WhatsApp Latest Feature: এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ৯০ দিনের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার

ইউজারদের কাছে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারটি কতটা ছাপ ফেলবে তা এখন থেকে বলা না গেলেও, ইতিমধ্যে 'ভিউ ওয়ান্স' ফিচারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

WhatsApp Latest Feature: এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ৯০ দিনের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 8:28 PM

হোয়াটসঅ্যাপ বেশ কয়েকটি ফিচার নিয়ে কাজ করছে যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের মেসেজিং অভিজ্ঞতা পরিবর্তন করার জন্য প্রস্তুত।এই প্রচেষ্টারই একটা নতুন দিক হল মেসেজ নিজে থেকে মুছে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া। ফেসবুকের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বর্তমানে একটি বৈশিষ্ট্য পরীক্ষা করছে যা ৯০ দিন পরে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ মুছে ফেলবে।

হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি ডিসঅ্যাপিয়ারিং ফিচার চালু করেছে যা স্বয়ংক্রিয়ভাবে সাত দিনের পুরনো চ্যাট মুছে ফেলে। চ্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে সার্ভার থেকে মুছে ফেলার আগে মেসেজিং প্ল্যাটফর্ম ইউজারদের আরও সময় দেওয়ার কথা ভাবছে বলেই মনে করা হচ্ছে। কারণ, এখন সেই স্প্যানকে বাড়িয়ে ৯০ দিন করার কথা ভাবছে এই সংস্থা।

আগে এমনও শোনা গেছিল যে হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচারের ওপর কাজ করছে যাতে ইউজার কোন মেসেজ একবারই দেখতে পাবেন, তারপর সেই মেসেজ চিরকালের জন্য ডিলিট হয়ে যাবে। এই ফিচারটি সম্প্রতি ফটো বা ভিডিয়োর ক্ষেত্রে যে ‘ভিউ ওয়ান্স’ ফিচার আছে তারই মতো হতে পারে। বর্তমানে এই ফিচারে রিসিভার একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে মিডিয়া ফাইল মুছে যায়।

তবে, সর্বশেষ বিটা সংস্করণের সাথে, যা অ্যান্ড্রয়েডের ২.২১.১৭.১৬ সংস্করণ, হোয়াটসঅ্যাপ এখন ৯০ দিনের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি যুক্ত করেছে যা প্রায় তিন মাস পরে চ্যাটগুলি মুছে দেবে।

WaBetaInfo আসন্ন ফিচারের স্ক্রিনশটও শেয়ার করেছে যা ইউজারদের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ -এর সময়সীমা কাস্টমাইজ করতে দেয়। ব্যবহারকারীরা ৯০ দিন, ৭ দিন বা ২ ঘণ্টার সময়সীমা বেছে নেওয়ার বিকল্প পাবেন। ইউজাররা এই ফিচারটি সম্পূর্ণরূপে বন্ধ করতে পারেন যাতে চ্যাটগুলি নিজে থেকে মুছে না যায়।

এই মুহুর্তে, হোয়াটসঅ্যাপ কখন ৯০ দিনের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি অফিসিয়ালি চালু করতে চলেছে তা বলা কঠিন। বর্তমানে ফিচারটি বিটা ইউজারদের জন্য উপলব্ধ। হোয়াটসঅ্যাপ এই ফিচারটি চালু নাও করতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে। এর আগে এমন দেখ গিয়েছে যে বিটা টেস্টিংয়ের পর হোয়াটসঅ্যাপ ফিচার ড্রপ করে দিয়েছে।

হোয়াটসঅ্যাপ গত বছরের নভেম্বরে তার ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি চালু করেছিল। ফিচারটি একটি নির্দিষ্ট সময়ের পরে বার্তাগুলি স্বয়ংক্রিয়ভাবে মুছে দিতে পারে। হোয়াটসঅ্যাপ বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার আগে সাত দিন ধরে ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলি রাখে। এখন, কোম্পানি ইউজারদের সুবিধার্থে তাঁদের চ্যাটে কতক্ষণ মেসেজ থাকতে পারে তার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, ইউজাররা সুবিধা মতো সেই সময়সীমা নির্ধারণ করতে পারবেন। ৯০ দিন, ৭ দিন এমনকি ২ ঘণ্টা সময়সীমার অপশনও পেতে পারবেন ইউজাররা।

ইউজারদের কাছে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারটি কতটা ছাপ ফেলবে তা এখন থেকে বলা না গেলেও, ইতিমধ্যে ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নতুন চমক! টাকা পাঠানোর সময় পছন্দমতো ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন ইউজাররা