Full List Of 54 Banned Chinese Apps In India: ফ্রি ফায়ার ইলুমিনেট, ভিভা ভিডিয়োর মতো ভারতে ব্যান হওয়া ৫৪ জনপ্রিয় চিনা অ্যাপের সম্পূর্ণ তালিকা দেখে নিন

যে ৫৪টি অ্যাপ ব্যান করা হয়েছে, তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় দুটি অ্যাপ হল ভিভা ভিডিয়ো এডিটর এবং গারিনা ফ্রি ফায়ার - ইলুমিনেট। এই ৫৪টি অ্যাপের সম্পূর্ণ তালিকা দেখে নিন।

Full List Of 54 Banned Chinese Apps In India: ফ্রি ফায়ার ইলুমিনেট, ভিভা ভিডিয়োর মতো ভারতে ব্যান হওয়া ৫৪ জনপ্রিয় চিনা অ্যাপের সম্পূর্ণ তালিকা দেখে নিন
ফ্রি ফায়ার ইলুমিনেট ভারতে আর খেলা যাবে না। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 3:11 PM

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ভারতে ফের এক ধাক্কায় ৫৪টি চিনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ (54 Chinese App Ban In India) করা হল। জাতীয় নিরাপত্তার (National Security Threat) জন্য অ্যাপগুলি বিপজ্জনক হয়ে উঠছে বলেই নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির একটি রিপোর্টে কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক-কে উদ্ধৃত করে বলা হচ্ছে, “অভিযোগ, এই ৫৪টি অ্যাপ ব্যবহারকারীর কাছ থেকে বিভিন্ন সংকটজনক অনুমতি এবং সংবেদনশীল তথ্য সংগ্রহ করে। আর সংগৃহীত সেই সব রিয়্যাল-টাইম তথ্যের অপব্যবহার করে শত্রু দেশে অবস্থিত সার্ভারগুলিতে প্রেরণ করা হচ্ছে।” যে ৫৪টি অ্যাপ ব্যান করা হয়েছে, তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় দুটি অ্যাপ হল ভিভা ভিডিয়ো এডিটর এবং গারিনা ফ্রি ফায়ার – ইলুমিনেট (Garena Free Fire- Illuminate)। ৫৪টি অ্যাপের সম্পূর্ণ তালিকা দেখে নিন।

১) গারিনা ফ্রি ফায়ার- ইলুমিনেট।

২) বিউটি ক্যামেরা – সেলফি ক্যামেরা।

৩) ইক্যুয়ালাইজ়ার – ব্যাস বুস্টার অ্যান্ড ভলিউম ইকিউ অ্যান্ড ভার্চুয়ালাইজ়ার।

৪) মিউজ়িক প্লেয়ার- মিউজ়িক, এমপিথ্রি প্লেয়ার।

৫) ইক্যুয়ালাইজ়ার অ্যান্ড ব্যাস বুস্টার – মিউজ়িক ভলিউম ইকিউ।

৬) মিউজ়িক প্লাস – এমপিথ্রি প্লেয়ার।

৭) ইক্যুয়ালাইজ়ার প্রো – ভলিউম বুস্টার এবং ব্যাস বুস্টার।

৮) ভিডিয়ো প্লেয়ার মিডিয়া অল ফরম্যাট।

৯) মিউজ়িক প্লেয়ার – ইক্যুয়ালাইজ়ার অ্যান্ড এমপিথ্রি।

১০) ভলিউম বুস্টার – লাউড স্পিকার অ্যান্ড সাউন্ড বুস্টার।

১১) মিউজ়িক প্লেয়ার – এমপিথ্রি প্লেয়ার।

১২) ক্যামকার্ড ফর সেলসফোর্স ইএনটি।

১৩) আইসোল্যান্ড টু: অ্যাশেজ় অফ টাইম লাইট।

১৪) রাইজ় অফ কিংডম: লস্ট ক্রুসেড।

১৫) এপিইউএস সিকিওরিটি এইচডি (প্যাড ভার্সন)।

১৬) প্যারালাল স্পেস লাইট ৩২ সাপোর্ট।

১৭) ভিভা ভিডিয়ো এডিটর – স্ন্যাক ভিডিয়ো মেকার উইথ মিউজ়িক।

১৮) নাইস ভিডিয়ো বাইদু।

১৯) টেনসেন্ট জ়্রাইভার।

২০) অনমোয়োজি চেস।

২১) অনময়োজি এরিনা।

২২) অ্যাপলক।

২৩) ডুয়াল স্পেস লাইট – মাল্টিপল অ্যাকাউন্টস অ্যান্ড ক্লোন অ্যাপ।

২৪) ডুয়াল স্পেস প্রো – মাল্টিপল অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাপ ক্লোনার।

