Flipkart Mobiles Bonanza: বিভিন্ন স্মার্টফোনে রয়েছে দুরন্ত অফার, নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 21, 2021 | 7:50 AM

ফ্লিপকার্টের মোবাইল বোনাঞ্জা সেলে কোন ফোনে কত ছাড় রয়েছে দেখে নিন।

Flipkart Mobiles Bonanza: বিভিন্ন স্মার্টফোনে রয়েছে দুরন্ত অফার, নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা
ফ্লিপকার্ট সেল।

Follow Us

শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্টের মোবাইল বোনাঞ্জা সেল। একগুচ্ছ স্মার্টফোনের উপর রয়েছে আকর্ষণীয় অফার। এই তালিকায় রয়েছে আইফোনও। গত ১৯ অগস্ট শুরু হয়েছে ফ্লিপকার্টের এই সেল। চলবে আগামী ২৩ অগস্ট পর্যন্ত। জানা গিয়েছে, আইফোন ১২ মিনি, পোকো এম৩, মোটো জি৬০ এবং ইনফিনিক্স হট ১০এস- এই চারটি স্মার্টফোনে রয়েছে দুর্দান্ত অফার। এছাড়াও রিয়েলমি সি২০ এবং ওপ্পো এফ১৯ ফোনেও রয়েছে ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে ফ্লিপকার্ট এবং নির্দিষ্ট কিছু ফোন কেনার ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। এছাড়াও নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারেও ফোন কেনার সুযোগ পাবেন ক্রেতারা।

ফ্লিপকার্টের মোবাইল বোনাঞ্জা সেলে কোন আইফোনের মডেলে কী ছাড় রয়েছে দেখে নেওয়া যাক-

  • আইফোন ১২ মিনি- এই ফোনের আসল দাম ৬৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে এই সেলে পাওয়া যাচ্ছে ৫৯,৯৯৯ টাকায়।
  • আইফোন এসই (২০২০)- এই ফোনের আসল দাম ৩৯,৯০০ টাকা। তবে ফ্লিপকার্টের মোবাইল বোনাঞ্জা অফারে আইফোনের এই মডেল পাওয়া যাচ্ছে ৩৪,৯৯৯ টাকায়।
  • আইফোন ১১- এই মডেলের অফিশিয়াল দাম ৫৪,৯০০ টাকা। বর্তমানে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৪৮,৯৯৯ টাকায়।
  • আইফোন এক্সআর- ফ্লিপকার্টের সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ৪১,৯৯৯ টাকায়। তবে এর আসল দাম ৪৭,৯০০ টাকা।
  • আইফোন ১১ প্রো- এই মডেলের আসল দাম ৮৯,৮৯৯ টাকা হলেও ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে পাওয়া যাচ্ছে ৭৪,৯৯৯ টাকা।

ফ্লিপকার্টের মোবাইল বোনাঞ্জা সেলে অন্যান্য স্মার্টফোনের উপর অফার-

  • মোট জি৬০- এই স্মার্টফোনের আসল দাম ১৭,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টের সেলে পাওয়া যাচ্ছে ১৬,৯৯৯ টাকায়।
  • ইনফিনিক্স হট ১০এস- এই ফোন পাওয়া যাচ্ছে ৯৪৯৯ টাকা। এর আসল দাম ৯৯৯৯ টাকা।
  • পোকো এম৩- এই ফোনের আসল দাম ১০,৯৯৯ টাকা। তবে বর্তমানে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১০,৪৯৯ টাকায়।
  • ইনফিনিক্স স্মার্ট ৫- এই ফোন পাওয়া যাচ্ছে ৬৯৯৯ টাকায়। এর আসল দাম ৭১৯৯ টাকা।
  • আসুস আরওজি ফোন- আসল দাম ৪৬,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এখন পাওয়া যাচ্ছে ৩৯,৯৯৯ টাকায়।
  • স্যামসাং গ্যালাক্সি এফ৪১- এই ফোনের আসল দাম ১৫,৪৯৯ টাকা। ফ্লিপকার্টের মোবাইল বোনাঞ্জা সেলে পাওয়া যাচ্ছে ১৪,৪৯৯ টাকায়।

ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেল অফার-

এক্ষেত্রে আইফোন ১২ (৬৭,৯৯৯ টাকা), রিয়েলমি সি২০ (৭৪৯৯ টাকা) এবং ওপ্পো এফ১৯ ফোনের উপর প্রিপেড ডিসকাউন্ট অফার রয়েছে। প্রিপেড পেমেন্ট করে এই ডিসকাউন্ট পেতে পারেন ক্রেতারা। এর পাশাপাশি ভিভোর বিভিন্ন স্মার্টফোন যেমন- ভিভো এক্স৬০, ভিভো এক্স৬০ প্রো, ভিভো এক্স৬০ প্রো প্লাস, ভিভো ভি২১ ৫জি, ভিভো ওয়াই৭২ ৫জি এবং ভিভো ওয়াই২০জি ফোনের উপর রয়েছে একাচেঞ্জ অফার, এক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশনও রেখেছেন ফ্লিপকার্ট।

আরও পড়ুন- ১১,২৫০ ফুট উপর থেকে পড়ে গিয়েও অক্ষত আইফোন! কৃতিত্বের প্রশংসায় অ্যাপেল

Next Article