Flipkart Grand Gadget Days Sale: ফ্লিপকার্টের বিশেষ সেল, হরেক কিসিমের গ্যাজেটসে ৮০% পর্যন্ত ছাড়
ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে ডিজিটাল ক্যামেরা, স্মার্টওয়াচ, ট্রুলি ওয়্য়ারলেস স্টিরিও ইয়ারবাডস, ল্যাপটপ, মনিটর, প্রোজেক্টর, গেমিং হেডসেট, কম্পিউটারের একাধিক সামগ্রী যেমন, মাউস ও কিবোর্ড, হেডফোন, স্পিকার্স এবং স্টোরেজ ডিভাইস। এই সব কিছুই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়ে।
ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ় সেল ২০২২ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্ট গ্র্যান্ড গ্যাজেট ডেজ় সেল (Flipkart Grand Gadget Days Sale)। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল। এই সেলে ইলেকট্রনিক্স ও অ্যাক্সেসারিজ়ে (Electronics And Accessories) ৮০ শতাংশ ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা। ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে ডিজিটাল ক্যামেরা, স্মার্টওয়াচ, ট্রুলি ওয়্য়ারলেস স্টিরিও ইয়ারবাডস, ল্যাপটপ, মনিটর, প্রোজেক্টর, গেমিং হেডসেট, কম্পিউটারের একাধিক সামগ্রী যেমন, মাউস ও কিবোর্ড, হেডফোন, স্পিকার্স এবং স্টোরেজ ডিভাইস। এই সব কিছুই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়ে। ফ্লিপকার্টের অফারের পরেও এই সেলে মিলবে বিভিন্ন ব্যাঙ্কের অফার, ক্যাশব্যাক এবং নো কস্ট ইএমআই-এর মতো অপশন। ফ্লিপকার্টের এই সেলে (Flipkart Sale) কোন কোন ডিভাইসে কত টাকা ছাড় থাকছে, কত কম দামে আপনি ক্রয় করতে পারবেন, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
টিডব্লুএস ইয়ারবাডসে ছাড়
১) ৭৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিডব্লুএস ইয়ারবাডসের দাম।
২) ফায়ার-বোল্ট টক স্মার্টওয়াচের দাম মার্কেটে ৪,৯৯৯ টাকা। কিন্তু এই সেলে মাত্র ২,৯৯৯ টাকায় পেয়ে যাবেন।
৩) নাথিং ইয়ার ১ টিডব্লুএস ইয়ারফোন পেয়ে যাবেন ৫,৪৯৯ টাকায়।
৪) গেমাররা ওনিকুমা গেমিং হেডসেট পেয়ে যাবেন মাত্র ৮৯৯ টাকায়।
৫) অ্যাপল এয়ারপডস এই সেলে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
ট্যাবলেট ও আইপ্যাডে ছাড়
১) একাধিক প্রিমিয়াম ইলেকট্রনিক্স প্রডাক্টেও এই সেলে ছাড় পাওয়া যাবে।
২) অ্যাপল আইপ্যাড (নবম প্রজন্ম) ৬৪জিবি ভ্যারিয়েন্ট ক্রয় করতে খরচ হবে ৩০,৯৯০ টাকা।
৩) স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ ওয়াই-ফাই ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন মাত্র ১৫,৯৯৯ টাকায়, যেখানে এই ডিভাইসের দাম মার্কেটে ১৭,৯৯৯ টাকা।
অন্যান্য ডিভাইসে ছাড়
১) ক্যামেরার দাম শুরু হচ্ছে মাত্র ৩,৯৯৯ টাকা থেকে।
২) ডেল-এর ল্যাপটপে পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়।
৩) এইচপি মাউস ও কিবোর্ড কম্বো-র দাম শুরু হচ্ছে মাত্র ১৯৯ টাকা থেকে।
এদিকে আবার রিলায়েন্স ডিজিটাল ইন্ডিয়া সেলও শুরু হয়েছে, য়া চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এই সেলেও স্মার্টফোন, টিভি, হোল অ্যাপ্লায়েন্সেস এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রডাক্টে থাকছে দুর্দান্ত কিছু ছাড়। বেশ কিছু আইটেমের জন্য রয়েছে ব্যাঙ্ক অফার এবং ইনস্টা ডেলিভারি অপশন।
আরও পড়ুন: আইফোন ১৩ সিরিজের ফোনে স্ক্রিন সমস্যা, কয়েক সেকেন্ডের জন্য গোলাপি হয়ে যাচ্ছে, অভিযোগ ইউজারদের
আরও পড়ুন: শীঘ্রই Android থেকে iOS-এ হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করতে পারবেন
আরও পড়ুন: আইফোন ১৫ প্রো লঞ্চ হতে পারে 5X পেরিস্কোপ ক্যামেরা সহযোগে