরণ দিয়েছে। এছাড়াও মিং চি কুয়োর কথায় আগামী বছর এয়ারপডসের একটি আপগ্রেডও দেখা যেতে পারে। অন্যদিকে শোনা যাচ্ছে, অ্যাপেল ওয়াচের তিনটি নতুন মডেলের মধ্যে থাকতে পারে rugged স্পোর্টস ভার্সান। আর আইফোন এসই (২০২২) মডেলে ৩ জিবি র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে এবং ফোনের ডিজাইনের বিশেষ কিছু পরিবর্তন হবে না বলেই শোনা যাচ্ছে।

ম্যাক রিউমার্স এবং ৯টু৫ম্যাক সূত্রে খবর, মিং চি কুয়ো তাঁর ইনভেস্টর নোটে বলেছেন যে আইফোনে এসই (২০২২) ফোনে ৩ জিবি র‍্যাম থাকার পাশাপাশি স্পেসিফিকেশন সামান্য কিছু পরিবর্তন (আপগ্রেড) আসতে পারে। অন্যদিকে আইফোন এসই (২০২৩) মডেলে আইফোন এসই (২০২২) ফোনের তুলনায় বড় স্ক্রিন থাকতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও এখানে থাকতে পারে ৪ জিবি র‍্যাম। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন এসই (২০২২) ফোনে ৪.৭ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে। আর আইফোনে এসই (২০২৩) মডেলে ৫.৭ ইঞ্চি থেকে ৬,১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকার কথা শোনা যাচ্ছে।

কুয়ো আরও বলেছেন যে, আগামী বছর অ্যাপেল ওয়াচের যে তিনটি নতুন মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে, সেগুলো অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে যুক্ত হবে। তবে এই ওয়্যারেবল ডিভাইস প্রসঙ্গে বিশেষ কোনও তথ্য এখনও জানা যায়নি। এছাড়াও ২০২২ সালে এয়ারপডস প্রো- এর আপগ্রেডেড ভার্সান লঞ্চেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মিং চি কুয়ো। এই ডিভাইসে আপগ্রেডেড চিপসেট লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আগে শোনা গিয়েছিল যে এয়ারপডস ২০২২ ডিভাইসে হেলথ সেনসর থাকতে পারে। আর বিলুপ্ত হতে পারে স্টেম ডিজাইন।

এইসবের পাশাপাশি আগামী বছর অ্যাপেল কর্তৃপক্ষ আর কী কী লঞ্চ করতে পারে সে ব্যাপারে আলোকপাত করেছেন মার্ক গারম্যান। মার্ক তাঁর পাওয়ারঅন নিউজলেটারে বলেছেন যে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে অ্যাপেল সংস্থা একটি নতুন করে ডিজাইন করা আইপ্যাড প্রো এবং অত্যাধুনিক আইম্যাক লঞ্চ করতে পারে। এছাড়াও লঞ্চ হতে পারে নতুন ডিজাইনের ম্যাকবুক এয়ার। সেখানে থাকতে পারে অ্যাপেলের এম২ চিপ। এর পাশাপাশি আগামী বছর আইফোন ১৪ সিরিজ লঞ্চ করতে পারে অ্যাপেল সংস্থা। শোনা গিয়েছে, আইফোন এসই (২০২২) লঞ্চ হতে পারে আগামী বছর প্রথম ভাগে। এই ফোনে থাকতে পারে ৫জি সাপোর্ট।

আরও পড়ুন- Xiaomi 11 Youth Vitality Edition: লঞ্চ হয়েছে শাওমি ১১ সিরিজের লেটেস্ট মডেল, দাম কত? কী কী স্পেসিফিকেশন রয়েছে?

আরও পড়ুন- iQoo Neo 5s: আসন্ন এই ফোনের ছবি, স্পেসিফিকেশনস লিক, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, হোল-পাঞ্চ ডিসপ্লে