AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nothing-এর নিজস্ব ব্র্যান্ড CMF নিয়ে এল সস্তার চমৎকার স্মার্টওয়াচ ও ইয়ারবাড

Nothing Smartwatch And Earbud: মোট দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ঘড়িটি। তাদের মধ্যে ডার্ক গ্রে মডেলের দাম 4,499 টাকা। অন্য দিকে মেটালিক গ্রে ভ্যারিয়েন্টের দাম 4,999 টাকা। CMF by Nothing Buds Pro ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম মাত্র 3,499 টাকা। ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন সাপোর্ট করে।

Nothing-এর নিজস্ব ব্র্যান্ড CMF নিয়ে এল সস্তার চমৎকার স্মার্টওয়াচ ও ইয়ারবাড
দুর্ধর্ষ স্মার্টওয়াচ নিয়ে এল CMF By Nothing।
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 9:30 AM
Share

CMF By Nothing ভারতে তাদের প্রথম প্রোডাক্টগুলি লঞ্চ করে দিল- একটি ঘড়ি, ইয়ারবাড এবং একটি চার্জার। আশ্চর্যজনক বিষয়টি হল, প্রত্যেকটি ডিভাইসের দামই 5,000 টাকার কম। এদের মধ্যে Nothing Watch এবং ওয়্যারলেস ইয়ারফোনে চিত্তাকর্ষক একাধিক ফিচার্স রয়েছে। CMF By Nothing-এর নতুন প্রোডাক্টগুলির দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

CMF by Nothing Watch Pro: দাম, ফিচার ও স্পেসিফিকেশন

মোট দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ঘড়িটি। তাদের মধ্যে ডার্ক গ্রে মডেলের দাম 4,499 টাকা। অন্য দিকে মেটালিক গ্রে ভ্যারিয়েন্টের দাম 4,999 টাকা। স্কোয়্যার ডায়ালের এই ঘড়িতে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম। Nothing-এর এই নতুন স্মার্টওয়াচে দেওয়া হয়েছে 1.96 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 50Hz এবং পিক ব্রাইটনেস 600nits। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ঘড়িটিতে IP68 রেটিং দিয়েছে সংস্থাটি।

অলওয়েজ়-অন ফাংশনালিটি রয়েছে। Nothing-এর তরফ থেকে দাবি করা হয়েছে, 100টি ওয়াচ ফেস রয়েছে এই ঘড়িতে। অন্যান্য বেসিক ফিচারের মধ্যে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্ট্রেস মনিটর সহ আরও অনেক কিছু।

স্মার্ট নোটিফিকেশন সাপোর্ট করে CMF Watch Pro। সেই সঙ্গেই আবার ওয়েদার আপডেট ফিচার, রিমোট কন্ট্রোল-সহ আরও একাধিক সুবিধা মিলবে। কানেক্টিভিটির দিক থেকে ঘড়িটিতে রয়েছে জিপিএস, ব্লুটুথ 5.3। অত্যন্ত শক্তিশালী একটি 330mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অলওয়েজ়-অন ডিসপ্লে অফ করে রাখলে ঘড়িটি 13 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।

CMF by Nothing Buds Pro: দাম, ফিচার্স ও স্পেসিফিকেশন

CMF by Nothing Buds Pro ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম মাত্র 3,499 টাকা। ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন সাপোর্ট করে। অডিও প্রোডাক্টটি IP54-সার্টিফায়েড, যা জল, ঘাম ও ধুলোবালি প্রতিরোধক। 10mm ডায়নামিক ড্রাইভার সেটআপ রয়েছে, যাতে দুর্দান্ত সাউন্ড আউটপুটের জন্য থাকছে আলট্রা বাস টেকনোলজি।

তিনটি HD মাইক রয়েছে প্রতিটি ইয়ারবাডে, যা আরও ক্ল্যারিটি দিতে সাহায্য করবে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 45dB অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন, ক্লিয়ার কলস অ্যালগরিদম এবং অ্যান্টি উইন্ড নয়েজ় স্ট্রাকচার।