এই স্মার্টওয়াচ মোট ছয়টি রঙে দেশে লঞ্চ হয়েছে।
ডিজ়ো ওয়াচ ২ স্পোর্টস (Dizo Watch 2 Sports) স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ হয়েছে ভারতে। নতুন এই ওয়ারেবল ডিভাইসে (Wearable Device) রয়েছে ১১০টিরও বেশি স্পোর্টস মোড। ভ্যানিলা ডিজ়ো ওয়াচ ২- এর সাকসেসর বলা হচ্ছে নতুন স্মার্টওয়াচটিকে। রিয়েলমি টেকলাইফের সাব-ব্র্যান্ড ডিজ়ো সংস্থা এই নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। ডিজ়ো ওয়াচ ২ স্পোর্টস স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৬৯ ইঞ্চির টিএফটি টাচ ডিসপ্লে। সেখানে ১৫০টিরও বেশি ওয়াচ ফেসের অপশন রয়েছে। ছয়টি রঙে লঞ্চ হয়েছে ডিজ়ো সংস্থার এই স্মার্টওয়াচ। এটি একটি 5ATM রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই স্মার্টওয়াচে রয়েছে ২৬০ এমএএইচ ব্যাটারি এবং একটি স্মার্ট পাওয়ার সেভিং চিপ। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১০ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে দাবি করেছে ডিজ়ো সংস্থা।
ভারতে ডিজ়ো ওয়াচ ২ স্পোর্টসের দাম এবং উপলব্ধতা
ডিজ়ো ওয়াচ ২ স্পোর্টসের দাম দেশে ২৪৯৯ টাকা। নির্দিষ্ট সময়ের জন্য ফ্লিপকার্টে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে ১৯৯৯ টাকায়। ৮ মার্চ থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে ভারতে। ডিজ়ো কোম্পানির এই নতুন স্মার্টওয়াচ মোট ছয়টি রঙে দেশে লঞ্চ হয়েছে। এই রঙগুলি হল- ক্লাসিক ব্ল্যাক, ডার্ক গ্রিন, গোল্ডেন পিঙ্ক, ওশান ব্লু, প্যাশন রেড এবং সিলভার গ্রে। ১২ মাসের জন্য ওয়ারেন্টি রয়েছে এই স্মার্টওয়াচে।
ডিজ়ো ওয়াচ ২ স্মার্টওয়াচের স্পেসিফিকেশন এবং ফিচার
- ডিজ়ো ওয়াচ ২ স্পোর্টস স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৬৯ ইঞ্চির টিএফটি টাচ ডিসপ্লে।
- ১৫০টিরও বেশি ওয়াচ ফেসের অপশন রয়েছে এই স্মার্টওয়াচের ডিসপ্লেতে।
- ছয়টি রঙে ভারতে লঞ্চ হয়েছে ডিজ়ো সংস্থার এই স্মার্টওয়াচ।
- এটি একটি 5ATM রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলের গভীরে ৫০ মিটার পর্যন্ত এই স্মার্টওয়াচ নষ্ট হবে না।
- ভ্যানিলা ডিজ়ো ওয়াচ ২- এর তুলনায় ওজনে এই নতুন স্মার্টওয়াচ ২০ শতাংশ হাল্কা।
- এই স্মার্টওয়াচে ১১০টিরও বেশি ইন্ডোর এবং আউটডোর স্পোর্টস মোড রয়েছে।
- ডিজ়ো অ্যাপের মাধ্যমে ইউজারের স্পোর্টস অ্যাক্টিভিটির উপর নজর রাখা সম্ভব।
- বেশ কিছু হেলথ মনিটরিং ফিচার যেমন- হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (SpO2) মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, মেন্সট্রুয়াল পিরিয়ড ট্র্যাকিং, স্টেপ কাউন্টার, ক্যালোরি ট্র্যাকার, জল খাওয়ার রিমাইন্ডার… এইসব রয়েছে ডিজ়ো ওয়াচ ২ স্পোর্টস স্মার্টওয়াচে।
- এই স্মার্টওয়াচে রয়েছে ২৬০ এমএএইচ ব্যাটারি এবং একটি স্মার্ট পাওয়ার সেভিং চিপ। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১০ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে দাবি করেছে ডিজ়ো সংস্থা।
- এই স্মার্টওয়াচে পুরো চার্জ দিতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। স্ট্যান্ডবাই টাইম থাকে প্রায় ২০ দিন।
- অ্যানড্রয়েড ৫.০ বা তার থেকে বেশি এবং আইওএস ১০.০ বা তার বেশি ভার্সানে এই স্মার্টওয়াচ দারুণ ভাবে কাজ করে।
- ব্লুটুথ ভি৫ সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ১০ মিটার রেঞ্জ পর্যন্ত কাজ করে এই ফিচার।
- এই স্মার্টওয়াচে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল, রিমোট ক্যামেরা শাটার, স্মার্ট নোটিফিকেশন, কল রিজেকশন ফিচার, অ্যালার্ম এবং ফাইন্ড মাই ফোন ফিচার রয়েছে।
আরও পড়ুন- Jio 1GB Daily Data Plans: আজও রিলায়েন্স জিও-র ১জিবি ডেলি ডেটা প্যাকের খরচ ১৪৯ টাকা, সমপরিমাণ ডেটা অফারের আর কী কী প্ল্যান?