AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooling Towel: গামছার মতোই সর্বক্ষণের সঙ্গী! 1,644 টাকার এই কুলিং তোয়ালে গরমে এক ফোঁটাও ঘাম ঝরতে দেবে না

Cooling Towel For Summer: Amazon-এ এই ধরনের একাধিক টাওয়েল এসি রয়েছে। এই কুলিং তোয়ালে গরম এবং আর্দ্র অবস্থায় শরীরের তাপমাত্রা কখনই বেশি হতে দেয় না। গরমের সঙ্গে যুঝে ওঠার জন্য এমনতর শীতল গ্রীষ্মকালীন গ্যাজেটের জুড়ি মেলা ভার।

Cooling Towel: গামছার মতোই সর্বক্ষণের সঙ্গী! 1,644 টাকার এই কুলিং তোয়ালে গরমে এক ফোঁটাও ঘাম ঝরতে দেবে না
তোয়ালেই যখন আপনাকে ঠান্ডা রাখতে পারে।
| Edited By: | Updated on: May 03, 2023 | 5:12 PM
Share

Best Cooling Towel: এই গরমে আপনার চারপাশে যতই শীতল বস্তু থাকবে, গরমটা ঠিক ততটাই উপভোগ্য হয়ে উঠবে। প্যাচপ্যাচে গরমে তবেই আপনি যুঝতে পারবেন। মানুষের ঘরে AC, Cooler বা Fan থাকে গরমের সঙ্গে মোকাবিলা করার জন্য। কিন্তু বাইরে বেরোলে শান্তির স্বাদটা পাবেন কীসে? গাড়ি থাকলে না হয় তার এসিই আপনাকে ঠান্ডা রাখবে। কিন্তু গাড়ি থেকেও তো একসময় বেরোতে হবে। সকালে যদি আপনি হাঁটতে বা দৌড়তে বেরোন, তখনও তো ঘেমে নেয়ে একাকার অবস্থা হয় আপনার। এখন ধরুন এমন কোনও পোশাক যদি থাকত, যা আপনি পরতেন আর সঙ্গে সঙ্গে আপনাকে ঠান্ডা করে দিত। কেমন হত তাহলে? পরিধানযোগ্য এসি বাজারে একাধিক রয়েছে। তেমনই আবার এমন একটি শীতল তোয়ালেও রয়েছে, যা আপনাকে এই গ্রীষ্মের মরশুমে এক্কেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল রাখবে! সেটি আসলে একটি গ্যাজেট। কী তার নাম, কত তার দাম, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

কীভাবে ব্যবহার করবেন?

হাই ফ্যাব্রিক থেকে তৈরি হয় এই টাওয়েল এসি, যা জল শোষণ করে আপনাকে ঠান্ডা রাখে। তার জন্য আপনাকে যা করতে হবে, তা হল অতিরিক্ত জল একবার স্রেফ ছেঁকে নিয়ে আপনার পিঠে লাগাতে হবে। আপনি এটিকে হেডস্কার্ফ, মুখের আবরণ এবং গামছা হিসেবেও ব্যবহার করতে পারেন। Amazon-এ এই ধরনের একাধিক টাওয়েল এসি রয়েছে। এই কুলিং তোয়ালে গরম এবং আর্দ্র অবস্থায় শরীরের তাপমাত্রা কখনই বেশি হতে দেয় না। গরমের সঙ্গে যুঝে ওঠার জন্য এমনতর শীতল গ্রীষ্মকালীন গ্যাজেটের জুড়ি মেলা ভার।

গ্রীষ্মের প্রখর তাপের ফলে অনেকেরই ত্বকের সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই আপনার দরকার এমন একটি তোয়ালে যা দিয়ে আপনি মুখ মুছলে মনে হবে যেন বরফ দিয়েই মুখটা আপনি মুছছেন। সেই দিক থেকে দেখতে গেলে এই কুলিং টাওয়েল আপনাকে গরমে খুবই আরাম দেবে এবং আপনার ত্বকেরও যত্ন নেবে।

দামও খুব একটা বেশি নয়

এই কুলিং টাওয়েলের নাম Ergodyne Chill-Its 6602। এটিকে আপনি একবার ভেজালে 4 ঘণ্টা পর্যন্ত আরাম পেতে পারেন। ডিভাইসটি ব্যবহার করতে এবং সর্বোপরি তা থেকে আরাম পেতে আপনাকে কিছুই করতে হবে না। শুধু একবার জলে ভিজিয়ে নিতে হবে। Amazon-এ এই ডিভাইসের দাম মাত্র 2,045 টাকা।

কম দামে আরও একটি চমৎকার কুলিং টাওয়েল রয়েছে, যার নাম Tynor Cooling Towel। এই তোয়ালে আপনাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে তাৎক্ষণিক শীতলতা দিতে পারে। পলিয়েস্টার ফ্যাব্রিক দিয়ে তৈরি এই ডিভাইস। সে আপনি সি বিচে থাকুন আর থিম পার্কের অ্যাডভেঞ্চার উপভোগ করুন, এই কম্প্যাক্ট কুলিং টাওয়েল আপনার জন্য খুবই আরামদায়ক হতে পারে। Amazon-এ ডিভাইসটির দাম মাত্র 1,644 টাকা।