AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BusKill USB Cable: অদ্ভুত ইউএসবি কেবেল, খুলে নিলেই ল্যাপটপের দফারফা!

Laptop Kill Cord: অভাবনীয় এক ইউএসবি কেবেল লঞ্চ হয়েছে, যা ল্যাপটপ চুরি হলে বা হ্যাক হলে চোর বা সেই সাইবার জালিয়াতকে গ্রাহকের কোনও তথ্য হাতিয়ে নিতে দেবে না।

BusKill USB Cable: অদ্ভুত ইউএসবি কেবেল, খুলে নিলেই ল্যাপটপের দফারফা!
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 7:52 AM
Share

ল্যাপটপে ইউএসবি কেবেল (USB Cable) ব্যবহার করছেন? যতক্ষণ ব্যবহার করছেন, ততক্ষণ ঠিক আছে। কিন্তু যখনই সেই ইউএসবি কেবেল খুলে নিচ্ছেন, তখনই বড়সড় বিপদ ডেকে আনছেন আপনার ল্যাপটপের। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। একটাই ইউএসবি কেবেলের ক্ষেত্রে তা প্রযোজ্য, যাতে রয়েছে কাস্টম ইউএসবি ম্যাগনেটিক ব্রেকওয়ে কেবেল। এই ইউএসবি কেবেল তৈরি করেছে বাসকিল (BusKill)। আপনার ল্যাপটপে থাকা সমস্ত তথ্য সুরক্ষিত রাখতেই এমনতর একটি অদ্ভুত ইউএসবি কেবেল নিয়ে আসা হয়েছে। সেল্ফ ডেসট্রাক্ট এই ইউএসবি কেবেল কাজ করবে লিনাক্স, উইন্ডোজ় এবং ম্যাকওএস – সর্বক্ষেত্রেই, দাম মাত্র ৫৯ মার্কিন ডলার বা ৪,৪৮৭ টাকা প্রায়।

কিন্তু নিজের ল্যাপটপই আবার নিজের থেকে সুরক্ষিত রাখা কেন? যদি চুরি হয়ে যায়, তাহলে? সিম্পল আইডিয়া: ল্যাপটপে ইউএসবি কেবেল লাগানো আছে। সেই অবস্থাতেই তা যদি চুরি হয়, তাহলে চোর তো নিশ্চয়ই ইউএসবি কেবেলটি খুলে রাখবেন। খুব স্বাভাবিক। ল্যাপটপ তিনি বগলদাবা করে নিয়েই যেতে পারেন, তা বলে ইউএসবি কেবেল নয়! আর সেখানেই জিয়নকাঠির মতো কাজ করবে সামান্য একটা ইউএসবি কেবেলই। যখনই সেই ইউএসবি কেবেল খোলা হয়ে যাবে, তখনই তা এমনই একটি সিকিওরিটি প্রোগ্রাম চালাবে যা ল্যাপটপের সমস্ত তথ্য ক্রিপ্টোগ্রাফিক করে দিতে পারে। আর তাই ল্যাপটপের সমস্ত তথ্য সেই চোর কোনও ভাবেই অ্যাকসেস করতে পারবে না।

ডিভাইস চুরি হলেও সুরক্ষিত থাকবে ডেটা

“বেশির ভাগ মানুষই নিজেদের অত্যন্ত জরুরি অথবা অত্যন্ত গোপনীয় তথ্য ল্যাপটপেই স্টোর করে রাখেন। কখন, কোন মুহূর্তে তাঁর ল্যাপটপ চুরি হতে পারে, সে কথা মাথায় না রেখেই সব তথ্য সেখানে গচ্ছিত রেখে দেন। আর চুরি হলেই প্রথম ফোনটা পুলিশের কাছে করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার, তা তো হয়েই যায়। আর সেখান থেকেই এই বাসকিল ইউএসবি কেবেল ডিজাইন করার চিন্তাভাবনা করি আমি। আমি চেয়েছিলাম এই ডিভাইস একজন সাংবাদিকও ব্যবহার করুক, যিনি সচরাচর লিনাক্স ব্যবহার করেন না এবং জানেনও না যে সিএলআই (কমান্ড লাইন ইন্টারফেস) কী ভাবে ব্যবহার করে”, বললেন মাইকেল অল্টফিল্ড, যিনি এই ইউএসবি কেবেল তৈরি করেছেন।

তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। ম্যাকওএস এবং উইন্ডোজ় ল্যাপটপ ব্যবহারকারীরা এই কেবেল ডিসকানেক্ট করার মধ্যে দিয়ে শুধু মাত্র ডিভাইসটি লক করতে পারবেন। লিনাক্সের ল্যাপটপ যিনি ব্যবহার করেন, তাঁর ক্ষেত্রে এই ইউএসবি কেবেল খুলে নিলেই সেখানকার সমস্ত তথ্য ক্রিপ্টোগ্রাফিক হয়ে যাবে। অর্থাৎ সেই ল্যাপটপে থাকা যে কোনও ডেটা, চোর বা কোনও ম্যালিশিয়াস সোর্সের কাছে কোড হিসেবে ধরা দেবে, যা ভাঙা অত্যন্ত দুষ্কর একটি কাজ হয়ে দাঁড়াবে।

আপাতত ক্রাউডসোর্সিং রুটেই হাজির হয়েছে বাসকিল ইউএসবি কেবেল। ভবিষ্যৎে এই পোর্টফোলিও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। পাশাপাশি বাসকিল প্রজেক্ট বেশ কিছু ট্রিগারও রিলিজ করার পরিকল্পনা করছে, যেখানে এমনই একটি ম্যাগনেটিক কেবেল লাগিয়ে, পরবর্তীতে তা খুলে নিলেই সঙ্গে সঙ্গে সেই ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই কেবেল ডিজাইন করা হয়েছে সাংবাদিক, সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষাকারীদের জন্য যাঁরা নিজেদের ল্যাপটপে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রেখে দেন। পাশাপাশি ক্রিপ্টো বিনিয়োগকারীদের জন্যও কাজে আসবে এই ইউএসবি কেবেল।

আরও পড়ুন: আপনার ফোনেই লুকিয়ে রয়েছে অজানা কলার, কী ভাবে খুঁজবেন?

আরও পড়ুন: নির্দিষ্ট জায়গা সেভ করে রাখতে ডক টু বটম ফিচার যোগ হল গুগল ম্যাপে

আরও পড়ুন: ফিরছে নস্টালজিয়া! স্মার্টফোনের রমরমার বাজারেও ফ্লিপ ফোন নিয়ে আসছে নোকিয়া