BSNL 797 Plan: ৭৯৭ টাকায় বিএসএনএলের নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান, মেয়াদ ৩৯৫ দিন, জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 18, 2022 | 9:43 AM

BSNL 797 Plan: যাঁরা অনলাইনে গেম (Online games) খেলতে পছন্দ করেন কিংবা অনলাইনে সিনেমা (Online Movie) দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য একেবারেই উপযুক্ত নয় বিএসএনএলের এই নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান (BSNL Prepaid Recharge Plan)।

BSNL 797 Plan: ৭৯৭ টাকায় বিএসএনএলের নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান, মেয়াদ ৩৯৫ দিন, জানুন বিস্তারিত
প্রতীকী ছবি

Follow Us

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) নতুন একটি প্রিপেড রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan) চালু করেছে যার খরচ ৭৯৭ টাকা। তবে টাকার অঙ্ক শুনে ভয়ের কিছু নেই। কারণ এই প্ল্যানের মেয়াদ ৩৯৫ দিন। লঞ্চ অফার হিসেবে এক বছরের থেকেও ৩০ দিন বেশি ভ্যালিডিটি যুক্ত হয়েছে বিএসএনএলের ৭৯৭ টাকার প্ল্যানে। এই ভাউচার প্ল্যান তাঁদের জন্য যেসব ইউজাররা তাঁদের পুরনো বিএসএনএল নম্বর একটি সেকেন্ডারি ডিভাইস হিসেবে অ্যাক্টিভ রাখতে চান। গত বুধবার এই নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে বিএসএনএল সংস্থা। এর সাহায্যে সাধারণত ইউজাররা তাঁদের সেকেন্ডারি ফোন নম্বর অ্যাক্টিভেট রাখেন। তবে যাঁরা অনলাইনে গেম খেলতে পছন্দ করেন কিংবা অনলাইনে সিনেমা দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য একেবারেই উপযুক্ত নয় বিএসএনএলের এই নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান।

বিএসএনএলের ৭৯৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা রয়েছে দেখে নিন

বিএসএনেলের ৭৯৭ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৯৫ টাকা। এক বছরের থেকেও ৩০ দিন বেশি, অর্থাৎ অতিরিক্ত পরিষেবা ঘোষণা করেছে বিএসএনএল সংস্থা। জুন মাসের ১২ তারিখের মধ্যে এই রিচার্জ করলে তবে এই ৩০ দিনের অতিরিক্ত মেয়াদ পাবেন গ্রাহকরা। কারণ লঞ্চ অফার ততদিন পর্যন্তই বজায় থাকবে। অন্যদিকে আবার জানা গিয়েছে, প্রথম ৬০ দিনেই ইউজাররা এই প্রিপেড রিচার্জ প্ল্যানের সমস্ত পরিষেবা উপভোগ করতে পারবেন। ৬০ দিন পেরিয়ে গেলে হয় ইউজাররা টকটাইমের বা ডেটা প্ল্যানের সুবিধা পাবেন কল করার জন্য, অথবা ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা পাবেন।

বিএসএনএলের ৭৯৭ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধা রয়েছে। তার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের সুবিধা পাবেন ৬০ দিন পর্যন্ত। ৬১তম দিন থেকে ইন্টারনেটের স্পিড কবে ৮০ কেবিপিএস হবে। এই প্ল্যানের ৬০ দিনের মেয়াদের মধ্যেই ডেটা এবং কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। তবে তারপর এত সুবিধা না থাকলেও সিম অ্যাক্টিভ থাকবে। তাই অতিরিক্ত সুবিধাগুলি না পেলেও ইউজাররা সিম ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন- Jio Prepaid Plans Under Rs 200: মধ্যবিত্তের সুবিধায় ২০০ টাকার কমে কী কী প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে জিও- র, দেখে নিন

আরও পড়ুন- Whatsapp Holi Stickers: হোয়াটসঅ্যাপে কীভাবে ডাউনলোড করবেন ‘হোলি স্পেশ্যাল’ স্টিকার? অ্যানড্রয়েড ও আইফোনের জন্য রইল কয়েকটি সহজ পদ্ধতি

আরও পড়ুন- Netflix Account Share: প্রিয়জনের সঙ্গে নেটফ্লিক্স অ্যাকাউন্ট শেয়ার করেন? আপনাকে এবার অতিরিক্ত টাকা গুনতে হবে

Next Article
Jio Prepaid Plans Under Rs 200: মধ্যবিত্তের সুবিধায় ২০০ টাকার কমে কী কী প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে জিও- র, দেখে নিন
5G In India Reality Check: ঝড়ের গতিতে ইন্টারনেট! কিন্তু ভারতে ৫জি চালু হলে কতজন ব্যবহার করবেন? নতুন রিপোর্টে সংশয়