জিনিসপত্রের দাম এখন ব্যাপক হারে বেড়ে গিয়েছে। যাঁদের হাতে কাজ নেই, তাঁদের তো কঠিন সমস্যা। সেই সঙ্গেই আবার যাঁরা কাজ করেন, তাঁদেরও প্রয়োজন হয়ে যাচ্ছে সাইড ইনকামের। আর এমনই একটা পরিস্থিতিতে মানুষ খোঁজ করেন অনলাইনে (Online) কাজের মাধ্যমে কীভাবে অর্থ উপার্জন করা যায়। অনলাইনে অর্থ উপার্জনের (Earn Money) হাজার একটা পথ রয়েছে। কিন্তু তার মধ্যে বেশির ভাগ পথই কন্টকাবৃত। কোথাও আপনাকে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করিয়ে নেওয়া হবে। তার বদলে একটা টাকাও দেওয়া হবে না। কোথাও আবার কাজও কম, আর টাকা তো প্রায় নেই বললেই চলে। অনলাইনে কাজ করতে গেলে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। খোঁজ রাখতে হবে অনলাইনের বিভিন্ন কাজের পদ্ধতি সম্পর্কে, যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে। তার থেকেও বড় কথা হল, ইন্টারনেটের প্রতিটি ক্ষেত্রে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে সাইবার জালিয়াতরা। তাই অনলাইনে যাই করুন না কেন, অতি সতর্কতা জরুরি। তবে আজ আমরা জ্ঞানের পাঠ দিতে আসিনি। বরং, আপনাদের এমন কয়েকটা অ্যাপের (Mobile Apps) সন্ধান দিতে চলেছি, যেখানে মাসের শেষে ভাল রোজগার হতে পারে। পাশাপাশি প্রতারণার দিক থেকেও আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এমনই তিনটি রোজগেরে অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
ফ্রিক্যাশ
অনলাইনে যাঁরা টাকা রোজগার করতে চান, তাঁদের জন্য সেরা অ্যাপ হল ফ্রিক্যাশ। এখানে আপনাকে বিভিন্ন টাস্ক দেওয়া হয়। আর তার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। আপনি যথাসময়ে আপনার টাস্ক শেষ করতে পারলেই উপার্জন করতে পারবেন মোটা অঙ্কের অর্থ। তা কী কাজ দেওয়া হয় এখানে? ফ্রিক্যাশে আপনাকে নানাবিধ কাজ দেওয়া হতে পারে। কখনও কোনও সমীক্ষার কাজ, কখনও আবার অন্যকে দিয়ে সাইন আপ করানোর কাজ। ২০২০ সাল থেকে এই অ্যাপটির পথচলা শুরু হয়। আজ ইস্তক কোনও অভিযোগ নেই। ব্যবহারকারীরা এখনও পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৫৪ কোটি টাকার কাছাকাছি রোজগার করেছেন।
প্যানেল স্টেশন
এটি একটি সার্ভে অ্যাপ। আপনাকে বিভিন্ন সার্ভে বা সমীক্ষার একাধিক ফর্ম দেওয়া হবে। আর সেই ফর্মগুলি আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে। মূলত, একটা সমীক্ষার ফর্ম ফিল-আপ করার জন্য ৩০ সেকেন্ড থেকে ১০ মিনিট সময় দেওয়া হয়। পাশাপাশি আবার এমন কিছু সমীক্ষাও থাকে, যেগুলির জন্য একটু বেশি সময় লাগে। তবে সমীক্ষার ফর্মটি পূরণ করার পর আপনাকে যখন টাকা দেওয়া হবে, তখন সেখান থেকে কিছু টাকা আবার কমিশন হিসেবেও কেটে নেবে প্যানেল স্টেশন। এখানে আপনি এক দিনে ২,০০০ টাকা রোজগার করতে পারেন। আর এই ভাবে মাসের শেষে প্যানেল স্টেশনের সমস্ত সমীক্ষার কাজ করতে পারলে ৬০,০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন আপনি।
টাস্কবাক্স
অনলাইনে অর্থ উপার্জনের আর একটি অ্যাপ হল এই টাস্কবাক্স। এখানে আপনি নানাবিধ কাজ করতে পারবেন। আর সেই সব কাজের বর্ণনা আপনাকে অ্যাপের ডিসপ্লেতেই দেখানো হবে। স্ক্রিনে দেখানো সেই টাস্ক সম্পূর্ণ করার জন্য আপনাকে অর্থও প্রদান করা হবে। কী কী টাস্ক থাকতে পারে? একাধিক কাজ আপনাকে দেওয়া হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, অন্য অ্যাপ ইনস্টল করা এবং সেটি আপনার পরিচিত লোকজনের সঙ্গে শেয়ার করা। আবার এমন কাজও থাকতে পারে, যেখানে আপনাকে শুধু ভিডিয়োই দেখে যেতে হল, আর সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নোট নিতে বলা হল। এই অ্যাপ যদি আপনি একজনের কাছে শেয়ার করেন, তাহলে পেয়ে যাবেন ২৫ টাকা। তার উপরে আবার রেফারেল টাস্ক থেকে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা আরামসে রোজগার হতে পারে আপনার।