এসে গেল Apple Watch Series 9 ও Watch Ultra 2, দাম শুরু হচ্ছে 41,900 টাকা থেকে

এখনই প্রি-অর্ডার করা যাবে Apple Watch Series 9। এই নব প্রজন্মের অ্যাপল স্মার্টওয়াচ 22 সেপ্টেম্বর থেকে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। সেই দিন থেকেই বিভিন্ন অ্যাপল স্টোর ও অন্যান্য অনলাইন স্টোরগুলিতে চলে আসবে Apple Watch Series 9, যার দাম শুরু হচ্ছে 41,900 টাকা থেকে।

এসে গেল Apple Watch Series 9 ও Watch Ultra 2, দাম শুরু হচ্ছে 41,900 টাকা থেকে
পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ নিয়ে হাজির Apple।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 12:44 PM

মঙ্গলবার, 12 সেপ্টেম্বর iPhone 15 সিরিজ়ের পাশাপাশি নতুন প্রজন্মের দুটি স্মার্টওয়াচও লঞ্চ করেছে Apple। সেই ঘড়ি দুটি হল Watch Series 9 এবং Watch Ultra 2। লুক ও ডিজ়াইনের দিক থেকে দুটি ঘড়িই তার পূর্ববর্তী প্রজন্মের মতো। তবে ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে এই দুই স্মার্টওয়াচেই করা হয়েছে একাধিক পরিবর্তন। এই প্রথম Apple তার স্মার্টওয়াচের জন্য ইনডেক্স ফিঙ্গার ও থাম্ব ফর ট্রু হ্যান্ডস সহযোগে ডাবল ট্যাপ জেস্চারের মতো ফিচার্স দিয়েছে। এদের দাম ও ফিচার সংক্রান্ত তথ্যগুলি একনজরে দেখে নিন।

Apple Watch Series 9: দাম ও অন্যান্য তথ্য

এখনই প্রি-অর্ডার করা যাবে Apple Watch Series 9। এই নব প্রজন্মের অ্যাপল স্মার্টওয়াচ 22 সেপ্টেম্বর থেকে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। সেই দিন থেকেই বিভিন্ন অ্যাপল স্টোর ও অন্যান্য অনলাইন স্টোরগুলিতে চলে আসবে Apple Watch Series 9, যার দাম শুরু হচ্ছে 41,900 টাকা থেকে।

Apple Watch Series 9: নতুন কী রয়েছে

আগের তুলনায় ভাল পারফরম্যান্স, গ্রাফিক্স এবং দীর্ঘ সময় পাওয়ার ধরে রাখার জন্য S9 চিপ দেওয়া হয়েছে স্মার্টওয়াচটিতে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এক চার্জে 18 ঘণ্টা ব্যাটারি লাইফ দিতে পারে এই স্মার্টওয়াচ। কোনও ইন্টারনেট কানেকশন ছাড়াই সিরি রিকোয়েস্ট অন-ডিভাইস প্রসেস করা হচ্ছে। সমগ্র হেল্থ ডেটারও অ্যাক্সেস পাবে সিরি। সফটওয়্যার হিসেবে থাকছে WatchOS 10 অপারেটিং সিস্টেম। হোমপ্যাড ইন্টিগ্রেশন, 200 নিটস ডিসপ্লে ব্রাইটনেস 1 nit ডিসপ্লে ডিম ফিচারের মতো একাধিক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে ফোনটিতে। এছাড়া দেওয়া হয়েছে U2 আলট্রাওয়াইড-ব্যান্ড চিপ।

ইনডেক্স ফিঙ্গার এখন ডাবল ট্যাপেই ব্যবহার করা যাবে। স্নুজ় অ্যালার্ম, আন্সার/ডিসকানেক্ট কলস, প্লে/পজ় মিউজ়িক এই সবকিছুই এখন থাম্বের সাহায্যে ব্যবহার করা যাবে। অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল কেস দেওয়া হয়েছে। Apple-এর তরফ থেকে বলা হচ্ছে, এটি কোম্পানির প্রথম 100% কার্বন নিউট্রাল প্রোডাক্ট।

Apple Watch Ultra 2: দাম ও অন্যান্য তথ্য

পরবর্তী প্রজন্মের অ্যাপল ওয়াচ আলট্রা অর্থাৎ Apple Watch Ultra 2-এর দাম 89,900 টাকা। এর মধ্যেই স্মার্টওয়াচটি প্রি-অর্ডার করতে পারবেন কাস্টমাররা। 22 সেপ্টেম্বর থেকে অ্যাপল স্টোর সহ ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে স্মার্টওয়াচটি কেনা যাবে।

Apple Watch Ultra 2: নতুন কী রয়েছে

আরও ভাল পারফরম্যান্স ও গ্রাফিক্সের জন্য এই স্মার্টওয়াচেও দেওয়া হয়েছে কাস্টম S9 চিপ। এই ঘড়িতেও আপনি ডাবল ট্যাপ করে ইনডেক্স ফিঙ্গার কাজে লাগাতে পারবেন। আবার থাম্বের ছোঁয়ায় জ় অ্যালার্ম, আন্সার/ডিসকানেক্ট কলস, প্লে/পজ় মিউজ়িক ইত্যাদি কাজগুলিও করতে পারবেন।

নতুন Apple Watch Ultra 2-এর ডিসপ্লে 3000 নিটস ব্রাইটনেস দিতে পারে। মডিউলার আলট্রা ওয়াচ ফেস সাপোর্ট করবে ঘড়িটি। কাস্টমাইজ়েবল অ্যাকশন বাটন রয়েছে। watchOS 10 থাকার ফলে ব্লুটুথ অ্যাক্সেসারিজ়ের সাপোর্ট পাওয়া যাবে। এক চার্জে স্মার্টওয়াচটি 36 ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে পারে। একটি রিসাইকেলড অ্যালুমিনিয়াম কেস দেওয়া হচ্ছে স্মার্টওয়াচটির সঙ্গে।