Apple Watch Series 7: একনজরে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর খুঁটিনাটি বৈশিষ্ট্য

Apple Watch Series 7: ১৪ সেপ্টেম্বর অ্যাপেল সংস্থার ভার্চুয়াল ইভেন্ট 'ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং'- এ আইফোন ১৩ সিরিজের সঙ্গে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- ও।

Apple Watch Series 7: একনজরে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর খুঁটিনাটি বৈশিষ্ট্য
অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এ কী কী বৈশিষ্ট্য রয়েছে, দেখে নিন।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2021 | 7:54 AM

অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর বিভিন্ন ফিচার

  • অ্যাপেল ওয়াচ সিরিজ ৭ লঞ্চ হয়েছে ৪১ এবং ৪৪ মিলিমিটার কেস অপশনে।
  • নতুন স্মার্ট ওয়াচ সিরিজে রয়েছে always-on Retina ডিসপ্লে। আগের অ্যাপেল ওয়াচ সিরিজেও এই ফিচার দেখা গিয়েছে।
  • অ্যাপেল ওয়াচ সিরিজ ৬- এর তুলনায় ৭০ শতাংশ বেশি উজ্জ্বল ডিসপ্লে রয়েছে ওয়াচ সিরিজ ৭- এ।
  • এর পাশাপাশি আগের ওয়াচ সিরিজের তুলনায় ২০ শতাংশ বড় ডিসপ্লে রয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এ।
  • অ্যাপেল ওয়াচ সিরিজ ৭ (আউট অফ দ্য বক্স)- এর ক্ষেত্রে রয়েছে ওয়াচ ওএস ৮। গত জুন মাসের WWDC 2021 ইভেন্টে এই নতুন অপারেটিং সিস্টেম প্রকাশ্যে এনেছিল কুপার্টিনোর টেক জায়ান্ট অ্যাপেল।
  • অ্যাপেলের নতুন ওয়াচ সিরিজে রয়েছে একটি আপগ্রেডেড এবং প্রি-লোডেড Breathe app, যাকে বলা হচ্ছে Mindfulness। শারীরিক এবং মানসিক ভাবে ইউজারকে সুস্থ এবং সতেজ রাখতে এই অ্যাপ সাহায্য করবে।
  • ইউজার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য একাধিক ট্র্যাকিং ফিচার পাবেন অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এ। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (SpO2) পরিমাপের ট্র্যাকার রয়েছে এই ডিভাইসে। এর জন্য স্মার্ট ওয়াচে রয়েছে একটি বিল্ট-ইন ব্লাড অক্সিজেন সেনসর।
  • এর পাশাপাশি হৃদস্পন্দন পরিমাপের জন্য রয়েছে একটি ইলেকট্রিকাল হার্ট রেট সেনসর। অ্যাপেল ওয়াচ সিরিজ ৪- এ প্রথম এই ফিচার চালু হয়েছিল। অ্যাপেল ওয়াচ সিরিজ ৬- এও এই ফিচার ছিল।
  • অ্যাপেল ওয়াচ সিরিজ ৭ atrial fibrillation (AFib) পরিমাপ করতে এবং একটি ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি রিপোর্ট দিতে পারে।
  •  স্লিপ ট্র্যাকিং ফিচার রয়েছে অ্যাপেলের নতুন স্মার্ট ওয়াচ সিরিজে। স্লিপিং রেসিপিরেশন রেট, স্লিপ ট্রেন্ড— এইসব পর্যবেক্ষণ এবং পরিমাপ করা যায় অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর স্লিপ ট্র্যাকার দিয়ে।
  • অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এ দুটো ইউনিক ওয়াচ ফেস রয়েছে। Contour এবং Modular Duo।
  • বড় ডিসপ্লে হওয়ায় বেড়েছে স্মার্ট ওয়াচের ফন্ট সাইজও। এছাড়াও থাকছে একটি নতুন QWERTY কিবোর্ড। এর ফলে ইউজার স্মার্ট ওয়াচের স্ক্রিনে ট্যাপ অথবা সোয়াইপ করতে পারবে। এর জন্য সাহায্য করবেQuickPath। সেক্ষেত্রে একটা আঙুল দিয়েই টাইপ করতে পারবেন ইউজাররা।
  • অ্যাপেল সংস্থার দাবি তাদের ওয়াচ সিরিজ ৭- এর ক্ষেত্রে একবার চার্জ দিলে প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকে। আগের তুলনায় ৩৩ শতাংশ বেশি ফাস্টার চার্জিং সাপোর্ট রয়েছে নতুন স্মার্ট ওয়াচে।
  • অ্যাপেল ওয়াচ সিরিজ ৭ একটি IP6X সার্টিফায়েড ডিভাইস। অর্থাৎ ধুলোবালিতে এই স্মার্ট ওয়াচ রেসিসট্যান্ট। এছাড়াও রয়েছে WR50 রেটিং, যা প্রমাণ করে যে এই স্মার্ট ওয়াচ একটি ওয়াটার রেসিসট্যান্ট ডিভাইসও বটে।
  • অ্যাপেলের নতুন স্মার্ট ওয়াচ সিরিজে রয়েছে একটি ম্যাগনেটিক ফাস্ট চার্জার। টাইপ সি ইউএসবি কেবল দিয়ে চার্জ দেওয়া সম্ভব।

আরও পড়ুন- Apple Watch Series 7: নতুন ডিজাইন আর তুলনায় বড় ডিসপ্লে নিয়ে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