Fire-Boltt Hurricane: 8,999 টাকার Fire Boltt স্মার্টওয়াচ পান মাত্র 1,799 টাকায়, অফার কেবল এই ওয়েবসাইটে
Fire-Boltt Hurricane Price: ফ্লিপকার্টে Fire-Boltt Hurricane-এর উপর বিপুল ছাড় দেওয়া হচ্ছে। ঘড়িটিতে একটি বড় 1.3-ইঞ্চি গোল ডিসপ্লে রয়েছে। যা দেখতে অন্য সব স্মার্টওয়াচের থেকে বেশ আলাদা।
ফায়ার-বোল্ট (Fire-Boltt) কোম্পানিটি স্মার্টওয়াচের জগতে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ভারতীয় বাজারে বর্তমানে এর বিক্রি তুঙ্গে। বাজারে এই কোম্পানিটির অনেক সস্তার স্মার্টওয়াচ রয়েছে। কিন্তু বেশিরভাগ স্মার্টওয়াচের দামই বেশি। যদিও তাতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। তবু এমন অনেকেই আছেন, যারা নিজের সাধারণ ঘড়িটিকে পাল্টে একটি নতুন স্মার্টওয়াচ কিনতে চান। কিন্তু অনেকই এই খরচার ভয়ে কিনতে পারছেন না। তাদের জন্য একটি সুখবর রয়েছে। ফায়ার-বোল্টের একটি বেশি দামের স্মার্টওয়াচ আপনি অনেক কম দামে কিনতে পারবেন। ফ্লিপকার্টে Fire-Boltt Hurricane-এর উপর বিপুল ছাড় দেওয়া হচ্ছে। ঘড়িটিতে একটি বড় 1.3-ইঞ্চি গোল ডিসপ্লে রয়েছে। যা দেখতে অন্য সব স্মার্টওয়াচের থেকে বেশ আলাদা। এছাড়াও এতে রয়েছে 360টি হেলথ ফিচার এবং 100+ স্পোর্টস মোড। বাজারে অনেক কোম্পানির স্মার্টওয়াচেরই অনেক দাম। কিন্তু সেইগুলির দাম তুলনামুলকভাবে অনেক বেশি। আপনি মাত্র 1,799 টাকা খরচ করেই 8,999 টাকার একটি স্মার্টওয়াচ কিনে ফেলতে পারবেন।
Fire-Boltt Hurricane-এর দাম এবং অফার:
Fire-Boltt Hurricane-এর দাম হল 8,999 টাকা। কিন্তু ফ্লিপকার্টে, ঘড়িটি প্রায় 80 শতাংশ ছাড়ের পরে মাত্র 1,799 টাকা কিনতে পারবেন। এছাড়া ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। ব্যাঙ্ক অফারে ঘড়িটি কিনলে 10 শতাংশ ছাড় পেয়ে যাবেন। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচটি কিনতে পারবেন। তাই আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন, তাহলে কিনেই ফেলুন এই দুর্দান্ত স্মার্টওয়াচটি।
Fire-Boltt Hurricane-এর ফিচার ও স্পেসিফিকেশন:
ফায়ার-বোল্ট ওয়াচে রয়েছে 1.3 ইঞ্চি রঙের এইচডি ফুল টাচ স্ক্রিন। এর রেজোলিউশন 240×240 পিক্সেল। ফোনটি 2.5D কার্ভড গ্লাস সহ HD কালার ডিসপ্লে সহ আসে। অন্যান্য ফিচার সম্পর্কে বলতে গেলে, আপনাকে SpO2 মনিটরিং, 100 টিরও বেশি স্পোর্টস মোড সহ হার্ট রেট ট্র্যাকিং এবং এই স্মার্টওয়াচে IP67 রেটিং দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এটি একবার চার্জে 7 দিনের ব্যাটারি ব্যাকআপ পায়। যদিও এর স্ট্যান্ডবাই সময় 15 দিন। আপনি এই স্মার্টওয়াচে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলির বিভিন্ন নোটিফিকেশন পাবেন। এছাড়াও এই স্মার্টওয়াচে 7 দিনের রিটার্ন পলিসি আছে।