২৫) ডুয়ালস্পেস লাইট – ৩২বিট সাপোর্ট।

২৬) ডুয়াল স্পেস – ৩২বিট সাপোর্ট।

২৭) ডুয়াল স্পেস – ৬৪বিট সাপোর্ট।

২৮) ডুয়াল স্পেস প্রো – ৩২বিট সাপোর্ট।

২৯) কংকার অনলাইন – এমএমওআরপিজি গেম।

৩০) কংকার অনলাইন আইএল।

৩১) লাইভ ওয়েদার অ্যান্ড র‌্যাডার – অ্যালার্টস।

৩২) নোটস – কালার নোটপ্যাড, নোটবুক।

৩৩) এমপিথ্রি কাটার – রিংটোন মেকার অ্যান্ড অডিও কাটার।

৩৪) ভয়েস রেকর্ডার অ্যান্ড ভয়েস চেঞ্জার।

৩৫) বারকোড স্ক্যানার – কিউআর কোড স্ক্যানার।

৩৬) লিসা স্ক্যান – সেলফি ক্যামেরা অ্যাপ।

৩৭) ইভিই ইকোজ়।

৩৮) অ্যাস্ট্রাক্রাফ্ট।

৩৯) ইউ গেম বুস্টার-নেটওয়ার্ক সলিউশন ফর হাই পিং।

৪০) এক্সট্রা অর্ডিনারি ওয়ানস।

৪১) ব্যাডল্যান্ডার্স।

৪২) স্টিক ফাইট: দ্য গেম মোবাইল।

৪৩) টয়াইলাইট পায়োনিয়ার্স।

৪৪) কিউট: ম্যাচ উইথ দ্য ওয়ার্ল্ড।

৪৫) স্মলওয়ার্ল্ড-এনজয় গ্রুপ চ্যাট অ্যান্ড ভিডিয়ো চ্যাট।

৪৬) কিউটইউ প্রো।

৪৭) ফ্যান্সি প্রো – ভিডিয়ো চ্যাট অ্যান্ড মিটআপ।

৪৮) রিয়্যালআইইউ: গো লাইভ, মেক ফ্রেন্ডস।

৪৯) মুনচ্যাট: এনজয় ভিডিয়ো চ্যাটস।

৫০) রিয়্যালইউ লাইট – ভিডিয়ো টু লিভ!

৫১) উইঙ্ক: কানেক্ট নাও।

৫২) ফানচ্যাট মিট পিপল অ্যারাউন্ড ইউ।

৫৩) ফ্যান্সিইউ প্রো – ইনস্ট্যান্ট মিটআপ থ্রু ভিডিয়ো।

৫৪) বিউটি ক্যামেরা: সুইট সেলফি এইচডি।

এদিকে গারিনা ফ্রি ফায়ার ইলুমিনেট ব্যান করা হলেও সোমবার থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে অন্যান্য গারিনা ফ্রি ফায়ার অ্যাপগুলিও দেখা যাচ্ছে না। তার কারণ কী, সে বিষয়ে সংস্থার তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, ফ্রি ফায়ারের এই অনুপস্থিতির কারণ হতে পারে পাবজি মোবাইলের ডেভেলপার ক্রাফ্টন কপিরাইট সংক্রান্ত কোনও মামলা করেছে গারিনা ফ্রি ফায়ারের ডেভেলপার সংস্থার বিরুদ্ধে।

এই নিয়ে পঞ্চম বার ভারতে চিনা অ্যাপ ব্যান করা হল। এর আগে ২০২১ সালের জুন মাসে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজ়ার-সহ মোট ৫৬টি অ্যাপ ব্যান করা হয়েছিল। ২০২০ সালের নভেম্বর মাসেও ৪৩টি অ্যাপ্লিকেশনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। চিনের বিখ্যাত আলিবাবা গ্রুপের চারটি অ্যাপ সহ একাধিক চিনা অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়। প্রসঙ্গত, চিনা অ্যাপ ব্যান করা সূত্রপাত ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের উপরে চিনা সেনাবাহিনীর আক্রমণের পরেই।

আরও পড়ুন: প্রশ্নের মুখে দেশের সুরক্ষা, ব্যানের খাঁড়া নেমে আসছে আরও ৫৪টি চিনা অ্যাপের উপর

আরও পড়ুন: মেটাভার্স, ওয়েবথ্রি এবং এনএফটি দুনিয়ায় পা রাখতে চলেছে ইউটিউব, রোজগার করতে পারবেন সাধারণ মানুষ

আরও পড়ুন: ২২০জিবি ডেটার অফার নিয়ে এসে জিও, এয়ারটেল, ভোডাফোনের প্ল্যান ভেস্তে দিল বিএসএনএল!

দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি