FAN Electricity Consumption: 5-এর বদলে 3 বা 4-এ ফ্যান চালালে ইলেকট্রিক বিল কম আসে? সত্যিটা জানলে গরমে স্বস্তি পাবেন
Fan Speed And Electricity Consumption: অনেকেরই ধারণা, রেগুলেটরে 5-এর পরিবর্তে 3 বা 4-এ ফ্যান চালালে ইলেকট্রিসিটি বিল কম আসে। সত্যিই কি তাই? এই প্রচলিত ধারণার সত্যতা কতটা, জেনে নিন। সত্যিই কি 5-এর বদলে 3 বা 4-এ ফ্যান চালালে বিদ্যুত সাশ্রয় হয়?

FAN Speed And Regulator: মার্চের প্রথম সপ্তাহেই গরমে টেকা যাচ্ছে না। মে, জুন মাস এলে কী হবে, ভেবে দেখুন একবার। এমন পরিস্থিতিতে অনেক বাড়িতেই AC চলছে। কিছু বাড়িতে হাই-স্পিডে পাখা চলছে। তবে AC হোক বা সিলিং ফ্যান (Ceiling Fan), বা টেবিল ফ্যান, গরমকালে বিদ্যুৎ বিলে ছেঁকা খাওয়ার ভয়টা অনেকের মধ্যেই কাজ করে। তাই, বিদ্যুৎ সাশ্রয় করতে অনেকেই ধীর গতিতে ফ্যান চালান। অনেকেরই ধারণা, রেগুলেটরে (Regulator) 5-এর পরিবর্তে 3 বা 4-এ ফ্যান চালালে ইলেকট্রিসিটি বিল কম আসে। সত্যিই কি তাই? আজ আমরা জেনে নেব, এই প্রচলিত ধারণার সত্যতা কতটা? সত্যিই কি 5-এর বদলে 3 বা 4-এ ফ্যান চালালে বিদ্যুত সাশ্রয় হয়?
ফ্যানের গতির সঙ্গে বিদ্যুৎ বিলের সম্পর্ক
একটা ফ্যান যে পরিমাণ বিদ্যুৎ খরচ করে, তা তার গতির সঙ্গে সম্পর্কিত ঠিকই, তবে তা নির্ভর করে রেগুলেটরের উপরে। একটা ফ্যানের রেগুলেটরের উপরে নির্ভর করে সেই পাখা কতটা গতিতে ঘুরবে এবং তার দ্বারাই নির্ধারিত হয়, কতটা বিদ্যুৎ বাঁচানো যেতে পারে। কিন্তু কিছু এমনও রেগুলেটর রয়েছে, যেগুলি কেবলই ফ্যানের স্পিড বাড়ায়, তার সঙ্গে বিদ্যুৎ খরচের কোনও সম্পর্ক নেই।
ফ্যান চালিয়ে কতটা ইলেকট্রিক বিল আসবে, ঠিক করবে রেগুলেটর
তাহলে কী বুঝলেন? ফ্যান যে বিদ্যুৎ খরচ করে, তা তার গতির সঙ্গে সম্পর্কযুক্ত হলেও মূলত রেগুলেটরের উপরে নির্ভর করে। একটা ফ্যান কতটা বিদ্যুৎ খরচ করবে অর্থাৎ আপনার ইলেকট্রিসিটি বিল কতটা আসবে, তা নির্ভর করবে আপনি কীরকম রেগুলেটর ব্যবহার করছেন তার উপরে। এমন অনেক ফ্যান রেগুলেটর রয়েছে, যেগুলো ভোল্টেজ কমিয়ে ফ্যানের স্পিড কন্ট্রোল করে। যদিও কিছু কিছু রেগুলেটর আবার এমন হয়, যার সঙ্গে বিদ্যুৎ খরচের কোনও সম্পর্ক নেই। তাই, একটা বিষয়ে স্পষ্ট হয়ে যেতে পারেন যে, ফ্যানের গতি যা-ই হোক না কেন, তা বিদ্যুৎ খরচের উপরে কোনও প্রভাব ফেলে না।
এখন আপনার বাড়িতে যদি নতুন ফ্যান কেনেন, এদিকে তার রেগুলেটরটি পুরনো, তাহলে সেক্ষেত্রে গতি বাড়া কমা হলে বিদ্যুৎ খরচের উপর প্রভাব পড়ে। তাই, নতুন ফ্যান কিনলে তার পুরনো রেগুলেটরও বদলে ফেলুন। তবে এখন প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে, বাজারে এমন অনেক রেগুলেটর চলে এসেছে যেগুলি আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। তার মধ্যে এখন সবথেকে ভাল হল, ইলেকট্রনিক রেগুলেটর (Electronic Regulators), যা আপনার ইলেকট্রিসিটি বিল অনেকটাই কমাতে পারে।
ইলেকট্রনিক রেগুলেটর যেভাবে আপনার বিদ্যুৎ খরচ বাঁচাতে পারে
আজকাল ইলেকট্রনিক রেগুলেটর ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। তার কারণ, এই ধরনের রেগুলেটরগুলি গরমে আপনার বিদ্যুৎ খরচ অনেকটাই বাঁচাতে পারে। একটা ইলেকট্রনিক রেগুলেটরের সাহায্যে ফ্যানের টপ স্পিড এবং সবথেকে কম স্পিডের মধ্যে বৈদ্যুতিক শক্তির পার্থক্য দেখা হয়।
