Ban on 54 Chinese App: প্রশ্নের মুখে দেশের সুরক্ষা, ব্যানের খাঁড়া নেমে আসছে আরও ৫৪টি চিনা অ্যাপের উপর
Chinese Apps Threat to India's Security: গত বছরের জুন মাসেই ভারত সরকারের তরফে ৫৯টি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়। এরমধ্যে টিকটক, উইচ্যাট, হেলোর মতো অ্যাপ্লিকেশনগুলিও ছিল।
নয়া দিল্লি: ফের একাধিক চিনা অ্যাপের (Chinese Application) ওপর পড়তে চলেছে ব্যান(Ban)-র খাঁড়া। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে কেন্দ্র করে ২০২০ সালে ভারত ও চিনের মধ্যে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তারপর থেকেই একের পর এক মোবাইল অ্যাপ্লিকেশনের (Mobile Application) উপরে ব্যানের খাঁড়া নেমে এসেছে। এরমধ্যে অধিকাংশই চিনা অ্যাপ। ফের একবার বিভিন্ন চিনা অ্যাপ্লিকেশনই বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার, এমনটাই সরকারি সূত্রে জানা গিয়েছে। প্রায় ৫৪টি অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করতেই এই অ্যাপ্লিকেশনগুলি ব্যান করা হবে বলে জানা গিয়েছে। যে অ্যাপগুলি বন্ধ হতে পারে, তার মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা-সেলফি ক্যামেরা, ভিভা ভিডিয়ো এডিটর, টেনসেন্ট এক্সরিভার, অ্যাপ লক ও ডুয়াল স্পেস লাইটের মতো অ্যাপ্লিকেশনগুলি।
গত বছরের জুন মাসেই ভারত সরকারের তরফে ৫৯টি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়। এরমধ্যে টিকটক, উইচ্যাট, হেলোর মতো অ্যাপ্লিকেশনগুলিও ছিল। টিকটক ব্য়ান হওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ, অশান্তি ছড়ালেও কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছিল, এইসমস্ত মোবাইল অ্যাপ্লিকেশনগুলি দেশের সুরক্ষা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি সৃষ্টি করছে। সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই অ্যাপগুলিকে ব্যান করে দেওয়া হচ্ছে।
এরপর অ্যাপগুলি ব্যবহারকারীদের থেকে কী কী তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য কী কাজে লাগে— তা জানতে চেয়েছিল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। গত বছরের জানুয়ারি মাসে টিকটক, উইচ্যাট সহ একাধিক কোম্পানিগুলি জবাব দেয়, কিন্তু সেই জবাবে সরকার বিশেষ সন্তুষ্ট না হওয়ায়, চিরতরেই টিকটক, উইচ্যাট সমেত মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২০ সালের নভেম্বর মাসেও ৪৩টি অ্যাপ্লিকেশনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। চিনের বিখ্যাত আলিবাবা গ্রুপের চারটি অ্যাপ সহ একাধিক চিনা অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়। ব্যান হওয়া এই অ্যাপগুলির মধ্যে ছিল আলিসাপ্লাইয়ারস মোবাইল অ্যাপ, আলিবাবা ওয়ার্কবেঞ্চ, আলিএক্সপ্রেস-স্মার্টার শপিং, বেটার লিভিং, আলিপে ক্যাশিয়ার, লালামুভ ইন্ডিয়া-ডেলিভারি অ্যাপ, স্ন্যাক ভিডিয়ো, ক্যামকার্ড-বিজনেস কার্ড রিডার। স্যোল-ফলো দ্য স্যোল টু ফাইন্ড ইউ, উইডেট-ডেটিং অ্যাপ, ডেট ইন এশিয়া-ডেটিং অ্যান্ড চ্যাট ফর এশিয়ান সিঙ্গেলস, ট্রুলি চাইনিজ-চাইনিজ ডেটিং অ্যাপ, ফ্রি ডেটিং অ্যাপ-সিঙ্গল, স্টার্ট ইউর ডেট, ডেট মাই এজ: চ্যাচ, মিট, ডেট ম্যাচুয়র সিঙ্গলস অনলাইনের মতো নানা অনলাইন ডেটিং অ্যাপ। এছাড়াও টুবিট:লাইভ স্ট্রিমস, ম্যাঙ্গো টিভি, উই টিভি-টিভি ভার্শন, উইটিভি-সিড্রামা, কেড্রামা অ্যান্ড মোর, তাওবাও লাইভ, এমজিটিভি-হিউনানটিভি অফিসিয়াল টিভি অ্যাপের মতো নানা ভিডিয়ো ও অনলাইন টিভি অ্যাপ্লিকেশনও ব্যান করা হয়েছিল।
কেন্দ্রীয় সূত্রে খবর, ২০২০ সালে পূর্ব লাদাখে গালোয়ান সংঘর্ষের পর থেকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে যে ধাপে ধাপে অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার অধীনে এখনও অবধি প্রায় ৩০০টি অ্য়াপ্লিকেশন ব্যান করা হয়েছে। সূত্রের খবর, যে সমস্ত অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করে দেওয়া।