কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল Boult Audio AirBass GearPods। এবার লঞ্চ হয়েছে সংস্থার প্রথম অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারযুক্ত ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস Boult Audio AirBass SoulPods। এই ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটার ড্রাইভার্স, ব্লুটুথ সাপোর্ট এবং এই অডিয়ো ডিভাইস আসলে IPX7 রেটেড। অর্থাৎ এই ইয়ারবাডস একটি ওয়াটার রেসিসট্যান্ট ডিভাইস। এছাড়াও Boult Audio সংস্থার নতুন এএনসি ফিচারযুক্ত ইয়ারবাডসে টাচ সেনসিটিভ ফিচারও রয়েছে।
Boult Audio সংস্থার এই ইয়ারবাডসেই প্রথম যুক্ত হয়েছে ANC ফিচার। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে একটি অ্যাম্বিয়েন্ট মোড। এর সাহায্যে ইউজাররা কানে ইয়ারবাডস থাকাকালীনও আশপাশে কী চলছে সেদিকে খেয়াল রাখতে পারেন। তবে এক্ষেত্রে ANC ফিচার বন্ধ থাকতে হবে। Boult Audio সংস্থা দাবি করেছে যে চার্জিং কেসে থাকলে এই ইয়ারবাডসে প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।
বলা হয়েছে যে এই ইয়ারবাডস ফিচার অনুযায়ী যে দামে উপলব্ধ তার ফলে এই ইয়ারবাডসকে অ্যাফোর্ডেবল রেঞ্জে ফেলায় যায়। ভারতে এই ইয়ারবাডসের দাম ২৪৯৯ টাকা। ফ্লিপকার্টে এই দাম ধার্য করা হয়েছে। Boult Audio সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে এই ইয়ারবাডসের দাম ২৯৯৯ টাকা। কালো এবং সাদা রঙে লঞ্চ হয়েছে এই ডিভাইস। এর সঙ্গে রয়েছে এক বছরের ইন্ডাস্ট্রি ওয়ারেন্টি। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ইয়ারবাডস।
আরও পড়ুন- Boult Audio AirBass GearPods: ভারতে লঞ্চ হওয়া এই অ্যাফোর্ডেবল ইয়ারবাডসের দাম কত?