AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১১,২৫০ ফুট উপর থেকে পড়ে গিয়েও অক্ষত আইফোন! কৃতিত্বের প্রশংসায় অ্যাপেল

ভেবেছিলেন, ফোনের সব ডেটা মুছে ফেলে দেবেন ও বুঝতে পেরেছিলেন, জীবন্ত ও সম্পূর্ণভাবে আইফোনটি আর কোনওদিনই পাওয়া যাবে না। তবুও তিনি হাল ছাড়তে নারাজ।

১১,২৫০ ফুট উপর থেকে পড়ে গিয়েও অক্ষত আইফোন! কৃতিত্বের প্রশংসায় অ্যাপেল
কৃতিত্বের প্রশংসায় অ্যাপেল
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 6:39 PM
Share

সোশ্যাল মিডিয়া আইফোনের স্থায়ীত্ব পরোখ করার জন্য নানারকম ফন্দি আঁটেন ব্লগাররা। কিন্তু এবার যেটি হয়েছে, তাতে সকলেই অবাক হতে বাধ্য। একজন পাইলট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন যে, তাঁর আইফোন এক্স প্রায় ১১ হাজার উপর থেকে পড়ে গিয়েও দিব্য চলছে! পুরোপুরি সুস্থ হয়ে কাজ করছে প্রথম দিনের মতোই।

ঘটনাটি ডেভিড নামে এক পাইলট ডায়মণ্ড এভিয়েটর ফোরামে শেয়ার করেছেন। একটি পোস্টে ডেভিড লিখেছেন, তিনি যখন কলোরাডো স্প্রিংস থেকে আটলান্টায় তার ডায়ম্ন্ড ডিএ৪০ বিমানটি চরেছিলেন, সেই সময় তাঁর ডানদিকে প্রাকৃতিকভাবে মেঘ গঠন হচ্ছিল। সেই অভূতপূর্ব দৃশ্যকে ক্য়ামেরাবন্দি করতে চেয়েছিলেন তিনি। মেঘের ছবি ফোনের ক্যামেরায় তোলার জন্য আইফোন এক্স স্মার্টফোনটি বের করেছিলেন। বিমান চলাকালীন পাশের জানলাগুলি খোলা যেতে পারে ও প্লেনের বড় প্লেক্সিগ্লাস ক্যানোপির ছাড়াই ছবি তোলার অনুমতি পাওয়া যায়।

ডানলা খুলতেই শক্তিশালী এয়ারস্টিম তৈরি হয়. ও জানলার খুব কাছে বস্তু রাখর অর্থ হল স্লিপস্ট্রিমগুলির শত শত ছবি তুলতে পেরেছিলেন। তবে ডেভিডের মতে, একটি ছোট পকেটে ধাক্কা খেতেই কয়েক মিলিসেকেন্ডে আইফোনটি জানলা গিয়ে বেরিয়ে গিয়েছিল।

পরের দিন সকালে ডেভিড তাঁর জীবনের সবচেয়ে অনন্য ও অভূত্পূর্ব ঘটনাটি ঘটে। ভেবেছিলেন, ফোনের সব ডেটা মুছে ফেলে দেবেন ও বুঝতে পেরেছিলেন, জীবন্ত ও সম্পূর্ণভাবে আইফোনটি আর কোনওদিনই পাওয়া যাবে না। তবুও তিনি হাল ছাড়তে নারাজ। স্মার্টফোন খুণঁজতে ফের আরকানসাসে ফিরে যাওয়ার সিদ্ধন্ত নেয়।

সয়াবিনের একটি ক্ষেতের মধ্যে খুঁজে পাওয়া যায়. ফোনটি। যে অবস্থায় ফোনটি পড়ে গিয়েছিল, ঠিক সেই অবস্থাতেই ডেভিড ফোনটি হাতে পান। পুরোপুরি অক্ষত অবস্থায়। তাঁর কথায়, অনেক উঁচু থেকে পড়েও ফোনটির গায়ে এককণা আঁচড় লাগেনি। শুধু ফোবনের ওটারবক্স কেসের পিছনের শুধু ধুলো জমে ছিল। ফোনের সামনের পর্দা ছিল একেবারে নিখুঁত ও অক্ষত।

২০১৮ সালে ওই আইফোন এক্সটি কিনেছিলেন ডেভিড। ১১,২৫৯ ফুট উঁচু থেকে আইফোনের পতন ও তাতে একটুও স্ক্র্যাচ না থাকার বিষয়টি স্বাভাবিকভাবেই অ্যাপল সংস্থার প্রশংসার দাবি রাখে। তিনি এও উল্লেখ করেন, চার্জ দেওয়ার পর ফোনটি ফের কাজ করতে শুরু করে ও ব্যাটারিকর কোনও ক্ষতি হয়নি!

আরও পড়ুন: WhatsApp Latest Feature: এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ৯০ দিনের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার

বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার