Blue Star Portable AC: বড়দের কয়েক গোল দেবে সস্তার এই পোর্টেবল AC, যেখানে খুশি বহন করতে পারবেন

Blue Star-এর ঝুলিতেই রয়েছে এমন একটি অসামান্য Portable AC, যার দামও কম এবং ইনস্টল করার কোনও ঝামেলা নেই। তার থেকেও বড় কথা হল Amazon থেকে সেই Blue Star AC আপনি EMI অফারে আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন।

Blue Star Portable AC: বড়দের কয়েক গোল দেবে সস্তার এই পোর্টেবল AC, যেখানে খুশি বহন করতে পারবেন
1 টনের দুর্দান্ত এসি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 9:25 PM

Portable AC: গরম এসে গিয়েছে। আর এখনই তো AC কেনার মোক্ষম সময়। তবে সবার তো আর এয়ার কন্ডিশনার কেনার সামর্থ্য হয় না। তাই, কেউ-কেউ আবার দুধের স্বাদ ঘোলে মেটাতে এয়ার কুলার এবং হাইস্পিড পাখার শরণাপন্ন হন। তবে এমন মানুষও আবার আছেন, যাঁরা Portable AC ক্রয় করেন। পোর্টেবল এসি কেনার সুবিধা হল, তার দাম কম, আবার যে কোনও জায়গায় এই ধরনের ছোট্ট এয়ার কন্ডিশনার সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়। যদিও অনেকে আবার ঘরের ছোট সাইজ়ের জন্য ছোট্ট AC-র সন্ধান করেন। পাশাপাশি সেই AC ইনস্টল করতে যাতে বেশি ঝক্কি না পোহাতে হয়, অর্থাৎ দেওয়ালে যেন ফুটো না করতে হয় বা জানলাতেও ফুটো না করতে হয়, অনেকে AC কেনার সময় এই বিষয়গুলিও মাথায় রাখেন। সেই তাঁদের জন্যই আমরা একটি দুর্দান্ত এয়ার কন্ডিশনারের সন্ধান করেছি।

Blue Star Portable AC

বাজারে এই মুহূর্তে একগুচ্ছ Portable AC রয়েছে, যাদের দাম খুবই কম। কিন্তু দাম কম হওয়ার ফলে অনেকে সেই সব পোর্টেবল এসি কতটা টেকসই হবে, সে বিষয়ে ধন্দে থাকেন। Blue Star বিগত কয়েক বছরে ভারতে AC তৈরি করে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। আর সেই জনপ্রিয়তা ব্র্যান্ডটির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতাও অর্জন করিয়েছে। এহেন Blue Star-এর ঝুলিতেই রয়েছে এমন একটি অসামান্য পোর্টেবল এসি, যার দামও কম এবং ইনস্টল করার কোনও ঝামেলা নেই। তার থেকেও বড় কথা হল Amazon থেকে সেই Blue Star AC আপনি EMI অফারে আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন।

Blue Star Fixed Speed Portable AC

Blue Star-এর এই পোর্টেবল এয়ার কন্ডিশনারে কপার দেওয়া হয়েছে। রয়েছে অ্যান্টি ব্যাকটিরিয়াল সিলভার কোটিং। আকর্ষণীয় বিষয়টি হল ছোট্ট এই এসিতে কম্ফোর্ট স্লিপ মোড রয়েছে, যা অটো, কুল, ফ্যান, ড্রাই একাধিক ফিচারের সুবিধা দিতে পারে। রিমোট কন্ট্রোলের সাহায্যেই আপনি এই AC নিয়ন্ত্রণ করতে পারবেন।

কত দাম এই AC-র?

তবে এই Blue Star Fixed Speed Portable AC-র দাম অনেকটাই চড়া। অ্যামাজ়ন থেকে এই এয়ার কন্ডিশনারটি ক্রয় করতে আপনার খরচ হবে 32,990 টাকা। তবে এই বিরাট দাম যদি আপনার একবারে খরচ করতে সমস্যা হয়, তাহলে পোর্টেবল এসিটি আপনি EMI অফারে কম দামে কিনতে পারবেন।

EMI অফারে Blue Star Portable AC ক্রয় করতে আপনার প্রতি মাসে খরচ হবে 1,576 টাকা। তবে ট্র্যাডিশনাল এসি-র তুলনায় এই পোর্টেবল ফিক্সড এসিটি ব্যাপক কার্যকর হতে পারে। এই AC আপনি ঘরের যে কোনও জায়গায় সেট করতে পারবেন। তার জন্য আপনাকে জানলায় বা ঘরের দেওয়ালে কোনও ফুটো করতে হবে না।

Blue Star Portable AC

ব্লুস্টারের এই এসি 1 টনের। ছোট ঘরে ব্যবহারের জন্য এই এসির কোনও বিকল্প নেই। ACটির কুলিং পাওয়ার 1350 ওয়াট। হাই এফিসিয়েন্সি কম্প্রেসর দেওয়া হয়েছে এই পোর্টেবল এসিতে। এখন বুঝতেই পারছেন, কত দ্রুত এই পোর্টেবল এয়ার কন্ডিশনার আপনার ঘর ঠান্ডা করবে। হাইড্রোফিলিক গোল্ড ফিন প্রোটেকশন দেওয়া হয়েছে এয়ার কন্ডিশনারটিতে। তার থেকেও বড় কথা হল, 5 বছরের ওয়ারান্টি মিলবে এই Portable AC-র সঙ্গে।