Bangladeshi arrested: ৩ বছর ধরে কালনায় বাস, ঘুণাক্ষরেও কেউ টের পাননি, পুলিশের এক ‘চালেই’ ধরা পড়ল সব

Bangladeshi arrested: পুলিশের বক্তব্য, এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িয়ে আছে কি না, তার তদন্ত তারা শুরু করেছে। সাইবার ক্যাফের মালিক এই চক্র চালাত নাকি সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Bangladeshi arrested: ৩ বছর ধরে কালনায় বাস, ঘুণাক্ষরেও কেউ টের পাননি, পুলিশের এক 'চালেই' ধরা পড়ল সব
বাংলাদেশি যুবক ও কালনার একটি সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়েছে
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2025 | 5:41 PM

কালনা: জাল জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট করাতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। গ্রেফতার করা হয়েছে এক সাইবার ক্যাফের মালিককেও। ঘটনাটি ঘটেছে কালনা থানায় এলাকায়। ধৃত বাংলাদেশি যুবকের নাম পবিত্র মণ্ডল।

জানা গিয়েছে, বছর তিনেক আগে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে ভারতে আসে পবিত্র। কালনার কৃষ্ণদেবপুরে বসবাস করছিল। ফের বাংলাদেশ যাওয়ার জন্য পাসপোর্টের জন্য আবেদন করেছিল। সেই নথি ভেরিফিকেশনের জন্য পৌঁছয় কালনা থানায়। বাংলাদেশি যুবক পবিত্র মণ্ডলের দেওয়া কালনা পুরসভার শংসাপত্র দেখে সন্দেহ হয় পুলিশের। কালনা পুরসভার সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে জানিয়ে দেওয়া হয়, সেটা জাল শংসাপত্র। এরপরে পবিত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানতে পারে, কালনার একটি সাইবার ক্যাফের মালিক আজারুল ইসলাম তাকে জাল শংসাপত্র করে দিয়েছে। এরপরেই দুজনকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ।

কালনা পুরসভার শংসাপত্রে লেখা রয়েছে, কালনা মহকুমা হাসপাতালে পবিত্র মণ্ডলের জন্ম ২০০৩ সালে। তার শংসাপত্রে তৎকালীন পুরপ্রধান তথা বিধায়ক দেবপ্রসাদ বাগের স্বাক্ষর রয়েছে। দেবপ্রসাদ বাগ জানান, তাঁর সই জাল করা হয়েছে। পুরসভার বক্তব্য, এটি জাল শংসাপত্র। বাইরে থেকে জাল করা হয়েছে।

এই খবরটিও পড়ুন

ধৃত বাংলাদেশি যুবক পবিত্র মণ্ডল

পুলিশের বক্তব্য, এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িয়ে আছে কি না, তার তদন্ত তারা শুরু করেছে। সাইবার ক্যাফের মালিক এই চক্র চালাত নাকি সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনিবার কালনা মহকুমা আদালতের তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে।

ধৃত পবিত্র মণ্ডল জানিয়েছে, বছর তিনেক আগে সে কালনায় এসেছে। মামার বাড়িতে ছিল। এখন দেশে বাবা-মাকে দেখতে যাওয়ার জন্য পাসপোর্ট বানাতে দিয়েছিল সে। অভিযুক্ত যুবকের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ডও পাওয়া গিয়েছে।