Bardhaman: চুপি-চুপি ঢুকেছিল গোয়াল ঘরে, গরু চুরি করতে যেতেই…
Bardhaman: স্থানীয়রা জানান, গত বেশ কয়েক দিন ধরেই মেমারির মেরুয়া গ্রাম সহ আশপাশের এলাকায় গরু চুরি হচ্ছিল। সেই কারণে গরু চুরি আটকাতে পালা করে পরিবারের সদস্যরা নিজেরাই গোয়ালে ঘুমোতে শুরু করেন।
বর্ধমান: গরুচোর সন্দেহে প্রৌঢ়কে বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু প্রৌঢ়ের। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পূর্ব বর্ধমানের মেমারির মেরুয়া গ্রামের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার বিশাল পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বেশ কয়েক দিন ধরেই মেমারির মেরুয়া গ্রাম সহ আশপাশের এলাকায় গরু চুরি হচ্ছিল। সেই কারণে গরু চুরি আটকাতে পালা করে পরিবারের সদস্যরা নিজেরাই গোয়ালে ঘুমোতে শুরু করেন। রবিবার গভীররাতে একজনকে গোয়ালের আশে পাশে ঘুরতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁকে আটকে মারধর শুরু করেন গ্রামবাসীরা। পরে প্রৌঢ়কে উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা তন্ময় কর বলেন, “কয়েকদিন যাবত আমাদের গ্রামে গরু চুরি হচ্ছে। গরিব মানুষের গরু নিয়ে পালাচ্ছে। মাঠের ধারে অনেকে চুরির জন্য এসেছিল। তাদের মধ্যে বয়স্ক একজন ছিল। একটা গোয়ালে সে ঢুকতে যাচ্ছিল। তখন ওঁকে ধরে ফেলে। এরপরই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। মারধর করে। কয়েকদিন আগে গাই-বাছুর সমেত গ্রিল ভেঙে নিয়ে গিয়েছে।”